আলু বেগুন দিয়ে বাইম মাছ রান্নার রেসিপি||১০% বেনিফিশিয়ারি @shy-fox.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি।আর সেটি হচ্ছে আলু বেগুন দিয়ে বাইম মাছ রান্নার রেসিপি।আমরা বাঙ্গালি, আমাদের মাছ ছাড়া একদিন ও চলে না।যত যাই খাই না কেন মাছ না হলে যেন খাবারে তৃপ্তি আসে না।এজন্যই আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়।আর বাইম মাছ খুবই মজার একটি মাছ।



এই মাছের পুষ্টিগুণ ও প্রচুর।বাইম মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।এছাড়া উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে।এছাড়াও বাইম মাছে বিভিন্ন ভিটামিন রয়েছে।তাই এই মাছ শরীরের জন্য খুবই উপকারী।আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বাইম মাছ রান্নার রেসিপি।



Polish_20210830_225350380.jpg

উপকরণ

Polish_20210830_224111354.jpg

উপকরণপরিমান
বাইম মাছ১টি
আলু২টি
বেগুন২টি
পেঁয়াজ বাটা৩টেবিল চামচ
আদা বাটা১চা চামচ
রসুন বাটা১চা চামচ
পেঁয়াজ কুচি১/২কাপ
কাঁচা মরিচ৫টি
হলুদ গুঁড়া২চা চামচ
লাল মরিচ গুঁড়া১চা চামচ
ধোনিয়াগুঁড়া১চা চামচ
জিরা গুঁড়া১চা চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

প্রুস্তুতপ্রণালী

১ম ধাপ

20210830_132810.jpg

20210830_132840.jpg

20210830_133043.jpg

20210830_133100.jpg

20210830_133124.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই।পেঁয়াজ একটু ভেজে তার ভিতরে পেঁয়াজ বাটা,আদা ও রসুন বাটা দিয়ে দেই।তারপর সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দেই। তারপর কিছুক্ষণ রান্না করে মসলাটা কষিয়ে নেই।

২য় ধাপ

20210830_133325.jpg

20210830_133356.jpg

20210830_133538.jpg

তারপর কষানো মসলার মধ্যে মাছ গুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পাঁচ মিনিট রান্না করে একটু পানি দিয়ে দেই।

৩য় ধাপ

20210830_134626.jpg

20210830_134734.jpg

পানিটা কমে আসলে মাছ গুলি একটি বাটিতে তুলে রাখি।

৪র্থ ধাপ

20210830_134801.jpg

20210830_134821.jpg

20210830_134908.jpg

তারপর ওই মসলার মধ্যে আলু বেগুন দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু পানি দিয়ে দেই।

৫ম ধাপ

20210830_135550.jpg

20210830_135612.jpg

আলু বেগুন সিদ্ধ হলে তার ভিতরে মাছ গুলি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

৬ষ্ঠ ধাপ

20210830_140012.jpg

20210830_140018.jpg

তারপর ঝোলের জন্য একটু বেশি পানি দিয়ে দেই।তারপর কাঁচা মরিচ দিয়ে দেই এবং কিছুক্ষণ রান্না করি।

৭ম ধাপ

20210830_141031.jpg

পানি একটু কমে আসলে হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে বাইম মাছ রান্না।

৮ম ধাপ

20210830_141642.jpg

এখন একটি বাটিতে তুলে পরিবেশনের পালা।গরম ভাতের সঙ্গে খেতে দারুন মজা।এভাবে আপনারা করে দেখবেন ভালো লাগবে।আজকের মত এই পর্যন্তই।

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

ধন্যবাদ

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে রান্না টিপ ফুটিয়ে তুলেছেন আমাদের মধ্যে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক চমৎকার করে বিস্তারিত ভাবে শেয়ার করেছেন যে কেউ আপনার রেসিপি দেখে আলু বেগুনের এই রান্নাটি শিখে নিতে পারবে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।কেউ শিখতে পারলেই আমার স্বার্থকতা।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে রেসিপিটি আপু।আমরা এই মাছকে বাঙ্গস মাছ বলি আর অন্য একটি মাছকে বাইম মাছ বলি।কিন্তু বাইম মাছের অনেক প্রজাতি রয়েছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু।

আহ!! আপু কি দেখালেন।বাইম মাছ কতো দিন খাইনা।খুব একটা পাওয়াও যায়না আমাদের এখানে। পেয়াজ দিয়ে বাইম মাছের ঝোল পুরো অমৃতের মত লাগে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বেগুন দিয়ে বাইম মাছ মজা লাগে এইডা আমি ভালো জানি, কারন আমরা প্রায় এই তরকারিটা খাই, বেশ স্বাদের হয়। তবে আমরা ঝোল একটু কম রাখার চেস্টা করি কারন আমি ঝোল খুব একটা পছন্দ করি না। ভালো রান্না করেছেন, ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।ভালো থাকবেন।

 3 years ago 

আমি এই মাছ টি খাই না। তবে দেখেই বুঝতে পারছি রেসিপিটি খুব সুস্বাদু হয়েছিলো ।অনেক শুভেচ্ছা রইলো আপু।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা।ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে রেসিপিটা। শুবেচ্ছা নিবেন।

 3 years ago 

ধন্যবাদ।অনেক অনেক শুভকামনা।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

Thank you very much .

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64159.10
ETH 2771.78
USDT 1.00
SBD 2.66