রঙিন কাগজ দিয়ে একটি সাপ তৈরি🐉

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারো একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে একটি সাপ তৈরি করে দেখাবো । রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে । তাইতো কয়েকদিন পরপরই নতুন নতুন জিনিস তৈরি করে আপনাদের সামনে হাজির হয়ে যাই । আজও তেমনি রঙিন কাগজ দিয়ে খুবই মজার একটি জিনিস তৈরি করেছি । এটি তৈরি করতে আমার খুবই কষ্ট হয়েছে এবং প্রচুর সময় লেগেছে । তৈরি করার পর এটি দেখতে এতটা কিউট হয়েছে যে আমার সব কষ্ট সার্থক হয়েছে । এটি তৈরি করে আমি যখন আমার মেয়েকে দেই , তখন আমার মেয়ে খুবই খুশি হয়েছে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রঙিন কাগজ দিয়ে একটি সাপ তৈরি ।

রঙিন কাগজ দিয়ে একটি সাপ তৈরি



Polish_20221002_224835242.jpg



  • রঙিন কাগজ
  • কলম
  • কাঁচি
  • আঠা

প্রুস্তুতপ্রণালী



ধাপ -১

20221002_190735.jpg20221002_191418.jpg

প্রথমে সবুজ ও টিয়া রঙের দুইটি কাগজ নেই ।
তারপর ২*১১ ইঞ্চি করে দাগ টেনে নেই ।

ধাপ -২

20221002_191757.jpg20221002_192139.jpg

তারপর কাগজ গুলি কাঁচি দিয়ে কেটে নেই ও একইভাবে ডাগ টেনে নেই ।

ধাপ -৩

20221002_192447.jpg20221002_192611.jpg

তারপর কাগজ গুলি কেটে নেই ও প্রতিটি কাগজের মাথায় আঠা লাগিয়ে নেই ।

ধাপ -৪

20221002_192644.jpg20221002_192703.jpg

তারপর এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্ত লাগিয়ে নেই।

ধাপ -৫

20221002_192718.jpg20221002_193037.jpg

তারপর একটি কাগজের মধ্যে আরেকটি কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেই ।

ধাপ -৬

20221002_193142.jpg20221002_193252.jpg

ধাপ -৭

20221002_193518.jpg20221002_194010.jpg

এভাবে করে একটির পর আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দেই ।

ধাপ -৮

20221002_194303.jpg20221002_194406.jpg

আরো একটি কাগজ ২*২১ইঞ্চি করে কেটে নেই ও মাঝখান থেকে একটি ভাঁজ দেই ।

ধাপ -৯

20221002_194458.jpg20221002_195614.jpg

এভাবে করে কাগজটি প্রথমে আঠা দিয়ে সাপের নিচের দিকে লাগিয়ে কেটে লেজ বানিয়ে নেই ।

ধাপ -১০

20221002_200008.jpg20221002_200120.jpg

আরো একটি কাগজ নেই ও মাঝখান থেকে একটি ভাজ দেই ।

ধাপ -১১

20221002_200244.jpg20221002_200406.jpg

তারপর এভাবে করে প্রথমে কলম দিয়ে এঁকে , তারপর কাঁচি দিয়ে কেটে নেই ।

ধাপ -১২

20221002_200853.jpg20221002_201050.jpg

তারপর আরো একটি লাল কাগজ কেটে এভাবে করে লাগিয়ে নেই ।

ধাপ -১৩

20221002_201210.jpg20221002_201847.jpg

তারপর সাদা কাগজ গোল করে কেটে কলম দিয়ে চোখ নাক বানিয়ে নেই ।

ধাপ -১৪

20221002_202356.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের সাপ । আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি সাপ দেখে একদম সত্যিকারের সাপ মনে হচ্ছে আমার কাছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে অনেক সময় লাগে। যা আপনি অনেক দক্ষতা সহকারে এবং নিখুঁতভাবে তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ তুলে ধরার জন্য।

