আলু দিয়ে লইট্টা শুঁটকি ভুনা রেসিপি||১০% বেনিফিশিয়ারি @shy-fox.

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে আর ও একটি রেসিপি নিয়ে এসেছি।আর সেটা হচ্ছে আলু দিয়ে লইট্টা শুটকি মাছ ভুনা রেসিপি।শুঁটকি মাছ আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে করি না।আমি আগে কোনো শুঁটকি মাছ পছন্দ করতাম না,খেতাম ও না।কেমন যেন গন্ধ লাগতো।কিন্তু যেদিন আমি প্রথম এই শুঁটকি ভুনা টা ভয়ে ভয়ে একটু মুখে দিয়েছিলাম,সেইদিন থেকে এটা আমার অনেক পছন্দের একটি রেসিপি হয়ে যায়।তারপর থেকে আমি এটি নিয়মিত রান্না করে খাই।খুবই ভালো লাগে আমার।



আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আমার পছন্দের রেসিপি আলু দিয়ে লইট্টা শুঁটকি রেসিপি।

Polish_20210831_192857999.jpg

উপকরণ

Polish_20210831_192618822.jpg

উপকরণপরিমাণ
লইট্টা শুঁটকি৬পিছ
আলু২টি
টমেটো১টি
আদা বাটা১চা চামচ
রসুন বাটা১চা চামচ
পেঁয়াজ কুচি১কাপ
কাঁচা মরিচ৪টি
হলুদ গুঁড়া১চা চামচ
লাল মরিচ গুঁড়া১চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
লবনস্বাদমতো
তেলপরিমান মতো

প্রুস্তুতপ্রণালী

১ম ধাপ

20210831_125856.jpg

20210831_130158.jpg

প্রথমে চুলায় একটি কড়াই বসাই।তারপর শুঁটকি মাছ গুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নেই।

২য় ধাপ

20210831_130202.jpg

20210831_130632.jpg

20210831_131450.jpg

একটি পাত্রে পানি গরম করে শুঁটকি মাছ গুলি ভালো করে কয়েক বার ধুয়ে নেই।কেননা এতে প্রচুর পরিমানে বালি থাকে।

৩য় ধাপ

20210831_131809.jpg

20210831_131906.jpg

একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দেই।

৪র্থ ধাপ

20210831_132144.jpg

পেঁয়াজ কিছুক্ষণ ভেজে আদা বাটা রসুন বাটা দিয়ে দেই।

৫ম ধাপ

20210831_132223.jpg

20210831_132248.jpg

তারপর সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করি।

৬ষ্ঠ ধাপ

20210831_132359.jpg

এরপর টমেটো গুলি দিয়ে নেড়েচেড়ে নেই।

৭ম ধাপ

20210831_132435.jpg

20210831_132510.jpg

এরপর আলু দিয়ে দেই।আলু মসলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করি।

৮ম ধাপ

20210831_132618.jpg

20210831_133509.jpg

তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।

৯ম ধাপ

20210831_133537.jpg

20210831_133610.jpg

আলু সিদ্ধ হয়ে গেলে শুঁটকি মাছ গুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেই।এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেই।

১০ম ধাপ

20210831_134609.jpg

পানি একদম টেনে আসলে হয়ে গেল আমার আলু দিয়ে লইট্টা শুঁটকি মাছ ভুনা।

১১তম ধাপ

20210831_135501.jpg

এখন একটি বাটিতে ঢেলে পরিবেশন করতে হবে।তারপর গরম ভাতের সঙ্গে ঝটপট খেয়ে নিতে হবে।এভাবে করে দেখবেন খুবই স্বাদ লাগবে।

আজকের মত এই পর্যন্তই।এরপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু রেসিপিটি।আমিও আজ লইট্টা মাছের রেসিপি শেয়ার করেছি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।হ্যা আপনার পোস্ট টি দেখেছি।মিলে গিয়েছে কিছু টা।

 3 years ago 

একদিকে আলু অন্য দিকে শুটকি, মনে হচ্ছে আমায় দুই হাত দিয়ে ইশারা দিয়ে ডাকছে। আহা কি সুন্দর রান্না হয়েছে, জলতো আটকাতে পারছি না, হি হি হি
খুব সুন্দর রান্না করেছেন আপু। ধন্যবাদ

 3 years ago 

ভালোই বলেছেন ভাই ।হ্যা ভাই খুবই টেস্টি হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই মজাদার রেসিপি বানিয়েছো, দেখে তো খেতে মন চাইছে, এত সুন্দর রান্না কোথা থেকে শিখেছেন আপুমণি?

 3 years ago 

একা একাই শিখেছি আপু ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর আলুর রেসিপি তৈরী করেছেন। আলু আমার খুব প্রিয় খাবার।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

😍😍

 3 years ago 

লইট্টা শুটকি নাম শুনলেই মুখে পানি চলে আসে খেতে ইচ্ছা করে। আমি অনেকবার এই শুটকি রান্না করেছি অনেক ভালো লাগে খেতে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

শুটকি জিনিসটা আমার খুব একটা পছন্দ না। তবে লইট্টা মাছের কথা অনেক শুনেছি। আপনার শুটকি লইট্টার ভূনা রেসিপি টা ভালোই লাগছে। ধন্যবাদ এরকম রেসিপি শেয়ার করার জন্য।।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আমার রেসিপি টি দেখার জন্য।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

শুটকি আমার অনেক প্রিয়।লইট্যা শুটকির ভুনা খেতেও ভালো লাগে।আপনার রেসিপিটা সু্স্বাদু হয়েছে আপু

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95691.61
ETH 3343.89
USDT 1.00
SBD 3.03