ডিম ভুনা রেসিপি🥚🥚

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার প্রিয় ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি।এটি খুবই সহজ এবং মজাদার রেসিপি ডিম ভুনা রেসিপি।ডিম সাধারণতো এমন একটি খাবার যা বিভিন্ন ভাবে খাওয়া যায়।ডিম পছন্দ করে না বা ডিম খায় না এমন লোক খুঁজে পাওয়া খুবই কষ্ট সাধ্য ব্যাপার।ডিম আমরা সবাই কম বেশি খেয়ে থাকি এবং বিভিন্ন ভাবে খেয়ে থাকি।


ডিম পুষ্টিগুন সমৃদ্ধ একটি খাবার।ডিমের অনেক পুষ্টিগুন রয়েছে।ডিমে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, যা শিশুর মস্তিষ্কের বিকাশ সাধনে খুবই কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়াও ডিমে বিভিন্ন ভিটামিন যেমনঃ ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ আরও অনেক পুষ্টি উপাদান থাকে।


এছাড়াও ডিমে প্রোটিন, স্নেহ ও বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে।ডিমে বিভিন্ন পুষ্টি উপাদানের পাশাপাশি ভালো কোলেস্টেরল ও রয়েছে। যে কারনে এখন আমাদের দেশের ডাক্তাররা প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে ডিম রাখতে বলেন।

তাহলে আর কথা না বা বাড়িয়ে চলুন শুরু করা যাক ডিম ভুনা রেসিপি।

Polish_20210731_130806317.jpg

উপকরণ

Polish_20210731_131006918.jpg

উপকরণপরিমাণ
ডিম৪টি
পেঁয়াজ১/২কাপ
কাঁচা মরিচ৫টি
পেঁয়াজ বাটা৩টেবিল চামচ
আদা বাটা১চা চামচ
রসুন বাটা১চা চামচ
হলুদ গুঁড়া১চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
লাল মরিচ গুঁড়া১/২চা চামচ
জিরা গুঁড়া১চা চামচ
লবন১ চা চামচ
তেল৪টেবিল চামচ

প্রস্তুতপ্রণালী

20210730_201720.jpg

প্রথমে একটি পাত্রে একটু পানি নিয়ে নেই।তারমধ্যে ডিম গুলি দিয়ে দেই।এখন ডিম গুলি সিদ্ধ করে নেই।

20210730_205207.jpg

ডিম গুলি সিদ্ধ হলে ডিমের খোসা ছাড়িয়ে নেই।

20210730_205250.jpg

এখন হলুদ লবন মাখিয়ে নেই।

20210730_205445.jpg

20210730_205657.jpg

কড়াইতে তেল দিয়ে দেই।তেল গরম হলে ডিম গুলি ভেজে একটি বাটিতে তুলে রাখি।

20210730_205708.jpg

তারপর পেঁয়াজ দিয়ে দেই।পেঁয়াজ বাদামি করে ভেজে নেই।

20210730_205835.jpg

20210730_210012.jpg

তারপর সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে দেই।

20210730_210051.jpg

তারপর মসলা টা ভালো করে মিশিয়ে নেই।

20210730_210147.jpg

সামান্য একটু পানি দিয়ে ,কিছুক্ষণ জ্বাল দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নেই।

20210730_210334.jpg

তারপর ডিম ও একটু পানি দিয়ে দেই।

20210730_210410.jpg

তারপর কাঁচা মরিচ দিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে দেই ও কিছুক্ষণ জ্বাল দেই।

20210730_211535.jpg

তারপর পানি শুকিয়ে গেলে হয়ে গেল আমার ডিম ভুনা।এখন পরিবেশনের পালা।

20210730_211700.jpg

এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে হবে।কেমন লাগলো আমার আজকের রেসিপি?আশা করি সবার ভালো লাগবে। আজ এখানেই আমার ব্লগটি শেষ করছি।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

Cc-@rme
@blacks
@amarbanglablog

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

এটা আমাদের অঞ্চলে বেশী খাওয়া হয়, কারন সবাই ডিমভক্ত, হা হা হা। না সত্যি সহজ এবং স্বাদের কথা বিবেচনা করে এটা অনেকেই পছন্দ করেন, আর পুষ্টির বিষয়টিতো আছেই। খুব সুন্দর উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পোস্টটা পড়ার জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি রেসিপি আপু।এটি সবারই প্রিয় একটি খাবার।খুব ভালো হয়েছে রান্নাটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আপু আমার ব্লগটি পড়ার জন্য।

 3 years ago 

Continuously ভালো রেসিপি শেয়ার করার জন্য আপনাকে লেভেল-০১ এ উন্নীত করা হল :)

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66