হট উইংস রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন।আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি।সেটি হচ্ছে হট উইংস রেসিপি।আপনারা সবাই হয়তো জানেন এটি কতটা মজাদার একটি খাবার।আমার তো খুবই পছন্দের একটি খাবার।আমি তো আগে যখন হট উইংস বানাতে পারতাম না, তখন রেস্টুরেন্টে যেয়ে প্রথমেই এটি অর্ডার করতাম।যখন থেকে আমি এটি বানাতে শিখেছি ,তখন থেকে আমি নিজেই এটি বানিয়ে খাই।তাহলে চলুন দেখে আসি মজাদার হট উইংস তৈরির রেসিপি।

Polish_20210728_143722320.jpg

উপকরণ:

Polish_20210728_140328244.jpg


উপকরণপরিমাণ
মুরগীর পাখনা৮পিছ
আদা বাটা১/২ চা চামচ
রসুন বাটা১/২চা চামচ
লবণ১/২চা চামচ
সয়া সস১টেবিল চামচ
কাঁচা মরিচ৩টি
রসুন১টি
শুকনা মরিচ গুঁড়া১চা চামচ
ডিম১টি
টমেটো সস১কাপ
সয়াবিন তেল৩টেবিল চামচ

প্রুস্তুতপ্রণালী:

প্রথম ধাপ

20210726_175208.jpg

প্রথমে পাখনা গুলি ভালো করে পরিস্কার করে ধুঁয়ে নেই।

দ্বিতীয় ধাপ

20210726_175553.jpg

20210726_175633.jpg

তারপর আদা, রসুন,লবণ, সয়াসস দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দেই।

তৃতীয় ধাপ

20210726_182324.jpg

20210726_182744.jpg

ডিমের কুসুম উঠিয়ে সাদা অংশের মধ্যে পাখনা গুলি ডুবিয়ে নেই।

চতুর্থ ধাপ

20210726_182711.jpg

20210726_182902.jpg

20210726_183626.jpg

কড়াইয়ে তেল দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে পাখনা গুলি ভালো করে ভেজে নেই।

পঞ্চম ধাপ

20210726_183718.jpg

এখন পাখনা গুলি কড়াই থেকে উঠিয়ে ওই তেলের মধ্যে রসুন কুচি ও মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নেই।

৬ষ্ঠ ধাপ

20210726_183922.jpg

20210726_184013.jpg

রসুন,মরিচ বাদামি করে ভেজে তারপর টমেটো সস ও মরিচ গুঁড়া দিয়ে দেই।

সপ্তম ধাপ

20210726_184104.jpg

20210726_184135.jpg

তারপর সামান্য পানি দিয়ে পাখনা গুলি দিয়ে দেই।

অষ্টম ধাপ

20210726_184210.jpg

20210726_184244.jpg

তারপর একটু নাড়াচাড়া দিয়ে পানি শুকিয়ে নেই।

নবম ধাপ

20210726_184651.jpg

এভাবে হয়ে গেল আমার হট উইংস ।এখন গরম গরম খেয়ে নিতে হবে।এটা গরম এবং বেশী ঝাল হবে।তবেই খেতে মজা হবে।

আপনারা বাসায় আমার রেসিপি টি করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে।আজকের মত শেষ করছি।সবাই ভালো থাকবেন।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

Cc-@rme
@amarbanglablog

ধন্যবাদ
@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভূমি।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আহা এটা কি দেখালেন আপু, জলতো থামাতে পারছি না। দেখেই লোভ লেগেছে, বেশ স্বাদের এগুলো। ধন্যবাদ

 3 years ago 

জি ভাইয়া খুব স্বাদের।ঝালে উফ উফ করে খেতে হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68148.22
ETH 3249.65
USDT 1.00
SBD 2.67