রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি ||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-foxএর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই এই করোনাকালীন সময়েও সুস্থ আছেন, নিরাপদে আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ডাই প্রজেক্ট নিয়ে এসেছি। ডাই প্রজেক্টগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে ।তাই তো মাঝে মাঝেই ডাই পোস্ট নিয়ে হাজির হয়ে যাই। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি কচ্ছপ বানিয়েছি। সেই কচ্ছপটি আপনাদের সঙ্গে শেয়ার করছি।আশা করছি নিশ্চয়ই আপনাদের কাছে আমার রঙিন কাগজের তৈরি কচ্ছপ টি ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি।


রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি



Polish_20220326_225826440.jpg

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220324_185053.jpg20220324_185158.jpg

প্রথমে একটি কাগজ কেটে নেই ও এভাবে একটি ভাঁজ দেই।

ধাপ-২

20220324_185311.jpg20220324_185410.jpg

তারপর এভাবে এভাবে আরো দুইটি ভাঁজ দেই।

ধাপ-৩

20220324_185535.jpg20220324_185616.jpg

তারপর কাগজটিকে খুলে এভাবে এক কোনা ভাঁজ দেই।

ধাপ-৪

20220324_185807.jpg20220324_185838.jpg

তারপর তিনকোনা ভাঁজ দেই।

ধাপ-৫

20220324_185931.jpg20220324_190048.jpg

তারপর কাগজটিকে উল্টো করে এভাবে ভাঁজ দেই।

ধাপ-৬

20220324_190200.jpg20220324_190434.jpg

তারপর কাগজটিকে ভাঁজ দিয়ে এভাবে করে নেই।

ধাপ-৭

20220324_190632.jpg20220324_190705.jpg

ধাপ-৮

20220324_190748.jpg20220324_191002.jpg

ধাপ-৯

20220324_194845.jpg20220324_195048.jpg

ধাপ-১০

20220324_195332.jpg20220324_195521.jpg

ধাপ-১১

20220324_195717.jpg20220324_195858.jpg

তারপর এভাবে ধাপে ধাপে একটু একটু করে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-১২

20220324_200820.jpg20220324_201009.jpg

তারপর কচ্ছপটির চোখ এঁকে নেই।

ধাপ-১৩

20220324_201118.jpg

ব্যাস এভাবেই হয়ে গেল আমার রঙিন কাগজের কচ্ছপ তৈরি ।আশা করছি আপনাদের কাছে আমার কচ্ছপ টি ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Sort:  
 2 years ago 

আপনার এই রঙ্গিন কাগজ দিয়ে দারুন দারুন সৃজনশীলতা ছড়িয়ে দেন। তা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আজকে কচ্ছপ তৈরি করেছেন। এটি বেশ দারুন ছিল। প্রতিটি ধাপ দারুণ দক্ষতায় আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং এটা আসলেই অনেক ধৈর্যের কাজ বলে মনে করি আমি। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমার রঙিন কাগজের কচ্ছপটি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগলো ।এভাবে মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।ভালো থাকবেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি কচ্ছপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এই কচ্ছপটি তৈরি করেছেন। এই কচ্ছপ তৈরীর মাধ্যমে আপনি নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন এটি তৈরি করতে আমি বেশ সময় ও ধৈর্য সহকারে করেছি ।কারণ এগুলো তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয় ।আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে দারুণভাবে কচ্ছপ কে তৈরি করেছেন যা দেখতে চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি। ভালো থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজের কাজ যতই দেখি ততই মুগ্ধ হই। একের পর এক নিত্যনতুন কাজ রঙিন কাগজ দিয়ে আর্টিস্টরা বানিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কাজ ছিল যেটি আপনি রঙিন কাগজ ব্যবহার করে একটি কচ্ছপ বানিয়েছেন। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য ।সবসময় ভালো থাকবেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কচ্ছপ তৈরি করেছেন আপু। এগুলো তৈরি করাটা কিন্তু বেশ কঠিন। অনেকগুলো ভাঁজ দিয়ে মিলিয়ে নিতে হয়। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। ছোটদের খেলনা হিসেবে এটি কিন্তু অনেক সুন্দর একটি জিনিস। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।হ্যাঁ এগুলো তৈরি করতে ভাঁজে ভাঁজে মিলাতে হয় ।একবার ভাজ এলোমেলো হয়ে গেলে সেটি আর তৈরি করা সম্ভব হয় না ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে রঙিন কাগজের ব্যবহার করে।কচ্ছপ টা দেখতে খুব সুন্দর হয়েছে।তবে কাগজটা সবুজ হলে একেবারে পারফেক্ট হতো।প্রতিটি ভাজ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু হ্যাঁ আপু সবুজ কালার দিয়ে হয়তো আরো বেশি সুন্দর লাগত ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন তো রঙ্গিন কাগজ দিয়ে আপনি কত সুন্দর করে কচ্ছপ বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে আমার কাছেও বিভিন্ন জিনিস বানাতে অনেক ভালো লাগে। আপনার কচ্ছপ দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে কচ্ছপের চোখগুলো সবচেয়ে বেশি ভাল লেগেছে। আপনি প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

কচ্ছপ টি আপনার কাছে ভাল লেগেছে জেনে সত্যি আপু অনেক ভালো লাগলো ।এভাবে সব সময় পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার করে আপনি একটি কচ্ছপ বানিয়েছেন। রঙিন কাগজের তৈরি কচ্ছপটি দেখে আমার খুব ভালো লেগেছে। কচ্ছপ বানানোর প্রত্যেকটি ধাপ অনেক চমৎকার করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রঙিন কাগজ দিয়ে কচ্ছপ বানানোর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমাযর কচ্ছপটি আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। এভাবে সুন্দর মন্তব্য গুলো পেলে কাজ করার অনেক উৎসাহ পাই ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু অসাধারণ, অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি কচ্ছপ তৈরি করেছেন, আপনার তৈরি করা কচ্ছপটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু, অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপনা করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আপনাদের ভালো লাগলে আমার কচ্ছপটি বানানোস্বার্থক। এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি তো অনেক সুন্দর হয়েছে।আপনার তৈরি রঙিন কাগজের এই কচ্ছপটি আমার অনেক ভালো লেগেছে। চোখে দেখতে অনেক কিউট কিউট লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি জিনিস উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আর কচ্ছপ টি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম ।এভাবেই সুন্দর মন্তব্য নিয়ে পাশে থাকবেন আশা করছি ।আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58015.02
ETH 2381.83
USDT 1.00
SBD 2.42