🌻🌻কিছু ফুল ও গাছের ফটোগ্রাফি🌲🌲
আমার প্রিয় ব্লগ"আমার বাংলা ব্লগের"বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন।আমিও ভালো আছি।
যেহেতু আপনারা সবাই হয়তো জানেন,আমি বাগান করি,আমি বাগান ভালোবাসি।তাই বাগানের কিছু ছবি মাঝে মধ্যে শেয়ার না করলে আমার ভালো লাগে না।আমার এই লকডাউনের সঙ্গি হচ্ছে আমার নিজ হাতে করা আমার গাছ গুলি। মাঝে মাঝে আমি আমার মেয়েকে বলি,একটু ছাদে যাই দেখি আমার বাচ্চারা(আমার গাছ গুলি) কেমন আছে? আমার কথা শুনে আমার মেয়ে বলে তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি গাছ কে? এই হলো আমার অবস্থা।আর কথা না বাড়িয়ে আমার কিছু ফুল ও গাছের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
উপরের তিনটি ফুলের নাম অপরাজিতা।আমার বাগানে এখন এই তিনটি কালার আছে।আরও কিছু লাগিয়েছি,সেগুলো কি কালার হয় দেখার অপেক্ষায় আছি।অপরাজিতা সাধারণত বীজ থেকে চারা হয়।আমি বীজ থেকে চারা করেছি।এটি দেখতে খুবই সুন্দর।এটি সারা বছরই ফুল দিয়ে বাগান কে আলোকিত করে রাখে।
উপরের তিনটি ছবির ফুলের নাম পর্তুলিকা।এদের আরও অনেক নাম আছে।অনেকে একে বলে মসরোজ ,আবার কেউ বলে টাইম ফুল,কেউ কেউ বলে ঘাস ফুল,যে যা বলে।কিন্তু আমি বলি পর্তুলিকা। এটি গ্রীষ্মের ফুল।সাড়া গ্রীষ্ম কাল এটি ফুল দিয়ে বাগানকে আলোকিত করে রাখে।শীত কালে এতে খুব কম ফুল হয়। তবে বর্ষা কালে একে খুব সাবধানে রাখতে হয়।বেশি বৃষ্টির পানিতে এই গাছ মারা যায়।সাধারণত এই গাছের ডাল থেকেই গাছ হয়।ডাল ভেঙ্গে ভেঙ্গে লাগালে অনেক গাছ হয়ে যায়।চার মাস পর পর একে এক টব থেকে অন্য টবে লাগাতে হয়।তা না হলে গাছে ফুল কম হওয়ার পাশাপাশি গাছ মারাও যেতে পারে।
এটির নাম কৈলাশ।এটি পাতাবাহার জাতীয় গাছ।এর আগে একটি পোস্টে আমি কৈলাশ এর উপকারিতা সম্পর্কে লিখেছিলাম।সেদিন এর ফুল ছিল না।আজ ফুল ফুটেছে।ছোট ছোট ফুল দেখতে খুব সুন্দর।
এটি পেঁপে গাছ।এটি আমার বাগানে একা একাই হয়েছে।একটি টব খালি ছিল সেখানে একা একাই এটি হয়েছে।এই গাছটি সম্পর্কে সবারই কম বেশি জানা আছে।
সব গুলো ছবির স্থান-লিংক
এটি হচ্ছে অ্যালোভেরা।এটি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।এছাড়া এটি ত্বকের বিভিন্ন ক্ষত সারিয়ে তুলতেও কার্যকর ভূমিকা পালন করে।
কেমন লাগলো আমার আজকের আয়োজন?আশা করি আপনাদের ভালো লেগেছে।আজকে এই পর্যন্তই।পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
---|
ধন্যবাদ
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
খুব সুন্দর ভাবে ম্যাক্রো শট দিয়েছেন। দারুণ
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর হয়েছে ছবিগুলো এবং ভালো ব্যাখ্যা দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর
ধন্যবাদ আপনাকে।