রঙিন কাগজ দিয়ে স্পিড বোট তৈরি||১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি বেশ ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে একটি ডাই নিয়ে এসেছি ।আর সেটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি স্পিডবোট তৈরি ।আশা করছি আপনাদের কাছে আমার রঙিন কাগজের তৈরি বোটটি ভালো লাগবে। রঙিন কাগজ দিয়ে এর আগেও আমি অনেক জিনিস বানিয়েছি।আজ ভাবলাম একটি স্পিডবোট তৈরি করি ।তারপর তৈরি করে ফেললাম আমার স্পিডবোট। আশা করছি আমার বোটটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি স্পিড বোট তৈরি।



রঙিন কাগজ দিয়ে একটি স্পিড বোট তৈরি



20211230_130303.jpg

প্রয়োজনীয় উপকরণ:

একটি রঙিন কাগজ



প্রস্তুত প্রণালীঃ



ধাপ-১

20211230_123731.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নেই।

ধাপ-২

20211230_123806.jpg

তারপর এভাবে একটি ভাঁজ দেই।

ধাপ-৩

20211230_123844.jpg

তারপর এভাবে কেটে নেই।

ধাপ-৪

20211230_123923.jpg

তারপর এভাবে আরও একটি ভাঁজ দেই।

ধাপ-৫

20211230_123950.jpg

এভাবে দুইটি ভাঁজ দেই।

ধাপ-৬

20211230_124043.jpg

ধাপ-৭

20211230_124103.jpg

এখন এভাবে করে নেই।

ধাপ-৮

20211230_124306.jpg

তারপর এভাবে ভাঁজ দেই।

ধাপ-৯

20211230_124337.jpg

ধাপ-১০

20211230_124419.jpg

তারপর এভাবে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-১১

20211230_124457.jpg

ধাপ-১২

20211230_124515.jpg

ধাপ-১৩

20211230_124625.jpg

ধাপ-১৪

20211230_124636.jpg

ধাপ-১৫

20211230_124650.jpg

তারপর এভাবে ধাপে ধাপে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-১৬

20211230_124741.jpg

ধাপ-১৭

20211230_124851.jpg

ধাপ-১৮

20211230_124924.jpg

ধাপ-১৯

20211230_125008.jpg

ধাপ-২০

20211230_125029.jpg

ধাপ-২১

20211230_125442.jpg

তারপর এভাবে ধাপে ধাপে আরও ভাঁজ দিয়ে নেই।

ধাপ-২২

20211230_125507.jpg

ধাপ-২৩

20211230_125645.jpg

এভাবে বোটের শেপে চলে আসলো।

ধাপ-২৪

20211230_125652.jpg

এখন আরও একটি কাগজ কেটে নেই।

ধাপ-২৫

20211230_125747.jpg

এভাবে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-২৬

20211230_125834.jpg

ধাপ-২৭

20211230_125928.jpg

ধাপ-২৮

20211230_125942.jpg

ধাপ-২৯

20211230_130204.jpg

তারপর এভাবে ধাপে ধাপে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-৩০

20211230_130239.jpg

ব্যাস এভাবেই হয়ে গেল আমার স্পিডবোট তৈরি।

আজকের মত এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার আমার স্পিডবোট টি ভালো লেগেছে। আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি স্পিড বোট তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমার পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধ।ন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে স্পিড বোট তৈরি করেছেন দারুন হয়েছে আপু দেখে আমিও শিখে নিলাম তৈরি করবো। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

হ্যাঁ ভাইয়া রঙিন কাগজ দিয়ে স্পিডবোট তৈরি করা খুবই সহজ আপনি ।এভাবে করে দেখবেন ভালো লাগবে ।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটা স্পিড বোট তৈরি করেছেন। দেখতে সত্যিই একেবারে সত্যি স্পিড বোটের মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন এটার মধ্যে উঠে বসে পড়ি। সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপনার হাতের কাজ দেখে আমার খুবই ভালো লেগেছে। এক কথায় অসাধারণ ভাবে তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা স্পিড বোট করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আমার বোটটি আপনার কাছে ভাল লেগেছে জেনে অসম্ভব ভালো লাগলো ।খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা ।ভালো থাকবেন। ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে বানানো স্প্রিড বোট টি।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভাল লাগল। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। ধন্যবাদ।

 3 years ago (edited)

আপু আপনি খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে স্পিডবোট তৈরি করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার বোটটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন ।এভাবেই পাশে থাকবেন ।ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নৌকা তৈরি করলেও, স্পিড বোর্ড তৈরি করা হয়নি। আপনার তৈরি করা স্পিডবোর্ডটি খুব সুন্দর হয়েছে। স্পিড বোট তৈরি করার পদ্ধতি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধাপগুলো অনুসরণ করে যে কেউ স্পিডবোট তৈরি করতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ এভাবে করলে খুব সহজেই যে কেউ পেরে যাবে ।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৩০ ধাপে পূঙ্খানুপুঙ্খানু ভাবে বোট তৈরির ধারনা তুলে ধরা খুব একটা সহজ বিষয় ছিলনা।উপস্থাপনার প্রসংশা করতেই হয়। ভাল ছিল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

জি,ভালোই লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62720.27
ETH 2447.07
USDT 1.00
SBD 2.64