মজাদার খাসির মাংস রান্নার রেসিপি ||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ও ভালো আছি।আমি @wahidasuma বাংলাদেশ🇧🇩 থেকে লিখছি আমার প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগে"।"



আজ আমি আপনাদের সামনে আমার আর ও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।আর রেসিপি টি হচ্ছে মজাদার খাসির মাংস রান্নার রেসিপি।খাসির মাংস আমরা বেশির ভাগ লোকই পছন্দ করি।খাসির মাংস পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে।আমিতো খুবই পছন্দ করি।কিন্তু দিন দিন এই মাংসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি আমার রেসিপি তে চলে যাচ্ছি।তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি মজাদার খাসির মাংস রান্নার রেসিপি।

Polish_20210903_200929890.jpg

👇উপকরণ👇

Polish_20210903_201139448.jpg

উপকরণপরিমান
খাসির মাংস১কেজি
আলু১টি
পেঁয়াজ২কাপ
আদা বাটা২টেবিল চামচ
রসুন বাটা২টেবিল চামচ
হলুদ গুঁড়া২চা চামচ
ধনিয়া গুঁড়া২চা চামচ
লাল মরিচ গুঁড়া২চা চামচ
জিরা গুঁড়া২চা চামচ
গরম মসলা গুঁড়া১চা চামচ
লবনস্বাদমতো
কাঁচা মরিচ৫টি
এলাচ৪টি
লবঙ্গ৫টি
দারচিনি৩টি
তেলপরিমাণমতো

👇প্রুস্তুতপ্রণালী👇

১ম ধাপ

20210903_130241.jpg

২য় ধাপ

20210903_130319.jpg

৩য় ধাপ

20210903_130531.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই।তারপর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেই।

৪র্থ ধাপ

20210903_130559.jpg

৫ম ধাপ

20210903_130711.jpg

৬ষ্ঠ ধাপ

20210903_130742.jpg

তারপর আদা বাটা, রসুন বাটা,হলুদ,লবন,ধনিয়া,লাল মরিচ গুঁড়া দিয়ে মশলা টা ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করি।

৭ম ধাপ

20210903_130849.jpg

৮ম ধাপ

20210903_131120.jpg

তারপর মাংস টা দিয়ে দেই।মাংস মসলার সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করি।

৯ম ধাপ

20210903_131213.jpg

১০ম ধাপ

20210903_131704.jpg

তারপর সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে মাংস টা কষিয়ে নেই।

১১তম ধাপ

20210903_131804.jpg

১২তম ধাপ

20210903_132023.jpg

১৩তম ধাপ

20210903_132036.jpg

১৪তম ধাপ

20210903_132050.jpg

তারপর মাংস কষানো হয়ে গেলে ঝোলের জন্য বেশি পানি দিয়ে দেই।পানি ফুটে উঠলে আলু ,কাঁচা মরিচ দিয়ে দেই।

১৫তম ধাপ

20210903_132144.jpg

তারপর জিরা গুঁড়া,গরম মসলা গুঁড়া,দারচিনি,এলাচ,লবঙ্গ দিয়ে দেই।তারপর ঢেকে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করি।

১৬তম ধাপ

20210903_132238.jpg

১৭তম ধাপ

20210903_135958.jpg

এখন ঝোল কমে মাংস সিদ্ধ হয়ে আসলে হয়ে গেল আমার মজাদার খাসির মাংস রান্না।

১৮তম ধাপ

20210903_140437.jpg

এখন এটি একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে।এভাবে রান্না করে দেখবেন খুবই মজা লাগবে।

আজকের মত এই পর্যন্তই।এরপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  

মাংসের ঝোলের মতো, আমার জিভের জলটা আর ঢেকানো গেলো না। এতো সুন্দর রেসিপি সামনে কিন্তু খেতে পারলাম না। আপসোস থেকে গেল। অনেক সুন্দর হয়েছে রেসিপিটা। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

খাসির মাংস আমার খেতে অনেক ভালো লাগে এবং আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন ।আপনি প্রতিটি জিনিস ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল এবং জিনিসটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।

 3 years ago 

হ্যা ভাই খুবই সুস্বাদু হয়েছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা।

দুই তিনদিন আগেও শুধু চিংড়ি মাছের পোস্ট দেখতাম। কাল থেকে খাসির মাংসের পোস্ট বেশি দেখতে পাচ্ছি। খাসির মাংস এবং চিংড়ি মাছের রেসিপিটা জোয়ার ভাটার মতো চলছে।

অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা রেসিপিটা।পোস্টটি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যা ঠিকই বলেছেন ভাই আমিও তাই দেখছি।কাল থেকে সবাই শুধু খাসির মাংস দিচ্ছে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

তোমার মাংস দেখে মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে।ইশ যদি খেতে পারতাম।রেসিপিটি খুবই ভালো হয়েছে।ধন্যবাদ মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

গতকাল শুক্রবার ছিল। আপনি বাদে আরও দুইজন খাসির মাংসের রেসিপি দিয়েছিল। রেসিপি টা আমার পছন্দ হয়েছে। খুব সুন্দর ভাবে ছোট ছোট ধাপে উপস্থাপন করেছেন রান্নার প্রণালি টা। অনেক সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

হ্যা ভাই ঠিক বলেছেন, অনেকেই দিয়েছে দেখেছি।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

শেষ ধাপে আপনি কি প্রেসার কুকার ব্যবহার করেছিলেন? দেখতে এতোটাই সুসিদ্ধ হয়েছে তাই জিজ্ঞেস করলাম

 3 years ago 

হ্যা, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31