হ্যাপি বার্থডে টু মি
নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজ একটু বেশিই ভালো।কারন গত কাল আমার জন্মদিন ছিল। শুধু আমারই
না যার যার জন্মদিন তার তার কাছে একটু বেশিই আনন্দের।জন্মদিন অন্য সব দিনের মত হলেও সকলেই এই দিন টিকে অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন ভাবে কাটানোর চেষ্টা করে।আমিও কাটালাম।
তবে এবারে জন্মদিন টা আমার অন্য বারের চেয়ে একটু ভিন্ন। স্বাভাবিক ভাবে জন্মদিন এ আমি প্রাইভেট যাই না।তবেগতকাল আমার প্রাইভেট থাকায় আমি বগুড়া তে গেছিলাম। আর শখ করে পরেছিলাম পাঞ্জাবি। ক্লাসে হাজির হতে সবাই একটু অদ্ভুত ভাবে তাকালো,একেক জন একেক কথা জিজ্ঞেস করল। নিজেকে বেশ সেলিব্রিটি মনে হলো।যাই হোক কাউ কে কিছু বলি নাই জন্মদিন এর ব্যাপারে।তবে কিছু কিছু কথা চাইলেও গোপন রাখা যায়না।কিভাবে যেন ফাস হয়েই যায়।
ক্লাস শেষে গেছিলাম বগুড়া পৌর পার্কে। ওখানেই জন্মদিন
এর ব্যাপার টা ফাঁস হয়।সবাই নতুন বলে কার সাথে ফেসবুক এ এড নেই। একজন ফেসবুকে এ রিকোয়েস্ট দিতে গিয়ে আবিষ্কার করে আজ আমার জন্মদিন।কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন ফ্রেন্ড নতুন হোক বা পুরাতন জন্মদিনে ট্রিট নেবে না তা কি হয়? সবাই বলল ট্রিট চাই ।
বান্ধবী দেখি কেক আর মিষ্টি নিয়ে হাজির। আর সবাই বলে রেষ্টুরেন্টে যাবে।সবাই মিলে গেলাম জলেশ্বরী তলায় হিলিয়াম নামের রেষ্টুরেন্টে এ। কিন্তু এদিকে আমার অবস্থা খারাপ যত উপরে উঠি তত ভয় লাগে। বন্ধু কে বলাম বাড়তি টাকা আছে নাকি ও বলল আছে শুনে সস্তির নিশ্বাস ফেলতেই বলে উঠল এক দেড়শ। আমি শুনে চিন্তায় পড়লাম। আসল মেনু কাড।
যা দেখি সবই দামি। আমার নারভাস নেস দেখে বান্ধবী বলে উঠল ট্রিট আমার তরফ থেকে।
দিলাম খাবার ওডার।
এিরিশ মিনিট পর খাবার আসলো। আমরা সেট মেনু ওডার দেই।
খাবার শেষ করে আমার কেক কাটি। মিষ্টি খাই।

এর পর বান্ধবী বিল দিল। তার পর যে যার যার গন্তব্যেতে গেল। জীবনের এই প্রথম বন্ধুরা আমার জন্মদিন পালন করল।আমি একটু হলেও নারভাস ছিলাম। তবে মজা করছি প্রচুর।
বাসায় আসলাম মা পায়েস রান্না করছিল।
মায়ের হাতের পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ।
এছাড়া সকলে উইশ করল।দিদা, দাদু, মামা, মামি গিফট পাঠাল।













বাহ পরিকল্পনা ছাড়াই বন্ধুবান্ধব আপনার জন্য এতটা আয়োজন করলো এটা তো বিশাল একটা ব্যাপার, বন্ধুরা নতুন বলে আপনার সম্পর্কে জানেন না কিন্তু যখন জেনেছে তখন কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ ফুটে উঠেছে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য আপনার আগামী দিনগুলো শুভ হোক।
Hmmআমি নিজেই অবাক হয়ে গেছিলাম।
ধন্যবাদ।
শুভ জন্মদিন ভাইয়া। আগামীর দিনগুলো খুব ভালো কাটুক, সেই শুভকামনা। আর জন্মদিন যে কারো জন্যই অন্যান্য দিনের তুলনায় আলাদা। এবারের জন্মদিন যে ভালো কেটেছে জেনে ভালো লাগলো...
Thanks apu