হ্যাপি বার্থডে টু মি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজ একটু বেশিই ভালো।কারন গত কাল আমার জন্মদিন ছিল। শুধু আমারই
না যার যার জন্মদিন তার তার কাছে একটু বেশিই আনন্দের।জন্মদিন অন্য সব দিনের মত হলেও সকলেই এই দিন টিকে অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন ভাবে কাটানোর চেষ্টা করে।আমিও কাটালাম।

IMG_20230826_122955.jpg

তবে এবারে জন্মদিন টা আমার অন্য বারের চেয়ে একটু ভিন্ন। স্বাভাবিক ভাবে জন্মদিন এ আমি প্রাইভেট যাই না।তবেগতকাল আমার প্রাইভেট থাকায় আমি বগুড়া তে গেছিলাম। আর শখ করে পরেছিলাম পাঞ্জাবি। ক্লাসে হাজির হতে সবাই একটু অদ্ভুত ভাবে তাকালো,একেক জন একেক কথা জিজ্ঞেস করল। নিজেকে বেশ সেলিব্রিটি মনে হলো।যাই হোক কাউ কে কিছু বলি নাই জন্মদিন এর ব্যাপারে।তবে কিছু কিছু কথা চাইলেও গোপন রাখা যায়না।কিভাবে যেন ফাস হয়েই যায়।

ক্লাস শেষে গেছিলাম বগুড়া পৌর পার্কে। ওখানেই জন্মদিন
এর ব্যাপার টা ফাঁস হয়।সবাই নতুন বলে কার সাথে ফেসবুক এ এড নেই। একজন ফেসবুকে এ রিকোয়েস্ট দিতে গিয়ে আবিষ্কার করে আজ আমার জন্মদিন।কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন ফ্রেন্ড নতুন হোক বা পুরাতন জন্মদিনে ট্রিট নেবে না তা কি হয়? সবাই বলল ট্রিট চাই ।

IMG_20230826_115320.jpg

IMG_20230826_115218.jpg

বান্ধবী দেখি কেক আর মিষ্টি নিয়ে হাজির। আর সবাই বলে রেষ্টুরেন্টে যাবে।সবাই মিলে গেলাম জলেশ্বরী তলায় হিলিয়াম নামের রেষ্টুরেন্টে এ। কিন্তু এদিকে আমার অবস্থা খারাপ যত উপরে উঠি তত ভয় লাগে। বন্ধু কে বলাম বাড়তি টাকা আছে নাকি ও বলল আছে শুনে সস্তির নিশ্বাস ফেলতেই বলে উঠল এক দেড়শ। আমি শুনে চিন্তায় পড়লাম। আসল মেনু কাড।
যা দেখি সবই দামি। আমার নারভাস নেস দেখে বান্ধবী বলে উঠল ট্রিট আমার তরফ থেকে।
দিলাম খাবার ওডার।

IMG_20230826_123034.jpg

IMG_20230826_122818.jpg

IMG_20230826_122719.jpg

এিরিশ মিনিট পর খাবার আসলো। আমরা সেট মেনু ওডার দেই।

IMG_20230826_131404.jpg

IMG_20230826_130450.jpg

খাবার শেষ করে আমার কেক কাটি। মিষ্টি খাই।

IMG_20230826_134518.jpg

IMG_20230826_134154.jpg
এর পর বান্ধবী বিল দিল। তার পর যে যার যার গন্তব্যেতে গেল। জীবনের এই প্রথম বন্ধুরা আমার জন্মদিন পালন করল।আমি একটু হলেও নারভাস ছিলাম। তবে মজা করছি প্রচুর।

IMG_20230827_215537.jpg

IMG_20230827_215502.jpg

বাসায় আসলাম মা পায়েস রান্না করছিল।
মায়ের হাতের পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ।
এছাড়া সকলে উইশ করল।দিদা, দাদু, মামা, মামি গিফট পাঠাল।

IMG_20230826_215157.jpg

IMG_20230826_215153.jpg

আজকের পোস্টটি এই পযন্তই। আপনারা ও আমার জন্য দোয়া করেন।ভুল এুটি মার্জনীয়

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাহ পরিকল্পনা ছাড়াই বন্ধুবান্ধব আপনার জন্য এতটা আয়োজন করলো এটা তো বিশাল একটা ব্যাপার, বন্ধুরা নতুন বলে আপনার সম্পর্কে জানেন না কিন্তু যখন জেনেছে তখন কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ ফুটে উঠেছে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য আপনার আগামী দিনগুলো শুভ হোক।

 2 years ago 

Hmmআমি নিজেই অবাক হয়ে গেছিলাম।
ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুভ জন্মদিন ভাইয়া। আগামীর দিনগুলো খুব ভালো কাটুক, সেই শুভকামনা। আর জন্মদিন যে কারো জন্যই অন্যান্য দিনের তুলনায় আলাদা। এবারের জন্মদিন যে ভালো কেটেছে জেনে ভালো লাগলো...

Posted using SteemPro Mobile

 2 years ago 

Thanks apu

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110500.02
ETH 3901.56
USDT 1.00
SBD 0.59