স্বরচিত একগুচ্ছ অনুকবিতা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
প্রথম অনু কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষ যখন হারিয়ে যায় তখন বুক ভরা আশা নিয়ে তাকে খুঁজে বেড়ায়। মনের মধ্যে সব সময় একটি আশা থাকে ভালবাসার মানুষকে আবার ফিরে পাবে। দ্বিতীয় অনু কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি বন্ধু বিহীন মানুষের জীবন একাকী এবং নিঃসঙ্গতায় কাটে সারাক্ষণ একাকীত্ব তাকে গ্রাস করে রাখে, বেঁচে থাকে আবেগহীন ভাবে। তৃতীয় অনু কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি, মানুষের জীবনে ভালোলাগার মুহূর্তগুলো যখন হারিয়ে যায় তখন সে শুধুই আফসোস করতে থাকে। পুরনো সেই মুহূর্তগুলোকে মনে করে এবং আবার সেই পুরনো মুহূর্ত গুলো ফিরে পেতে তার ভীষণ ইচ্ছে হয়। শেষ অনু কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি তরুণরা যখন জেগে ওঠে তখন তাদের মনে কোন ভয় ভীতি কাজ করে না। শত বাধা-বিপত্তি অতিক্রম করে তাদের একটিই লক্ষ্য থাকে জয় ছিনিয়ে আনতে।
একগুচ্ছ অনু কবিতা
কোথায় হারিয়ে গেলে তুমি
অন্ধকারে খুঁজে চলেছি আমি ।
ব্যথা ভরা ভারাক্রান্ত মন নিয়ে,
তোমার খুঁজি ফিরি বারেবারে।
হয়তো দেখা দেবে তুমি
এই প্রত্যাশায় আমি।
বেঁচে আছি নিঃসঙ্গতায়
নিরবতা, আর নিস্তব্ধতায়।
বেঁচে আছি বন্ধু বিহীন একাকি
আবেগ শূন্য ভগ্ন হৃদয় ।
হারিয়ে ফেলেছি ভালো লাগার মুহূর্ত গুলো
বুঝতেও পারিনি কত মধুর ছিল সে দিন গুলো।
একটু একটু করে হারিয়ে গিয়েছে
মধুর সে মুহূর্ত গুলো।
হয়তো কোন দিন ফিরে আসবে না দিন গুলো
তবুও ফিরে পেতে মন চায় ।
আজ জেগেছে জাতি
তারুণ্যের জয়গানে ।
ভয়-ভীতি উপেক্ষা করে
আজ নেমেছে মাঠে।
উত্তাল সমুদ্রের ন্যায়
বাঁধ ভেঙে নেমেছে সবাই ,
ছিনিয়ে আনতে জয়।
আশা করছি আপনাদের কাছে আমার আজকের লেখা অনু কবিতা গুলো ভালো লেগেছে।আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
বেশ কয়েকটি সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন আপু। এরকম অনু কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে।কারণ এই ক্যাটাগরির অনু কবিতাগুলো অনেক আবেগ দিয়ে লেখা হয়ে। যাহোক কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ভাইয়া আপনার কাছে আমার অনু কবিতাগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
হ্যাঁ আপু, এটা ঠিক কথা বলেছেন, বড় দাদা সব সময় আমাদের কবিতা লেখার অনুপ্রেরণা যোগায়। আপনার শেয়ার করা আজকের এই চারটি অণু কবিতাই অনেক সুন্দর হয়েছে। এটা তো ঠিক আপু, ভালোবাসার মানুষ যখন হারিয়ে যায় তখন বুক ভরা আশা নিয়ে মানুষ তাকে খুঁজে বেড়ায়। ভালোবাসা রিলেটেড এই ধরনের অনুকবিতাগুলো পড়তে বেশ ভাল লাগে আমার।
ভাইয়া আপনার কাছে এই ধরনের অনু কবিতা পড়তে ভালো লাগে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
হ্যাঁ আপু, এখন আমার অনু কবিতা পড়তে বেশ ভালোই লাগে।
আপু আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মাঝে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার কবিতা সবগুলো আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। এবং আপনার এক একটা অনু কবিতা দিয়ে এক একটি মনের ভাব বুঝিয়েছেন। ভালো লাগলো আপনার অনু কবিতাগুলো পড়ে।
আপু আপনার কাছে আমার অনু কবিতা গুলো পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার সবগুলো কবিতাই আমার কাছে অনেক ভালো লেগেছে। অনু কবিতা পড়তে ও লিখতে খুব ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে এই কবিতা লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। তাছাড়া নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা ছোট ছোট ছন্দ আকারে এভাবে শেয়ার করতে পারলে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে অনু কবিতা ভালো লাগে এবং আমার লেখা কবিতা গুলো ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
🔚ধন্যবাদ🔚
আপনি সমস্ত ভিজিটর কে অসুবিধা ছাড়া লেখা নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
SET @rme as your proxy
তিনটি অনুকবিতাই অনেক ভালো লিখেছেন। এটা ঠিকই বলেছেন নিঃসঙ্গ জীবন কাটানো আসলেই কষ্টকর । আর এটাও ঠিক তরুণরা যখন জেগে ওঠে সত্যি তাদেরকে কোনভাবে দমিয়ে রাখা যায় না ।ভালো লাগলো আপনার কবিতাগুলো পড়ে ।
আপু আপনার কাছে আমার অনু কবিতা গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।