আলু ও টমেটো দিয়ে শোল মাছ ভুনা রেসিপি||১০% বেনিফিসিয়ারি আমার প্রিয় @shy-foxএর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই এই রমজানের দিনে সুস্থ আছেন, নিরাপদে আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি পোস্ট করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তাই তো মাঝেমধ্যে রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। আজ আমি আপনাদের সামনে একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে সবার প্রিয় শোল মাছের রেসিপি ।শোল মাছে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সকলেরই নিয়মিত শোল মাছ খাওয়া উচিত।আজ আমি শোল মাছ আলু ও টমেটো দিয়ে রান্না করব। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আমার আজকের রেসিপি আলু ও টমেটো দিয়ে শোল মাছ ভুনা রেসিপি ।


আলু ও টমেটো দিয়ে শোল মাছ ভুনা রেসিপি



Polish_20220406_130636407.jpg

Polish_20220406_123916827.jpg

উপকরণপরিমান
শোল মাছ১ টি
টমেটো২ টি
আলু২ টি
পেঁয়াজ কুচি৩ টি
কাঁচা মরিচ৪ টি
পেঁয়াজ বাটা৩ টেবিল চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
লাল মরিচ গুঁড়া১ চা
ধনিয়া গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া পাতাপরিমাণমত
লবনস্বাদমতো
তেলপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220331_134839.jpg20220331_134859.jpg
প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই।

ধাপ-২

20220331_135128.jpg20220331_135234.jpg
পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে সব বাটা মশলা,সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দেই।

ধাপ-৩

20220331_135302.jpg20220331_135326.jpg
তারপর ভালোমতো নেড়েচেড়ে একটু পানি দিয়ে মসলা টা কষিয়ে নেই।

ধাপ-৪

20220331_135420.jpg20220331_135436.jpg
তারপর মাছ গুলো দিয়ে দেই ও ভালোমতো নেড়েচেড়ে নেই।

ধাপ-৫

20220331_135557.jpg20220331_140446.jpg
তারপর সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

ধাপ-৬

20220331_140607.jpg20220331_140611.jpg
তারপর মাছগুলো কষানো হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি ও ওই মসলার মধ্যে আলু গুলি দিয়ে দেই।

ধাপ-৭

20220331_140624.jpg20220331_140645.jpg
তারপর আলু গুলো ভালো মত মসলার সঙ্গে নেড়েচেড়ে টমেটো কুচি গুলো দিয়ে দেই।

ধাপ-৮

20220331_140659.jpg20220331_140734.jpg
তারপর ভালোমতো নেড়েচেড়ে একটু পানি দিয়ে দেই।

ধাপ-৯

20220331_140754.jpg20220331_141925.jpg
তারপর কাঁচা মরিচ দিয়ে দেই ও আরও কিছুক্ষণ রান্না করি, যতক্ষণ না আলু টমেটো সিদ্ধ হয়ে আসে।

ধাপ-১০

20220331_141959.jpg20220331_142159.jpg
তারপর ঝোলের জন্য বেশি পানি দিয়ে দেই ও পানি ফুটে উঠলে মাছগুলি দিয়ে দেই।

ধাপ-১১

20220331_142546.jpg20220331_142820.jpg
তারপর কিছুক্ষণ রান্না করার পর ধনিয়া পাতা দিয়ে দেই।

ধাপ-১২

20220331_142930.jpg20220331_152809.jpg
ব্যাস এভাবেই হয়ে গেল আমার টমেটো ,আলু দিয়ে শোল মাছ ভুনা ।আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  
 2 years ago 

আলু ও টমেটো দিয়ে শোল মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমার রেসিপি টি আপনার কাছে ভাল লেগেছে এবং আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া। এভাবেই পাশে থাকবেন ।ধন্যবাদ।

 2 years ago 

আলু ও টমেটো দিয়ে শোল মাছের খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আমার খুব ফেভারিট আমার কাছে অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এটি আপনার পছন্দের খাবার জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন ।ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপু অনেক সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আলু টমেটো ও শোল মাছের ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই ধরেছেন রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল ।আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 2 years ago 

বাহ্ আপু আপনার তৈরি করা আলু ও টমেটো দিয়ে শোল মাছ ভুনা রেসিপিটা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আর তাই আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।এভাবেই পাশে থাকবেন আশা করছি। আপনার জন্য শুভকামনা রইল।

আলু ও টমেটো দিয়ে শোল মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন আপু। বাহ সত্যি আপনার রান্না তো অসাধারণ হয়েছে আপু। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।দেখে সত্যি আমার খেতে ইচ্ছে করছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।💞💞

 2 years ago 

আমার রেসিপি দেখে যে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া। এভাবেই পাশে থাকবেন ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসময়ের শোল মাছের কথা পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে এই মাছগুলো আমাদের এলাকাতে শীতের মৌসুমে পাওয়া যায়। যখন খাল-বিল ছেকা হয়।

 2 years ago 

এই মাছ গুলো আমাদের এখানে বেশিরভাগ সময়েই পাওয়া যায় ।আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 2 years ago 

আলু টমেটো দিয়ে রেসিপি করলে অনেক সুস্বাদু হয়। আর শোলমাছ মাছ খেতে অনেক সুস্বাদু লাগে আমার কাছে। আপনি খুব সুন্দর করে টমেটো এবং আলু দিয়ে শোল মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে সুন্দর করে বর্ণনা করেছেন। এই রকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আলু টমেটো দিয়ে রেসিপি করলে সেটি খেতে খুব সুস্বাদু লাগে ।শোল মাছ আপনার পছন্দের মাছ জেনে খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টমেটো দিয়ে শোল মাছ রান্নার খুবই সুন্দর একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। টমেটো দিয়ে রান্না করা যেকোনো রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে। রেসিপিটি প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনার মত আমারও টমেটো দিয়ে যেকোনো তরকারিই বেশ সুস্বাদু লাগে ।আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 2 years ago 

শোল মাছ আমার খুবই ফেভরেট বেশ কিছুদিন আগেও আমি একটি রেসিপি শেয়ার করেছিলাম শোল মাছের।।
খুবই লোভনীয় ভাবে আপনি রেসিপিটি উপস্থাপন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল

 2 years ago 

ভাইয়া শোল মাছ আপনার পছন্দের মাছ জেনে বেশ ভালো লাগলো।ভাইয়া আপনি ঠিকই ধরেছেন রেসিপি টি খুবই সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি। রেসিপি টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপি টা খুবই সুস্বাদু হয়েছিল ।আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67597.54
ETH 3772.68
USDT 1.00
SBD 3.55