 2 years ago 

ভাইয়া আমার তৈরি করা সাপটি আপনার কাছে সত্যিকারের সাপ মনে হয়েছে জেনে বেশ ভালো লাগলো । তাহলে মনে হয় বেশ ভালই বানিয়েছি কি বলেন? ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

দেখেই বুঝা যাচ্ছে আপু আপনার এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। সাপটি আবার কিউটও লাগছে । ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন আপু।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন সাপটি কিন্তু তৈরি করার পর দেখতে বেশ কিউট হয়েছে । আমার কাছেও বেশ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর সাপ তৈরি করেছেন। সত্যিই আপনার সাপ তৈরি করে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম পরবর্তীতে তৈরি করবেন ইনশাল্লাহ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া অবশ্যই একদিন তৈরি করবেন । দেখবেন তৈরি হওয়ার পর দেখতে বেশ কিউট লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

সাপটিকে দেখতে তো দারুন লাগছে। বিশেষ করে সাপের লাল জিহ্বা টা খুব সুন্দর লাগছে দেখতে। সবুজ রঙের কাগজ দিয়ে তৈরি করার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগছে। এককথায় অসাধারণ লাগছে সাপটি দেখতে।

 2 years ago 

আপু আপনার কাছে সাপের লাল জিবহাটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

 2 years ago 

এই প্রথম একটি সাপ দেখালাম যেটা এত কিউট।ধাপগুলো এত সহজ ভাবে দেখিয়েছেন,যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে।বাচ্চারা পেলে খুব খুশি হবে।ধন্যবাদ আপু কিভাবে কাগজ দিয়ে সাপ বানানো যায় তা শেখানোর জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার সাপটি কিউট লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

 2 years ago 

ওমা এটা কি বানিয়েছেন? আমি হঠাৎ করে দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। সাপ কই থেকে আসলো? পরে দেখলাম যে আপনি রঙিন কাগজ কেটে বানিয়েছেন। এটি বানাতে অনেক সময় তো লাগারই কথা। কারণ কাগজগুলোকে অনেক ছোট ছোট করে কেটে আবার আঠা দিয়ে লাগাতে হয়েছে। কিন্তু আপনার ফিনিশিং খুব সুন্দর হয়েছে। যার কারণে এত ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আপু আপনার কাছে আমার সাপটি এত ভাল লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য । ভালো থাকবেন ।

 2 years ago 

যতদিন পার হচ্ছে ততই দেখতেছি রঙিন কাগজ দিয়ে নতুন কিছু আবির্ভাব ঘটেছে। ঠিক তেমনি আজকে রঙ্গিন পেপার ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি সাপ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

রঙিন কাগজের তৈরি আমার সাপটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি । ভালো থাকবেন ।

 2 years ago 

সত্যি নতুন নতুন এবং ইউনিক কোন কিছু করতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আপনার অনুভূতিটা বুঝতে পেরেছি। রঙিন কাগজের তৈরি এইসব দেখতে খুবই কিউট লাগছে। তৈরি করে আপনার মেয়েকে দিয়েছেন আপনার মেয়ে খুবই খুশি হয়েছে আসলে ছোট বাচ্চাদের এ ধরনের রঙিন কাগজের জিনিস অনেক বেশি পছন্দের। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য । সব সময় ভালো থাকবেন এই শুভকামনা রইল ।

 2 years ago 

আমিও একদমই আপনার মত আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। আমিও বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আমার মেয়েকে দিলে ও ভীষণ খুশি হয়। সত্যি সাপটাকে দেখতে ভীষণ কিউট লাগছে। এমনকি আপনি তৈরি করে আপনার মেয়েকে দিয়েছেন এটাও বেশ ভালো লাগলো। বাচ্চাদের খেলনা হিসেবে খুবই সুন্দর একটি জিনিস তৈরি করেছেন।

 2 years ago 

হ্যাঁ আপু এধরনের জিনিস তৈরি করলে বাচ্চারা খুবই পছন্দ করে । আপনার মেয়েও এ ধরনের জিনিস পেলে বেশ খুশি হয় জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74