আলু বেগুন দিয়ে কৈ মাছের রেসিপি ||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox .

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় কমিউনিটি"আমার বাংলা ব্লগের"সকল বন্ধুরা কেমন আছেন?আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন,সুস্থ আছেন।আমিও বেশ ভালো আছি,আলহামদুলিল্লাহ।



বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি।আর সেটি হচ্ছে আলু বেগুন দিয়ে কৈ মাছ রান্নার রেসিপি।কৈ মাছ আমার পছন্দের একটি মাছ।

কৈ মাছে প্রচুর পুষ্টিগুণ রয়েছে।কৈ মাছ শিশুদের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এছাড়া কৈ মাছ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধনেও বিশেষ ভূমিকা পালন করে।কৈ মাছে ভিটামিন এ ও ডি রয়েছে যা মানুষের দৃষ্টি শক্তির বৃদ্ধিতে সাহায্য করে।এছাড়াও মানুষের হাড় ও দাঁতের গঠনে কৈ মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কৈ মাছের পুষ্টি গুন যেমন রয়েছে তেমনি এটি সহজলভ্য হওয়ায় সকলেই এটি খেতে পারে।আর আলু ও বেগুনেও প্রচুর ভিটামিন থাকে।তাই আলু ও বেগুনের সংমিশ্রনে কৈ মাছ রান্না করলে এর পুষ্টি গুণ অনেক বেড়ে যায়।আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে কৈ মাছের রেসিপি।


Polish_20210904_205552372.jpg


👇উপকরণ👇


Polish_20210904_210054609.jpg


উপকরণপরিমাণ
কৈ মাছ৪টি
আলু২টি
বেগুন২টি
পেঁয়াজ কুচি২টি
কাঁচা মরিচ৫টি
পেঁয়াজ বাটা২টেবিল চামচ
আদা বাটা১চা চামচ
রসুন বাটা১চা চামচ
হলুদ গুঁড়া১চা চামচ
লাল মরিচ গুঁড়া১চা চামচ
ধনিয়া গুঁড়া১চা চামচ
জিরা গুঁড়া১চা চামচ
লবনস্বাদমতো
তেলপরিমান মতো

👇 প্রুস্তুতপ্রণালী👇


১ম ধাপ

20210904_133911.jpg

প্রথমে মাছ গুলিকে ভালো করে ধুয়ে হলুদ,লবন মাখিয়ে নেই।

২য় ধাপ

20210904_133946.jpg

৩য় ধাপ

20210904_134143.jpg

৪র্থ ধাপ

20210904_134432.jpg

৫ম ধাপ

20210904_134846.jpg

তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে মাছ গুলি দিয়ে দেই।মাছ হালকা করে ভেজে একটি বাটিতে তুলে রাখি।

৬ষ্ঠ ধাপ

20210904_134850.jpg

৭ম ধাপ

20210904_134948.jpg

৮ম ধাপ

20210904_135116.jpg

তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেই।পেঁয়াজ বাদামি করে ভেজে পেঁয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা ও সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দেই।

৯ম ধাপ

20210904_135147.jpg

১০ম ধাপ

20210904_135220.jpg

এখন মসলাটা ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে ২-৩মিনিট মসলাটা কষিয়ে নেই।

১১তম ধাপ

20210904_135336.jpg

১২তম ধাপ

20210904_135408.jpg

১৩তম ধাপ

20210904_135522.jpg

১৪তম ধাপ

20210904_135547.jpg

এখন কেটে রাখা আলু বেগুন দিয়ে দেই।আলু বেগুন মসলার সাথে ভালো করে নেড়েচেড়ে দেই।তারপর আলু বেগুন সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেই।

১৫তম ধাপ

20210904_140234.jpg

১৬তম ধাপ

20210904_140253.jpg

১৭তম ধাপ

20210904_140330.jpg

পানি একটু টেনে আসলে মাছগুলো দিয়ে দেই ।মাছ গুলি ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে পাঁচ মিনিট রান্না করি মাছ গুলি কষিয়ে নেওয়ার জন্য।

