লেভেল ১ হতে আমার অর্জন

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগ টির
বিষয় হলো লেভেল ওয়ান থেকে আমার অর্জন। লেভেল ওয়ান এ আমাদের ব্লগের জন্য প্রাথমিক ভাবে ১২টি বিষয় শিখানো হয়েছে। এটি আমার করা ক্লাসের উপর ভিত্তি করে লিখিত পরীক্ষা। আমাদের প্রফেসর কে ধন্যবাদ সব গুলো বিষয় সুন্দর ও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য।

  • কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?

প্রতিনিয়ত করা অবাঞ্চিত/ অযৌক্তিক, বিরক্তিকর এক্টিভিটিজকে
স্পামিং হিসেবে গণ্য করা হয়।
★১০০ শব্দের কম লিখা আছে এরকম পোস্ট করা।
★কাউকে অকারণে ট্যাগ/মেনশন দেওয়া। (পোস্ট /কমেন্টে)।
★একজন ব্লগার কমিউনিটিতে ২৪ ঘন্টায় ৩টির বেশি পোস্ট দেওয়া।
★কারো করা পোস্ট এ গঠন মুলক কমেন্ট না করে অযথা অবাঞ্ছিত কমেন্ট করা বা সবসময় একই কমেন্ট সব পোস্ট এ দেওয়া।

  • ফটো কপিরাইট সম্পর্কে কি জ্ঞান অর্জন করেছি?
    কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রোপাটির পেটেন্ট রক্ষা সম্পর্কিত আইন। অন্য কারো জ্ঞান বা মেধা দিয়ে তৈরি জিনিস হবহু কপি করে নিজের বলে দাবি করা কপিরাইট আইনের আওতায় পরে।
    কখনো কখনো নিজস্ব লেখা গল্প,কবিতা, লেখার সাথে মিল রেখে ছবি অন্য কোথাও থেকে নেয়ার প্রয়োজন হয়। এ সময় আমরা সব সোর্স থেকে ফটো ব্যবহার করতে পারব না।ফটো ব্যবহার করতে চাইলে কপিরাইট ফ্রী সোর্স থেকে ব্যবহার করতে হবে।ও ফটোর সাথে সোর্স উল্লেখ করতে হবে। কিন্তু সবচেয়ে ভালো হয়
    নিজের তোলা ছবি ব্যবহার করলে।

  • ৩টি ওয়েবসাইট যেখান থেকে কপিরাইট ফ্রী ফটো সংগ্রহ করা যায়।
    1। https ://www. Pixabay. Com
    2l https ://pixabay. Com
    3l https ://www. Freeimages. Com

  • পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ ব্যবহার করতে হয়?

ট্যাগ হচ্ছে যে বিষয় নিয়ে লেখা সেই বিষয় সম্পর্কিত কী ওয়ার্ডস। পোস্ট লেখার সময় অবশ্যই প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করতে হয়। কারণ সেই ট্যাগ এ ক্লিক করলে সেই সংক্রান্ত সমস্ত
লেখা খুজে পাওয়া যায়। যেমন ট্রাভেল পোস্ট এ ট্রাভেল ট্যাগ, রান্নার পোস্ট এ রান্না সম্পর্কিত ট্যাগ দাওয়া। আমাদের এই লিখিত পরীক্ষায় পোস্ট এ abb-level01 ট্যাগটি ব্যবহার করতে বলা হয়েছে। এতে আমাদের লিখিত পরীক্ষার পোস্ট গুলো সহজে খুঁজে পাওয়া যাবে।
NSFW ট্যাগ ব্যবহার করলে বুঝা যায় পোস্টটিতে আপত্তিকর কিছু আছে। যা সকলের জন্য আনন্দদায়ক নাও হতে পারে।
ফলে তার পোস্ট টি এড়িয়ে যেতে পারে।

  • আমার বাংলা ব্লগ এ কি কি বিষয় এর উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

