DIY PROJECT:এসো নিজে করি||রঙিন কাগজ দিয়ে জাহাজ তৈরি||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে জাহাজ তৈরি করে দেখাবো।আমি আগে কখনও কাগজ দিয়ে তেমন কিছু বানাই নি।কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে @rme দাদার উদ্যোগে diy প্রজেক্ট এর মাধ্যমে অনেক কিছু শিখেছি এবং বানানোর চেষ্টা করেছি।আজ ও তাই একটি জাহাজ বানানোর চেষ্টা করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি রঙিন কাগজ দিয়ে জাহাজ তৈরি।



20211017_192909.jpg

উপকরণ

রঙিন কাগজ১টি
পেনসিল১টি
কেচি১টি
স্কেল১টি

20211017_182614.jpg

প্রুস্তুতপ্রণালী

১ম ধাপ

20211017_183014.jpg

প্রথমে একটি রঙিন কাগজ ১৯ ইঞ্চি করে কেটে নিয়েছি।

২য় ধাপ

20211017_183143.jpg

৩য় ধাপ

20211017_183220.jpg

৪র্থ ধাপ

20211017_183601.jpg

তারপর কাগজটি কোনা করে ভাঁজ করে নিয়েছি।

৫ম ধাপ

20211017_183727.jpg

৬ষ্ঠ ধাপ

20211017_183806.jpg

তারপর এভাবে একটি ভাঁজ দিয়েছি।

৭ম ধাপ

20211017_184056.jpg

৮ম ধাপ

20211017_184200.jpg

৯ম ধাপ

20211017_184326.jpg

১০ম ধাপ

20211017_184346.jpg

তারপর আরো দুটি ভাঁজ দিয়েছি।

১১তম ধাপ

20211017_184554.jpg

তারপর এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি ।

১২ ধাপ

20211017_184711.jpg

১৩তম ধাপ

20211017_184845.jpg

১৪তম ধাপ

20211017_185015.jpg

১৫তম ধাপ

20211017_185429.jpg

তারপর একে একে এভাবে ভাঁজ দিয়ে নেই।

১৬তম ধাপ

20211017_185741.jpg

১৭তম ধাপ

20211017_185945.jpg

১৮তম ধাপ

20211017_190217.jpg

তারপর ভাঁজ দিয়ে দিয়ে এই পর্যায়ে নিয়ে আসি।

১৯তম ধাপ

20211017_190401.jpg

২০তম ধাপ

20211017_190430.jpg

২১তম ধাপ

20211017_192604.jpg

২২তম ধাপ

20211017_192909.jpg

তারপর পুরো কাগজটা খুলে ফেলি।তারপর উল্টো করে একে একে ভাঁজ দিয়ে দেই।তারপরে ধাপে ধাপে তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে জাহাজ তৈরি।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।সবাইকে আমার ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  

ডাই প্রজেক্ট তৈরি করা আসলেই অনেক কষ্ট সাধের একটি কাজ।কাগজ দিয়ে জাহাজ তৈরি ভালোই হয়েছে। আমার কাছে ভালো লেগেছে জাহাজ তৈরি। উপস্থাপন গুলো অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য।♥️

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি জাহাজ তৈরি করেছেন আপু। আপনার তৈরি জাহাজ টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জাহাজ দিয়ে সমুদ্র টারি দেওয়ার আমার খুব ইচ্ছা। 😃😃

শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই,সুন্দর বলেছেন।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা জাহাজটি বেশ ভালোই হয়েছে। ধাপ আকারে খুব সুন্দর ভাবে আপনার তৈরি করার জাহাজটির বর্ণনা দিয়েছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে জাহাজ তৈরি ভালোই হয়েছে। আমার কাছে ভালো লেগেছে জাহাজ তৈরি। উপস্থাপন গুলো অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ডাই প্রজেক্ট তৈরি করা আসলেই অনেক কষ্ট সাধের একটি কাজ আমি যেহেতু নিজে তৈরী করি আমি সেটা জানি। অনেক সুন্দর হয়েছে আপু। দোয়া করি আরো এগিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভাল করছেন

 3 years ago 

বাহ আপু,
আপনি কত সুন্দর করে রঙিন কাগজের জাহাজ তৈরি করে ফেললেন।
সত্যিই কাজটা প্রশংসনীয়, অনেক ভালো হয়েছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

বাহ অনেক সুন্দর রঙিন কাগজ দিয়ে জাহাজ তৈরি করেছেন। প্রতিটি ভাব দেখে মনে হচ্ছে কষ্টের সাথে তৈরি করেছেন জাহাজটি। শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

পেপার এর কালার টা অসাধারন ছিল। খুব সুন্দর হয় আপনার কাজ গুলি এই ভাবে নিজের প্রতিভা শেয়ার করবেন আশা করি ভালো কিছুই হবে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

❤️❤️❤️🙏🙏🙏

 3 years ago 

খুবই চমৎকার বানিয়েছেন আপুমণি, অনেক সুন্দর হয়েছে, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই দক্ষতার সাহায্যে আপনি রঙিন কাগজ দিয়ে জাহাজ তৈরি করেছেন। যা ছিল অপরূপ সৌন্দর্য। এত সুন্দর করে পরিবেশন করেছেন খুবই ভালো লাগল। যে কেউ দেখে তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65800.35
ETH 3464.66
USDT 1.00
SBD 2.68