রঙিন কাগজ দিয়ে একটি ঘর তৈরি||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-foxএর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন ।আমিও আল্লাহর রহমতে মোটামুটি বেশ ভাল আছি।



আজ আমি আপনাদের সামনে একটি ডাই প্রজেক্ট নিয়ে এসেছি ।আর সেটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি ঘর তৈরি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে ।তাই যখনই সময় পাই তখনই রঙিন কাগজ নিয়ে বসে যাই আর মনের মত করে কিছু জিনিস বানাই।আজ যেমন রঙিন কাগজ দিয়ে একটি ঘর বানিয়ে ফেললাম।আশা করছি আপনাদের কাছে আমার ঘরটি ভালো লাগবে। আমার মেয়ের কিন্তু ঘরটি খুবই পছন্দ হয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি ঘর তৈরি।

রঙিন কাগজ দিয়ে একটি ঘর তৈরি:

20211228_194024.jpg

ঘরটি তৈরি করতে আমার যে যে উপকরণ লাগছে:



  • একটি রঙিন কাগজ
  • একটি স্কেল
  • একটি পেনসিল
  • একটি কলম
  • একটি কাচি
  • একটি এনটি কাটার
  • একটি আঠা

20211228_194534.jpg

প্রুস্তুতপ্রণালী:



ধাপ-১

20211228_185336.jpg

প্রথমে একটি হলুদ রঙের কাগজ নেই।

ধাপ-২

20211228_185717.jpg

তারপর চারপাশে ১৫ সেন্টিমিটার করে দাগ টেনে নেই।

ধাপ-৩

20211228_185950.jpg

তারপর কেটে নেই।

ধাপ-৪

20211228_190009.jpg

তারপর মাঝখান থেকে একটি ভাঁজ দেই।

ধাপ-৫

20211228_190036.jpg

ধাপ-৬

20211228_190308.jpg

তারপর আরও দুটি ভাঁজ দেই।

ধাপ-৭

20211228_190550.jpg

তারপর উপর থেকে একটি ভাঁজ দেই।

ধাপ-৮

20211228_190632.jpg

ধাপ-৯

20211228_190747.jpg

তারপর দুই কোনায় দুটি ভাঁজ দেই।

ধাপ-১০

20211228_190840.jpg

তারপর ভাঁজ খুলে মাঝখান থেকে কেটে নেই।

ধাপ-১১

20211228_191012.jpg

ধাপ-১২

20211228_191138.jpg

তারপর এভাবে একপাশে কেটে নেই।

ধাপ-১৩

20211228_191233.jpg

তারপর অন্য পাশ কেটে নেই।

ধাপ-১৪

20211228_191339.jpg

ধাপ-১৫

20211228_191356.jpg

তারপর এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেই।

ধাপ-১৬

20211228_191553.jpg

তারপর কাগজ দুটি উল্টো করি।

ধাপ-১৭

20211228_192500.jpg

তারপর আগে থেকে বানানো জানালা দরজা গুলো আঠা দিয়ে লাগিয়ে দেই।

ধাপ-১৮

20211228_192615.jpg

তারপর দরজাটা কেটে নেই।

ধাপ-১৯

20211228_192805.jpg

ধাপ-২০

20211228_193017.jpg

তারপর অন্য কাগজটি এভাবে আঠা লাগিয়ে নেই।

ধাপ-২১

20211228_193318.jpg

তারপর জানালা দুটি দুই আঠার উপরে ঘুরিয়ে লাগিয়ে দেই।

ধাপ-২২

20211228_193516.jpg

তারপর আরো একটি কাগজ মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-২৩

20211228_193804.jpg

এখন পূর্বের আঠা লাগানো ঘরের উপর কাগজটি বসিয়ে দেই।

ধাপ-২৪

20211228_194024.jpg

ধাপ-২৫

20211228_194312.jpg

ব্যাস এভাবেই হয়ে গেল আমার ঘর তৈরি।

আজকের মতো এখানেই শেষ করছি ।আশা করছি আপনাদের আমার ঘরটি ভালো লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে একটি ঘরের ছবি সত্যি সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ঘরটি তৈরি করেছেন এবং ধাপে ধাপে পুরো প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। এ প্রক্রিয়াটি অনুসরণ করেছে কেউ সুন্দর করে আপনার মত একটি ঘর তৈরি করতে পারবে। এত সুন্দর একটি ঘর আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার তৈরি করার ঘরটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ঘর তৈরি করেছেন।হলুদ রঙের বাড়িটি বেশ ফুটে উঠেছে।বাড়ির দরজাটিও খুব সুন্দরভাবে দেখিয়েছেন।প্রতিটি ধাপ খুব ভালোভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার ঘরটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ঘর তৈরি খুবই সুন্দর হয়েছে। এবং হলুদ রং দেওয়াতে আরো ভালো লাগছে। এবং ঘরটি দেখতেও খুব সুন্দর লাগছে। আপনি ঘর তৈরীর প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু হলুদ রং টা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য হলুদ দিয়ে তৈরি করেছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 
  • কাগজ দিয়ে খুবই সুন্দর ঘর তৈরি করেছেন। আপনার এই কাগজের ঘরটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
 3 years ago 

ভাইয়া এই রঙিন কাগজের ঘর তৈরি করা খুবই সহজ। আপনি ও এভাবে করে দেখবেন সহজেই পেরে যাবেন ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি হলুদ রঙের ঘর তৈরি করেছেন আপু। আপনার তৈরীকৃত এই হলুদ রঙের ঘরটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে আপনার এই ঘর তৈরীর প্রক্রিয়া টি শেয়ার করেছেন, যেটা দেখে সত্যিই আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি রঙিন কাগজের ঘর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

আমি প্রথমেই বলছি আপনার মন্তব্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ভালো থাকবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45