আমার বাংলা ব্লগ এ মোট ১২ টি বিষয় এর উপর পোস্ট করা নিষিদ্ধ।
১। নারীকে অসম্মান করা বা নারী নিপীড়ন কে সমর্থন করে এমন কিছু লেখা।

২।কারো ধর্মীয় অনুভুতি কে আঘাত করে এমন কিছু না লেখা।
৩।সামাজিক বৈষম্য মুলক কোন লেখা।
৪।কোন জীব জন্তু /পাখি কে আঘাত অথবা নির্যাতন করে এমন কিছু লেখা।

৫।শিশু শ্রমকে সমর্থন করে এমন কিছু লেখা।
৬।কোন জাতি ভেদ বা বর্ণপ্রথা নিয়ে লেখা।
৭।কোন নিদিষ্ট ব্যক্তি কে উদ্দেশ্যে করে অপমান করা এমন কিছু লেখা।
৮।ভিত্তি হীন /মিথ্যা /কুসংস্কার সমর্থন করে এমন কিছু লেখা।
৯।চাইল্ড এবিউজ /চাইল্ড পর্ণোগ্রাফি নিয়ে লেখা।
১০।উদ্দেশ্য নিয়ে কোন রাজনৈতিক দলের /ব্যক্তির সমালোচনা কিংবা প্রশংসা মুলক কিছু লেখা।
১১।NSFW ট্যাগ ব্যতিত কোন আপত্তিকর এমন কিছু লিখে পোস্ট করা।
১২।যে কোন ধরনের অপরাধ কে সমর্থন তেমন কিছু লেখা।

  • প্লাগারিজম সম্পর্কে আমি কি জানি?

অন্য কোথাও প্রকাশিত হয়েছে অন্য কারো লেখা হবহু কিংবা আংশিক পরিবর্তন করে পুরোপুরি নিজের বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা কে প্লাগারিজম বলে।আমার বাংলা ব্লগ এ প্লাগারিজম পুরোপুরি নিষিদ্ধ। প্লাগারিজম করা পোস্ট কে ব্যান করা হয় আর বার বার এই চেষ্টা করলে কমিউনিটি থেকে ব্যান করা হয়।

  • রি- রাইট আর্টিকেলের ক্ষেএে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?

রি-রাইট আর্টিকেলের ক্ষেএে সর্বোচ্চ ২৫% লেখা সোর্স থেকে নেওয়া যাবে। ও ৭৫-৮০% নিজের লেখা হতে হবে।তথ্য অথবা ছবি ব্যবহার করলে সর্সো উল্লেখ করতে হবে। এবং সোর্স থেকে উল্লেখিত তথ্য "--" এ ব্যবহার করতে হবে।

  • একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হয়?

শুধুমাএ একটি ছবি দিয়ে ও ১০০ শব্দের কম লিখা যুক্ত পোস্ট ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হয়। এবং বারবার ম্যাক্রো পোস্ট করা স্পামিং এর আওতায় পরে।

  • ২৪ ঘন্টায় একজন ব্লগার কতটি পোস্ট করতে পারবে?
    একজন ব্লগার আমার বাংলা কমিউনিটি তে ২৪ ঘন্টায় ৩ টি পোস্ট করতে পারবে। ও প্রতি সপ্তাহে নুন্যতম ৩ টি পোস্ট করতে বলা হয়।

আজ এখানেই শেষ হলো আমার লেভেল ১ অজির্ত জ্ঞান এর লিখিত পরীক্ষা। আশা করি আমি ভালো ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব। সকলে আমার জন্য দোয়া করবেন।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

লেভেল এক হতে আপনি স্টিমিট এর ব্যাসিক ধারনা পেয়েছেন যা আপনার স্টিমিট জীবনে চলা পথে অনেক কাজে দিবে এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

লেভেল ওয়ান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।সেখানে ব্যাসিক জিনিস শেখানো হয়।তাই এই লেভেল ওয়ান আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত।আপনি খুব সুন্দর ভাবে লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48