পদ্মা নদীর টাটকা পুঁটি মাছ ভাজা রেসিপি||১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগের"সকল বন্ধুরা কেমন আছেন?আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন,সুস্থ আছেন।আমিও বেশ ভালো আছি ,আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি পদ্মা নদীর টাটকা পুঁটি মাছ ভাজা রেসিপি।আমাদের বাসা থেকে পদ্মা নদী খুব একটা দূরে নয়।আজ আমার হাসবেন্ড সকালে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যায়।যেয়ে দেখে ট্রলারে করে জেলেরা পদ্মা নদী থেকে মাছ মেরে তীরে এনে দিচ্ছে আর অন্য জেলেরা তা বিক্রি করছে। এভাবে তাদের থেকে কিছু টাটকা মাছ বাসায় নিয়ে আসে।আর সেই মাছ দিয়ে আমি করে ফেলি আমার আজকের রেসিপি টাটকা মচমচে পুঁটি মাছ ভাজা রেসিপি।



তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের রেসিপি টাটকা মচমচে পুঁটি মাছ ভাজা রেসিপি।

20210901_135845.jpg

উপকরণ



20210901_133228.jpg

পুঁটি মাছ২৫০গ্রাম

20210901_133652.jpg

পেঁয়াজ১কাপ

20210901_133658.jpg

কাঁচা মরিচ৬টি

20210901_133713.jpg

হলুদ গুঁড়া১চা চামচ
লবন১চা চামচ

প্রুস্তুতপ্রণালী



১ম ধাপ

20210901_133327.jpg

২য় ধাপ

20210901_133424.jpg

প্রথমে পুঁটি মাছ গুলি কে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেই।

৩য় ধাপ

20210901_133850.jpg

৪র্থ ধাপ

20210901_134037.jpg

তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে পুঁটি মাছ গুলি দিয়ে দেই।

৫ম ধাপ

20210901_134808.jpg

৬ষ্ঠ ধাপ

20210901_134904.jpg

তারপর মাছ গুলিকে ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখি।

৭ম ধাপ

20210901_134912.jpg

তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেই।

৮ম ধাপ

20210901_134920.jpg

৯ম ধাপ

20210901_134928.jpg

তারপর কাঁচা মরিচ,হলুদ ও লবণ দিয়ে দেই।

১০ ম ধাপ

20210901_135003.jpg

১১তম ধাপ

20210901_135307.jpg

তারপর পেঁয়াজ মরিচের সাথে মশলা গুলি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ভেজে নেই।

১২ তম ধাপ

20210901_135341.jpg

পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে পুঁটি মাছ গুলি দিয়ে দেই।

১৩ তম ধাপ

20210901_135411.jpg

তারপর পেঁয়াজের সাথে মাছ গুলি আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নেই।

20210901_135427.jpg

এভাবে হয়ে গেল আমার মুচমুচে পুঁটি মাছ ভাজা রেসিপি।

১৪ তম ধাপ

20210901_135819.jpg

এখন একটি বাটিতে তুলে পরিবেশন করতে হবে।তারপর গরম ভাতের সঙ্গে মচমচে পুঁটি মাছ ভাজা খেয়ে নিতে হবে।এভাবে খুবই স্বাদ লাগে।



আজকের মত এই পর্যন্তই।এরপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

আপু,অনেক সুন্দর হয়েছে রেসিপিটি।একটি মজার ব্যাপার হলো আমার সঙ্গে আপনার প্রতিদিনের রেসিপিগুলি মিলে যাচ্ছে।কাল লইট্টা মাছ ,আজ পুঁটি মাছ।যাইহোক পুঁটি মাছ ভাজি আমার খুব প্রিয়।ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যা আপু তুমি ঠিকই বলেছ।আমিও তাই ভাবছিলাম।ভালো লাগলো তোমার মন্তব্য টি।ধন্যবাদ তোমাকে।

অনেক সুন্দর একটা রেসিপি। আমি আগে পুটি মাছ খেতে পারতাম না। তবে এখন অনেক ভালো লাগে খেতে। রেসিপিটা শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভ কামনা।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

মুচমুচে পুটি মাছ গুলো দেখেই খেতে ইচ্ছে করছে।অনেক সুন্দর হয়েছে রেসিপিটি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ।

 3 years ago 

অনেক সু্স্বাদু একটি রেসিপি আপু।আমার পুটি মাছের ভাজি খেতে অনেক ভালো লাগে।ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ পুটি মাছ ভাজি আমার খুব পছন্দের একটি খাবার। খুব সুন্দর রেসিপি।।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। দেখেই খেতে মন চাইছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61378.33
ETH 2960.55
USDT 1.00
SBD 2.49