জেনারেল রাইটিং || বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে হাজির হয়েছি। আসলে মাঝেমধ্যে কিছু ভিন্ন ধরনের বিষয় নিয়ে লিখতেও ভালো লাগে। আজ আমি বিপদের বন্ধুই যে প্রকৃত বন্ধু সেই বিষয়টি নিয়েই আলোচনা করতে এসেছি। কেননা আমাদের সবার জীবনেই বন্ধু রয়েছে। বিভিন্ন সময়ে , বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে কারো সঙ্গে কারোর বন্ধুত্ব হয়ে থাকে । তবে সেই বন্ধু সত্যিকারের বন্ধু কিনা তার প্রমাণ পাওয়া যায় বিপদের সময়ে ।কেননা সুসময়ে তো অনেককেই বন্ধু হিসেবে পাওয়া যায়। আর দুঃসময়ে কজনই বা তার পাশে থাকে। আসলে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।


hands-5655424_1280.png

source

আসলে আমাদের প্রতিটা মানুষের জীবনেই প্রকৃত বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। মা বাবা ভাই বোনের পাশাপাশি একজন ভালো বন্ধু থাকাটাও প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। কেননা বন্ধুর সঙ্গে মানুষ তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় শেয়ার করতে পারে যা তার পরিবারের লোকজনের সঙ্গে করতে পারেনা । কিন্তু সেই বন্ধুটি একজন প্রকৃত বন্ধু কিনা সেটিও একটি বড় বিষয় ।সুসময়ে নিজের স্বার্থে অনেকে তোষামোদ করার জন্য বন্ধুত্ব গড়ে তোলে ।আর স্বার্থ হাসিল হয়ে গেলেই তাদের আর খুঁজে পাওয়া যায় না।আসলে দুঃসময়ে কজনই বা তার পাশে ছায়ার মতো লেগে থাকে।সবাই সুসময়ের বন্ধু।


মানুষ যখন বিপদে পরে তখনই তার বন্ধুর আসল চেহারা ফুটে ওঠে।আসলে প্রকৃত বন্ধু সব সময় বন্ধুর পাশে থেকে তাকে সাহস যোগায়।তাকে সব দিক থেকে সাপোর্ট দেয়। আসলে বিপদের সময় কারো মানসিক সাপোর্ট পেলে মানুষের মনোবল অনেকটা বেড়ে যায় ।কিন্তু বিপদের সময় কাউকে পাশে না পেলে সে আরো বেশি ভেঙে পড়ে। এ অবস্থায় যদি একজন প্রকৃত বন্ধু তাকে সাহস যোগায় তার মনোবল বৃদ্ধি করে সে তখন একাকী অনুভব করে না। তখন সে ভাবে একজন হয়তো আমার পাশে আছে। আর সেই হচ্ছে প্রকৃত বন্ধু।


তবে আমাদের সমাজে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া খুবই বিরল ।কেউই প্রকৃত বন্ধু হতে চায় না। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত ।কারো বিপদ দেখার সময় কারো নেই। যে বন্ধুটি তার সুসময়ে তার সঙ্গে সবসময়ই লেগে থেকেছে তার দুঃসময়েই সেই বন্ধুটিকেই আর খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় ফোনের পর ফোন করেও সেই বন্ধুটিকে খুঁজে পাওয়া যায় না ।সে বন্ধুর নাম্বার দেখলে এড়িয়ে যায়, ভাবে হয়তো সে তার কাছে সাহায্য চাইবে। যার জন্য সে তার থেকে দূরে থাকতে চায়। এ ধরনের লোকজন কখনোই মানুষের বন্ধু হবার যোগ্য নয়।


আসলে সেই প্রকৃত ভাগ্যবান যে একজন প্রকৃত বন্ধু তার জীবনে পেয়েছে। যে তার সঙ্গে সুসময়ে যেমন থাকে দুঃসময়েও তেমনি তার পাশে থাকে এবং তাকে বিভিন্নভাবে সাপোর্ট দেয় । শুধুমাত্র আর্থিক সাপোর্ট দেওয়া কেই প্রকৃত বন্ধু বলা যায় না বরং বন্ধুর বিপদে তাকে মানসিক ভাবে ভেঙে পড়া থেকে তার মনোবল বৃদ্ধিতে সাহায্য করাও একজন প্রকৃত বন্ধুর কাজ। বিপদের সময় একজন মানুষকে কাছে পাওয়াটা অনেক বড় ব্যাপার। কেননা সবাই তো তখন দূরে সরে যায়। বিপদে খুব কম লোককেই পাশে পাওয়া যায়। যাকে পাশে পাওয়া যায় সেই হচ্ছে তার প্রকৃত বন্ধু।


বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত সঠিক বন্ধু নির্বাচন করা। যাতে সে বন্ধুটি শুধুমাত্র তার সুসময় এর বন্ধু না হয়ে তার দুঃসময়েও তার পাশে থাকে ।যদিও এই বন্ধু নির্বাচন করাটা সত্যি ভীষণ কঠিন কাজ ।কেননা মানুষের বাইরে থেকে বোঝার উপায় নেই তার ভেতরে কেমন ।তারপরেও আমাদের সবাইকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত এবং একজন প্রকৃত বন্ধুর সঙ্গেই বন্ধুত্ব করা উচিত।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 10 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টের টাইটেল দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে বন্ধুর বিপদে বন্ধুর সব থেকে পাশে থাকে। যদি প্রকৃত বন্ধু হয় একজন বন্ধুকে বিপদে রেখে কেউ চলে যেতে পারে না। আপনি একদম ঠিক বলেছেন আমাদের সমাজে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া বেশ মুশকিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 10 months ago 

সুসময়ে অনেক বন্ধু হয় তবে দুঃসময়ে কাউকে পাশে পাওয়া যায় না এটাই বাস্তব।আপনি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন আপু।আজকাল তো প্রকৃত বন্ধু নাই বললেই চলে। যারা থাকে তারা বিপদ দেখলেই কেটে পড়ে। ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বিপদ দেখলেই অনেক বন্ধু হারিয়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 10 months ago 

কথাটি আসলেই সত্যি মানুষের জীবনে কতই না বন্ধু থাকে, আমাদের ছেলেদের জীবনে এত এত বন্ধু থাকে, কিন্তু বিপদে পড়লে দেখা যায় কোন বন্ধুটা আসল বন্ধু। আপনি জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন খুব ভালো লাগলো।

 10 months ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ছেলেদের অনেক বন্ধু থাকে। কিন্তু বিপদের সময় কজনকে পাওয়া যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 10 months ago 

যে বন্ধু বিপদের সময় পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। আর যে বন্ধু বিপদের সময় নিজেকে গুটিয়ে নেই সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। সে হচ্ছে সুবিধাভোগী। সেই বন্ধু মৌমাছির মতোন ফুল ফুটলে উড়ে এসে জুড়ে বসে, আবার ফুল ঝরে পড়ে গেলে মৌমাছির মতোন হারিয়ে যায়। প্রকৃত বন্ধু নির্বাচন করা খুবই প্রয়োজন। যে সবসময় পাশে থাকবে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো । এত সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

ভাই আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে তার পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা।

 10 months ago 

কিছু কিছু বিষয় আছে যেগুলো পরিবারের সদস্যদের সাথে খুলে শেয়ার করা যায় না কিন্তু সেটা বন্ধুদের সাথে শেয়ার করা যায়। তবে হ্যাঁ সেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক মানুষকেই যদি নির্বাচন করা যায় তাহলে জীবনে বন্ধুর অনুপস্থিতি টা পূরণ করা সম্ভব।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলে জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করাই অনেক কঠিন ব্যাপার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 10 months ago 

জীবনে চলার পথে কোন মানুষেরই বন্ধুর অভাব হয় না। কিন্তু এই বন্ধুর মধ্যে কিছু প্রকারভেদ রয়েছে। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার বন্ধুর অভাব নেই। একটা সময় যখন আপনার টাকা ফুরিয়ে যাবে তখন বন্ধু ফুরিয়ে যাবে। কিন্তু এর মধ্যেও কোন না কোন বন্ধু থাকে যে আপনার জন্য জীবন দিতে পারে। আরে বন্ধুকে বলে প্রকৃতি বন্ধু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলে এখনকার দিনে বন্ধুর জন্য বন্ধু জীবন দেয় এরকম বন্ধু খুঁজে পাওয়া বেশ মুশকিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 10 months ago 

ঠিক বলেছেন আপু বর্তমানে প্রকৃত বন্ধু পাওয়া কঠিন।প্রতিটি ব্যক্তির জীবনে একজন বন্ধু থাকা দরকার।সে সবসময় তাকে সাপোর্ট দিবে। যার জীবনে একজন সত্যিকারের বন্ধু আছে সে খুবই ভাগ্যবান।তাই বন্ধু নির্বাচনে সকলেরই সচেতন হওয়া দরকার।

 10 months ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যার জীবনে সত্যিকারের বন্ধু রয়েছে সে সত্যিই ভাগ্যবান। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 10 months ago 

আপু খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার সাথে আমিও একমত বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। যখন সময় ভালো যায় তখন আশেপাশে বন্ধুবান্ধব আত্নীয় স্বজনের অভাব থাকে না। কিন্তু যখন বিপদে পড়া যায় তখন বুঝা যায় কে আপন কে পর। বিপদ ছাড়া কখনও প্রকৃত বন্ধু খুঁজে বার করা সম্ভব নয়। যে সত্যি কারের বন্ধু সে সবসময়ই পাশে থাকবে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 10 months ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বিপদ ছাড়া প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59020.34
ETH 2514.65
USDT 1.00
SBD 2.47