DIY PROJECT(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে চেয়ার তৈরি ||১০%বেনিফিশিয়ারি আমার প্রিয় shy-fox এর জন্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আলহামদুলিল্লাহ।
আজ আমি ডাই প্রজেক্ট (এসো নিজে করি)প্রজেক্টে অংশ নিতে এসেছি। আজ আমি ডাই প্রজেক্টে রঙিন কাগজ দিয়ে চেয়ার তৈরি করে দেখাবো ।@rme দাদার উদ্যোগে এসো নিজে করি প্রজেক্ট এর মাধ্যমে আমাদের সবার জন্য খুবই উপকার হয়েছে। এই প্রজেক্ট এর মাধ্যমে সবার ভিতরের সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে ।আমরা এই ডাই প্রজেক্ট এর মাধ্যমে এখন সবাই বিভিন্ন জিনিস তৈরি করতে চেষ্টা করছি।এই প্রজেক্ট না থাকলে হয়তো সবার ভিতরের প্রতিভা সুপ্ত অবস্থায়ই থেকে যেত।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি চেয়ার বানাতে চেষ্টা করেছি। সেই চেয়ারটি কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো।
রঙিন কাগজ দিয়ে চেয়ার তৈরি
উপকরণ:
রঙ্গিন কাগজ:১টি
আঠা:১টি
প্রুস্তুতপ্রণালী
১মধাপ
২য়ধাপ
প্রথমে একটি কাগজ ২০"করে কেটে নেই।
৩য়ধাপ
তারপর মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেই।
৪র্থধাপ
তারপর দুই পাশে ভাঁজ দেই।
৫মধাপ
৬ষ্ঠধাপ
৭মধাপ
তারপর উল্টো করে এভাবে দুটি ভাঁজ দেই।
৮মধাপ
৯মধাপ
তারপর এভাবে ভাঁজ দেই।
১০মধাপ
১১তমধাপ
তারপর এভাবে দুটি ভাঁজ দিয়ে নেই।
১২তমধাপ
তারপর এভাবে একটি ভাঁজ দেই।
১৩তমধাপ
তারপর অন্য পাশেও একইভাবে ভাঁজ দেই।
১৪তমধাপ
তারপর মাঝখান থেকে উল্টিয়ে নেই।
১৫তমধাপ
১৬তমধাপ
তারপর এভাবে দুটি ভাঁজ দেই।
১৭তমধাপ
১৮তমধাপ
১৯তমধাপ
২০তমধাপ
তারপর এভাবে ধাপে ধাপে করি।
২১তমধাপ
২২তমধাপ
২৩তমধাপ
তারপর মাঝখানে ও দুই পাশে আঠা লাগিয়ে দেই।
২৪তমধাপ
২৫তমধাপ
ব্যাস এভাবেই হয়ে গেল আমার চেয়ার তৈরি।
২৬তমধাপ
এখন চেয়ারটিতে আমার মেয়ে তার পুতুল বসিয়েছে।
আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন। আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
🔚ধন্যবাদ🔚
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
রঙ্গিন কাগজ:১টি
আঠা:১টি
তারপর মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেই।
তারপর দুই পাশে ভাঁজ দেই।
তারপর উল্টো করে এভাবে দুটি ভাঁজ দেই।
তারপর এভাবে ভাঁজ দেই।
তারপর এভাবে দুটি ভাঁজ দিয়ে নেই।
তারপর এভাবে একটি ভাঁজ দেই।
তারপর অন্য পাশেও একইভাবে ভাঁজ দেই।
তারপর মাঝখান থেকে উল্টিয়ে নেই।
তারপর এভাবে দুটি ভাঁজ দেই।
তারপর এভাবে ধাপে ধাপে করি।
তারপর মাঝখানে ও দুই পাশে আঠা লাগিয়ে দেই।
ব্যাস এভাবেই হয়ে গেল আমার চেয়ার তৈরি।
এখন চেয়ারটিতে আমার মেয়ে তার পুতুল বসিয়েছে।
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
সম্পূর্ণ ব্যতিক্রম একটি শৈল্পিক কাজের প্রকাশ ঘটিয়েছেন। আপনার তৈরীকৃত চেয়ারটি সত্যি অনেক সুন্দর হয়েছে। মানুষের মাঝে কত ধরনের ক্রিয়েটিভিটি তা দিন দিন উপলব্ধি করতে পারছি। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
ওয়াও আপু, আপনার এই রঙ্গীন কাগজ দিয়ে চেয়ার তৈরিটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর রঙ্গীন কাগজের তৈরি চেয়ারে যখন পুতুলটি বসালেন তখন আরো বেশি সুন্দর লাগছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।ভালো থাকবেন।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার ও সুন্দর একটা চেয়ার তৈরি করেছে। আরো ভালো লাগলো যে আপনি এর সাথে চেয়ারটি উপর একটি পুতুল রেখে দিয়েছেন। এটি দেখতে আসলে খুবই ভালো লাগছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর চেয়ারটি তৈরি করেছেন। দেখতো ভীষণ মিষ্টি লাগছে আর কাগজের কালার টাও খুব সুন্দর।দেখে বোঝাই যাচ্ছে যে পুতুলের জন্য চেয়ারটা তৈরি হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে চেয়ারটির প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
আপু আপনার রঙিন কাগজের চেয়ারটি চমৎকার হয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে পুতুলকে বসিয়ে রেখেছেন সেই জন্য। একদম পারফেক্ট হয়েছে পুতুলের জন্য। চেয়ারটি বানানোর প্রক্রিয়া সুন্দর করে উপস্থাপন করেছেন যার জন্য আপনার পোস্টটা অনেক ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগল।ধন্যবাদ আপনাকে।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি চেয়ার তৈরি করেছেন, দেখতে চমৎকার হয়েছে। আপনি এই কাজটি প্রতিটি ধাপে ধাপে দেখিয়েছেন। যে কেউ আপনার এই ধাপ গুলো ফলো করে এরকম একটি চেয়ার খুবই সহজে তৈরি করতে পারবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.
Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!
Thank you.
কাগজ দিয়ে ভালো একটা হাতের কাজ তৈরি করেছেন। চেয়ারটি দারুন হয়েছে। প্রতিটি ধাপ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। চেয়ারে একটা পুতুল কে বসিয়ে দিয়েছেন, এই বিষয়টা আরো বেশি ভালো লাগছে দেখতে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
খুব ভাল ছবি আমি সত্যিই পছন্দ করি।
অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ দারুন আপু আপনি অনেক করে রঙিন কাগজ দিয়ে চেয়ারটি তৈরি করছেন।চেয়ারটি তৈরি করার সাথে বেশ ভালো উপস্থাপনা করছেন।অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।