১৮তম ধাপ

20210904_140912.jpg

১৯তম ধাপ

20210904_140919.jpg

এখন ঝোলের জন্য একটু বেশি পানি দিয়ে দেই।তারপর কাঁচা মরিচ দিয়ে দেই।

২০তম ধাপ

20210904_142021.jpg

এভাবে দশ মিনিট রান্না করি।এখন পানি অনেকটা কমে আসলে হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে কৈ মাছের তরকারি রান্না।

২১তম ধাপ

20210904_145933.jpg

এখন একটি বাটিতে তুলে পরিবেশন করতে হবে।কেমন লাগলো আমার আজকের রেসিপি?মন্তব্য করে জানাবেন।আশা করছি ভালো লেগেছে।

আজকের মত এই পর্যন্তই।এরপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আলু এবং বেগুন দিয়ে কই মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর যদি থাকে সাথে গরম ভাত ধন্যবাদ ভাই আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

সবজির সাথে কই মাছের রেসিপিটা দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছিল।আপনি আপনার পোস্টটি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি তৈরি করে দেখানো জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।

 3 years ago 

কৈ মাছ খেতে আমি খুব ভালোবাসি।গ্রামের খালবিলে এই মাছ বেশি পাওয়া যায়।বৃহৎ হলে পুকুর থেকে একাই উপড়ে উঠে আসে। আপনার রেসিপি তৈরি অনেক সুন্দর হয়েছে। খুব একটা করে খেয়েছেন বুঝি।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলেই আলু বেগুন দিয়ে কই মাছ খেতে অনেক ভালো লাগে এবং আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন এবং কৈ মাছ অত্যন্ত সুস্বাদু

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

আলু আর বেগুন দিয়ে কৈ মাছ রান্না করলে খুবই মজা লাগে আর আপনার রেসিপিটিও খুবই ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বেগুন দিয়ে যেকোনো তরকারি খুবই স্বাদের হয় আপু।সুন্দর রেসিপি বানিয়েছেন।কৈ মাছগুলো বেশ বড়ো সাইজের এবং পেটে ডিম বলে মনে হচ্ছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

না আপু পেটে ডিম নেই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কৈ মাছ শুনলেই যেন সেই ছোটবেলার কৈ মাছ ধরার কথা মনে পড়ে যায় তাও আবার অল্প পানিতে হাত দিয়ে ধরা বলে কথা। অবশ্য এখন আর ওরকম দেশি কৈ মাছ সচরাচর দেখা যায় না। কি তেল তেলে কি স্বাদ দেশি কই গুলোর মুখে যেন এখনও সেই স্বাদটি লেগে আছে। ধন্যবাদ আপু এরকম একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।কৈ মাছ হাত দিয়ে ধরতে গেলে কাটা ফুটতো না হাতে?

 3 years ago 

জি আপু কাটা ফুটতো তারপরও ধরতে অনেক মজা পেতাম শুধু কৈ মাছ শিং মাছ ধরে ফেলতাম আর একবার তো শিং মাছের কাঁটার গুতো খেয়ে অনেকদিন ব্যথা ছিল তারপরও মাছ হাত দিয়ে ধরার লোভ সামলাতে পারতাম না।

 3 years ago 

খুবই মজার।

 3 years ago 

কৈ মাছ আমার বেশ পছন্দের একটি খাবার। অনেক গোছালোভাবে রেসিপির বর্ণনা করেছেন এবং ছবি গুলো চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

কৈ মাছ আমার অনেক পছন্দের,আর আপনার রেসিপি দেখে জিভে জল চলে এল, অনেক সুন্দর হয়েছে আপু আপনার রেসিপি আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

কৈ মাছ আমার প্রিয় খাবার তালিকায় রয়েছে।
আপনি খুব সুন্দর করে রেসিপিটি উপস্থাপন করেছেন। মার্ক ডাউনের ব্যাবহার চোখে পড়ার মতো ছিল। শুভ কামনা রইল।
এগিয়ে যান পাশে রয়েছি 🥀

 3 years ago (edited)

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাই ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37