রেইন ফরেস্ট রেস্টুরেন্টে একদিন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আমি বাইরে খেতে ভীষণ পছন্দ করি । তাই তো মাঝে মাঝেই শহরের বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে যেয়ে থাকি । একেক দিন একেক রেস্টুরেন্টে যেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো কয়েক দিন আগে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম । যদিও এই রেষ্টরেন্টটিতে বেশ কিছুদিন আগে দু-একবার গিয়েছিলাম । এবার অনেকদিন পর যাওয়া হলো । যদিও এবার এই রেস্টুরেন্টটিতে যাওয়ার কথা ছিল না । তারপরেও যাওয়া হয়েছিল । আসলে ওই দিন রেস্টুরেন্টে যাওয়ার কোন প্ল্যানিং ছিল না । ঐদিন ছিল প্রচন্ড গরম । রান্না করতে যাব যাব করছিলাম কিন্তু যাচ্ছিলাম না । এভাবেই করতে করতে প্রায় একটা বেজে গেল ।তখন চিন্তা করলাম এখন রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে । তখন হাজবেন্ড কে বললাম আজ রান্না করতে ইচ্ছে করছে না । এই কথাটি আমার মেয়ে শুনে ফেললো । শুনে তো সে বলতে লাগলো আমরা রেস্টুরেন্টে যাব । কারণ তার রেস্টুরেন্টের খাবার ভীষণ পছন্দের। তখন মেয়ের বাবা বলল তাহলে রান্নার দরকার নেই চলো বাইরে থেকে খেয়ে আসি । ব্যাস আমি তো এক পায়ে রেডি । রান্নার ঝামেলা থেকে বেঁচে গেলাম । দ্রুত রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে।

রেইন ফরেস্ট রেস্টুরেন্টে একদিন


IMG20230605144057.jpg

যেহেতু আমাদের বাসা থেকে রেস্টুরেন্টটি খুব বেশি দূরে নয় , তাই আমরা অল্প সময়ের মধ্যেই রেস্টুরেন্ট টিতে পৌঁছে গেলাম । কিন্তু আমরা যে রেস্টুরেন্টে খেতে যাব আগে থেকে ঠিক করেছি সেখানে যেয়ে দেখি রেস্টুরেন্টটি বন্ধ । এই গরমের মধ্যে যাওয়ার পর যদি দেখি রেস্টুরেন্ট বন্ধ তাহলে কি অবস্থা হয় । পাশের দোকানে জিজ্ঞাসা করে জানতে পারলাম রেস্টুরেন্টের শেফ অসুস্থ থাকার কারণে রেস্টুরেন্ট টি আজ বন্ধ । মনে মনে বলতে লাগলাম আজই বন্ধ হওয়ার ছিল । যাই হোক এই রোদের মধ্যে ঘোরাঘুরি করে অন্য রেস্টুরেন্টে যাওয়া বেশ ঝামেলার ছিল ।যদিও ওই এলাকাটি রেস্টুরেন্টের এলাকা । অসংখ্য রেস্টুরেন্টে ভরপুর । কিন্তু আমরা অন্য কোথাও ঘুরাঘুরি না করে এর অপজিটে যে রেস্টুরেন্ট পেলাম সেখানেই চলে গেলাম ।


IMG20230605144003.jpg

IMG20230605144006.jpg

একটু বসার পর ওয়েটারকে ডেকে আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিলাম । কিন্তু অর্ডার দেওয়ার সময় দেখলাম এই রেস্টুরেন্টের খাবারের দাম অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি । কিন্তু খাবার গুলো মোটামুটি একই ধরনের । আসলে অনেকদিন আগে খেয়েছিলাম এই রেস্টুরেন্টে । কিন্তু একই জিনিসের দাম এত বেশি হওয়ার কারণ কি বুঝতে পারলাম না । যাই হোক আমরা আমাদের অর্ডার দিয়ে দিলাম।


IMG20230605144021.jpg

IMG20230605144736.jpg

কিছুক্ষণ পর আমাদের খাবারগুলো দিয়ে গেল । আমরা খাবার অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস ,চিকেন ফ্রাই ,চিকেন কারি, ড্রিংস । তবে এদের খাবার গুলো মোটামুটি ভালোই ছিল । খাবার মধ্যে আবার কারেন্ট চলে গিয়েছিল । যদিও এসি চলছিল আগে থেকে যার জন্য রুমটা একটু ঠান্ডা ছিল । খুব বেশি গরম অনুভূত হয়নি ।


IMG20230605144740.jpg

তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বিল পরিশোধ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ।আসলে অতিরিক্ত গরমে বাসায় রান্না করা যেমন ঝামেলার তেমনি বাইরে খেতে যাওয়াটাও বেশ ঝামেলার । কেননা বাইরে প্রচন্ড গরম থাকে, এই গরমে বাইরে খেয়েও খুব একটা শান্তি পাওয়া যায় না ।যাইহোক আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন । আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।


ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

অতিরিক্ত গরমের জন্য রান্না করতে পারেননি। ভালোই হলো ভাইয়া বাহিরে খাওয়ার জন্য আপনাকে নিজে থেকেই বলল। অসুস্থ থাকার কারণে পুরো রেস্টুরেন্ট বন্ধ 😒। যাইহোক খাবার গুলো বেশ লোভনীয় ছিল।

 last year 

হ্যাঁ আপু খাবার গুলো লোভনীয় এবং সুস্বাদুও ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 last year 

আপু এই গরমে এত কষ্টের গিয়ে দেখেন রেস্টুরেন্ট বন্ধ এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে।তবে রেস্টুরেন্ট বন্ধ থাকার যথেষ্ট কারণও আছে।আপু তবে পাশের রেস্টুরেন্টে গিয়ে খুবই মজাদার খাবার খেয়েছেন। আমার তো দেখে জিভে জল চলে আসলো।আমি আবার ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করি। খাবার শুরু করার পর যদি কারেন্ট চলে যায় তাহলে যেন খাবারের স্বাদই চলে যায়। রেইন ফরেস্ট রেস্টুরেন্টে খাবার খাওয়ার খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন।

 last year 

আপু আপনিও ফ্রাইড রাইস পছন্দ করেন জেনে ভালো লাগলো । আর গরমের ভিতর কোন জিনিস খেয়েই বেশি ভালো লাগে না কিন্তু । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 last year 

মাঝে মাঝে এরকম রেস্টুরেন্টে খাবার খেতে খেয়ে না পছন্দ করে যদিও প্রচন্ড গরম থাকার কারণে আপনারাও রান্না করতে ইচ্ছে করছিল না তারপরে মেয়ের কথা ধরেই চলে গেলেন রেস্টুরেন্টে। আপনার মেয়ে আপনাকে সেদিন রান্না করার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল বোঝাই যাচ্ছে হাহাহা। রেস্টুরেন্টে গিয়ে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাইয়া সেদিন রান্নার হাত থেকে বেঁচে গিয়েছিলাম ঠিকই এবং সুস্বাদু খাবারও খেয়েছিলাম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 last year 

মাঝে মাঝে মন চায় রেস্টুরেন্টে গিয়ে আপনজনের সাথে কিছুটা সময় অতিবাহিত করি এবং খাওয়া-দাওয়া করি। তবে প্রচন্ড এই গরমের মধ্যে শরীর অসুস্থ থাকলে তো রান্নাবান্না করতে মন চাইবে না। যাইহোক রেস্টুরেন্টে গিয়েছেন সেখানে হয়তো বন্ধ পেয়েছেন তার পরেও অন্য স্থানে খাওয়া দাওয়া করেছেন যাবতীয় উপস্থাপন করেছেন এই পোস্টের মধ্যে, খুবই ভালো লাগলো বিস্তারিত জেনে।

 last year 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

গরমে রান্না করতে মাঝে মাঝে ইচ্ছা করে না। কিন্তু এ গরমে রেডি হয়ে বাহিরে গিয়ে খেতেও ভালো লাগে না। আসলে গরমে কোনকিছুই করতে তেমন ভালো লাগে না। তাইতো আমার শীতকাল পছন্দ। আপনার রেস্টুরেন্ট এ খাবার অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।আপু খাবারগুলো কিন্তু দেখতে বেশ লাগছে।

 last year 

হ্যা আপু আপনি ঠিকই বলেছেন এই গরমে রেডি হয়ে বাইরে যেয়ে খাওয়াটাও খুবই কষ্টের । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 last year 

রেইন ফরেস্ট রেস্টুরেন্টের পরিবেশটি দেখতে বেশ ভালই মনে হচ্ছে। রেইন ফরেস্ট রেস্টুরেন্টে আপনি খুবই সুস্বাদু খাবার খেয়েছেন। আসলে এরকম রেস্টুরেন্টের খাবারগুলো সব সময় উন্নত মানের হয়। রেস্টুরেন্টে খাবার খাওয়ার কথা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাইয়া রেস্টুরেন্টটি বেশ ভালোই এবং এদের খাবারের মানও ভালো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

বাচ্চারা রেস্টুরেন্টের কথা শুনলে খুব এক্সাইটেড হয়ে যায়। আপনিতো দেখছি আমার মত। রান্না করতে ইচ্ছা না করলে বাইরে থেকে খাবার খেয়ে আসেন। আমিও মাঝেমধ্যে এমন করি। যাই হোক রান্না না করে ভালোই হয়েছে বেশ সুস্বাদু খাবার খেয়েছেন আপনারা। রেস্টুরেন্ট এর পরিবেশ ও বেশ ভালো মানের মনে হচ্ছে। খাবারগুলো বেশ লোভনীয় লাগছে দেখতে।

 last year 

হ্যাঁ আপু রেস্টুরেন্টটির পরিবেশটা বেশ ভালই ছিল এবং খাবারগুলোও খেতে বেশ সুস্বাদু ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62209.21
ETH 2436.43
USDT 1.00
SBD 2.66