ছাদ বাগানের ফটোগ্রাফি শেষ পর্ব||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন।আমিও মোটামুটি ভালো আছি।


আমি কিছুদিন আগে ছাদ বাগানের কিছু ফটোগ্রাফি শেয়ার করে ছিলাম।আজ আপনাদের মাঝে আরো বেশ কিছু ছবি শেয়ার করতে এসেছি।আসলে কিছুদিন আগে আমি ঢাকায় বেড়াতে এসেছি।সেই বাসার ছাদেরই কিছু ফটোগ্রাফ আপনাদের সামনে তুলে ধরেছি।আসলে ছাদে গাছ থাকলে সেই ছাদের সৌন্দর্য আমার কাছে বহু গুনে বেড়ে যায়।এটি তেমনি একটি গাছ গাছালিতে ভরা সৌন্দর্য মন্ডিত একটি ছাদ।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার ফটোগ্রাফ গুলি শেয়ার করছি।



Polish_20211010_222849221.jpg

ফটোগ্রাফি-১

20211003_115830.jpg

ফটোগ্রাফি-২

20211003_115819.jpg

এই ফটোগ্রাফি দুইটির ফুলের নাম রংগন।হলুদ রঙের রংগন। এটি খুবই সুন্দর একটি ফুল।আমার খুবই পছন্দের ফুল।হলুদ রঙের রংগন আমি এই প্রথম দেখলাম।

ফটোগ্রাফি-৩

20211003_115651.jpg

ফটোগ্রাফি-৪

20211003_115643.jpg

এটি বেলি ফুল।খুবই চমৎকার ঘ্রানযুক্ত ফুল।রাতের বেলা ছাদ বেলি ফুলের ঘ্রানে ভোরে থাকে।

ফটোগ্রাফি-৫

20211003_120906.jpg

ফটোগ্রাফি-৬

20211003_115546.jpg

এই দুটি কাঁটা মুকুট।লাল ও কমলা রঙের কাঁটা মুকুট।দেখতে খুবই সুন্দর।

ফটোগ্রাফি-৭

20211003_115553.jpg

এই ফুলটির নাম লিপিস্টিক ফুল।আমি এই ফুলটির নাম জানতাম কিন্তু এর আগে দেখিনি।আজই প্রথম দেখলাম।খুবই সুন্দর দেখতে।

ফটোগ্রাফি-৮

20211003_115622.jpg

এই ফুলটির নাম নয়ন তারা।সবারই চেনা জানা ফুল।

ফটোগ্রাফি-৯

20211003_115532.jpg

এই ফুলটির নাম পর্তুলিকা।খুবই সুন্দর দেখতে।

ফটোগ্রাফি-১০

20211003_115659.jpg

এটি খুব সুন্দর একটি কচুপাতা।দেখতে অসম্ভব সুন্দর।

ফটোগ্রাফি-১১

20211003_115758.jpg

এটির নাম পাথরকুচি।এটি সবারই চেনা।

ফটোগ্রাফি-১২

20211003_115605.jpg

ফটোগ্রাফি-১৩

20211003_115559.jpg

ফটোগ্রাফি-১৪

20211003_115609.jpg

ফটোগ্রাফি-১৫

20211003_115635.jpg

ফটোগ্রাফি-১৬

20211003_115715.jpg

ফটোগ্রাফি-১৭

20211003_115730.jpg

ফটোগ্রাফি-১৮

20211003_115735.jpg

ফটোগ্রাফি-১৯

20211003_115746.jpg

ফটোগ্রাফি-২০

20211003_115751.jpg

এই সব গুলো পাতাবাহার জাতীয় গাছ।খুব সুন্দর সুন্দর পাতাবাহার।একেকটা একেক রকম সুন্দর।দেখলে মন জুড়িয়ে যায়।

আশা করছি আপনাদের ও ফটোগ্রাফি গুলি ভালো লেগেছে।আজকের মত শেষ করছি। পরবর্তীতে দেখা হবে, আবার নতুন কোন লেখা নিয়ে। সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 
    • এই ফুলটির নাম লিপিস্টিক ফুল।আমি এই ফুলটির নাম জানতাম কিন্তু এর আগে দেখিনি।আজই প্রথম দেখলাম।খুবই সুন্দর দেখতে।

এই ফুলটার নাম তো আপু আমিও জানি না!জানিনা কি বলছি!শুনিই নি জীবনেও।
আর ফুলটাও একদম দেখতে লিপ্সটিক এর মতোই। তাই হয়তো এমন নাম।দারুণ সব কটা ফুল।

 3 years ago 

হ্যা আপু ঠিকই বলেছেন দেখতে লিপিস্টিকের মতোই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছাদ বাগানের ফটোগ্রাফি শেষ পর্ব অনেক সুন্দর হয়েছে আপু আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারলাম। অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

ছাদ বাগানের ফটোগ্রাফি শেষ পর্ব খুব সুন্দর হয়েছে। অনেক গুলো ফটো দিয়েছেন। ছাদে সুন্দর সুন্দর ফুল রাখলে ছাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করার জন‍্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

আপু আপনার এই পোস্টে জানান দিচ্ছে যে আপনি একজন অভিজ্ঞতা সম্পৃর্ণ ফটোগ্রাফি।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

Nice flowers, thanks for sharing 🌱

 3 years ago 

এখানে বাংলা ছাড়া অন্য কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় না। আপনি দেখার আগে খুব দ্রুত আপনার কমেন্ট মুছে ফেলুন।।

আপনি শুধু বাংলা ভাষা এখানে পোস্ট করতে পারেন

 3 years ago 

আপু আপনার ছাদ বাগানটি অনেক সুন্দর।সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি থেকে উপলব্ধি করা যায়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

হলুদ রঙের রঙ্গন আমিও আগে কখনো দেখি নাই।খুবই সুন্দর লাগছে ফুলগুলো।আর কমলা রঙের কাটামুকুটটাও অনেক সুন্দর লেগেছে।কত রকমের পাতাবাহার দেখে খুব ভালো লাগছে আমার কিছু নিতে ইচ্ছে করছে।পাতাবাহার আমার অনেক পছন্দ।অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

সবগুলো ছবি বেশ অসাধারণ হয়েছে। বিশেষ করে ৮ ও ১০ নং ছবিটা অনেক ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর জানা অজানা নামের ফুল রয়েছে। আমার কাছে ৫ নাম্বার চিত্রটি বেশি ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপু আপনার প্রত্যেকটি ছবি অসাধারণ ।আর ফুল ও গাছগুলো খুবই সতেজ ও প্রাণবন্ত।আমি সব গাছই মোটামুটি চিনি ও নাম জানা।তবে লিপিস্টিক ফুলটি আমার কাছে একেবারে নতুন বলে মনে হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ছাদ বাগানটি অনেক সুন্দর দেখে মনে হচ্ছে এইখানে বসে যদি এই সৌন্দর্যের মধ্যে কিছু সময় পার করতে পারতাম।আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো।অনেক ফুলের নাম ও জানতে পারলাম।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51