Diy(এসো নিজে করি)||রঙিন কাগজ দিয়ে একটি কুকুর ছানা তৈরি||১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই এই করোনাকালীন সময়েও সুস্থ আছেন, নিরাপদে আছেন ।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে একটি ডাই প্রজেক্ট নিয়ে এসেছি ।আর সেটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি কুকুর ছানা তৈরি। আজ আমি একটি কুকুর ছানা তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। কুকুর ছানাটি দেখতে বেশ চমৎকার হয়েছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ।নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের ডাই প্রজেক্ট রঙিন কাগজ দিয়ে একটি কুকুর ছানা তৈরি।



রঙিন কাগজ দিয়ে একটি কুকুর ছানা তৈরি:



20220125_204547.jpg

উপকরণ



  • রঙিন কাগজ
  • কলম

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220125_202017.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নেই।

ধাপ-২

20220125_202217.jpg

তারপর কাগজটিকে এভাবে ভাঁজ করে নেই।

ধাপ-৩

20220125_202256.jpg

তারপর এভাবে আরো একটি ভাঁজ করে নেই।

ধাপ-৪

20220125_202406.jpg

তারপর দুই পাশে এভাবে করে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-৫

20220125_202505.jpg

তারপর নিচের একটা অংশ ভাঁজ করি।

ধাপ-৬

20220125_202515.jpg

তারপর অপর অংশটাও ভাঁজ করে নেই।

ধাপ-৭

20220125_203823.jpg

তারপর কলম দিয়ে চোখ ও নাক এঁকে নেই।

ধাপ-৮

20220125_204028.jpg

তারপর আরো একটি কাগজ নেই।

ধাপ-৯

20220125_204145.jpg

তারপর এইভাবে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেই।

ধাপ-১০

20220125_204224.jpg

তারপর নিচে কোনার দিকে এভাবে ভাঁজ করে নেই।

ধাপ-১১

20220125_204356.jpg

তারপর কাগজটা এভাবে করে নেই।

ধাপ-১২

20220125_204547.jpg

এখন এই কাগজটাকে পূর্বের কাগজের সঙ্গে মিলিয়ে দেই। ব্যাস এভাবেই হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে কুকুর ছানা তৈরি।

আশা করছি আপনাদের কাছে আমার কুকুর ছানাটি ভালো লেগেছে ।আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙিন কাগজ দিয়ে আপনি দারুন একটি কুকুর ছানা তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু


IMG_20220106_113311.png

 3 years ago 

আমার রঙিন কাগজ দিয়ে তৈরি করা কুকুর ছানাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

আহা কুকুর ছানার মনটা এতো খারাপ কেন? বোধহয় ঠান্ডায় মন খারাপ হি হি হি।

তবে আপনি খুব সুন্দরভাবে কুকুর ছানাটি তৈরী করেছেন, পুরো পক্রিয়াটি বেশ লেগেছে আমার কাছে। আর আইডিয়াটা চমৎকার ছিলো। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন যে ঠান্ডা পড়েছে তাতে কুকুরছানাটির মন ভালো থাকে কি করে ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য ।দীর্ঘদিন পর আপনার দেখা পেলাম ।এভাবে মন্তব্য করে আমাকে উৎসাহ দিলে অনেক অনেক খুশি হব ভাইয়া।আবার ও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

দিদি রঙিন কাগজ দিয়ে কুকুর ছানাটি আপনি খুব সুন্দরভাবে তৈরি করেছেন।দেখতে ভীষণ মিষ্টি লাগছে আমার। এইরকম ধরনের অরিগামি আমার খুব ভালো লাগে।অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কুকুর ছানার অরিগামি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার কুকুর ছানাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু ।এভাবে মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এভাবেই পাশে থাকবেন আশা করছি।

রঙিন কাগজ দিয়ে তৈরি কিত কুকুরটি বেশ ভালোই লাগছে আপনার কাগজের মোড়ানো ধরন দেখে একটা কথা মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম তখন কাগজ দিয়ে নৌকা বানাইতাম মাঝখানে নৌকা বানানো ভুলেই গিয়েছিলাম আজকে আবার ট্রাই করলাম আপনার কুকুর বানানো দেখে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব ভালো লাগলো ।এভাবেই মন্তব্য করে আমাকে উৎসাহ দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58539.27
ETH 2627.11
USDT 1.00
SBD 2.40