সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা নতুন অভিজ্ঞতা হলো।কাগজে আঁকা আঁকি করলেও কখনো মাটির থালায় আঁকা হয়নি। আজ প্রথম বার চেষ্টা করলাম। খুব একটা সুন্দর হয়নি। আর কি আঁকব ভাবতে ভাবতে বর্তমান এর আকর্ষন
পদ্ম বিল আঁকলাম।
প্রয়োজনীয় উপকরণ |
মাটির থালা |
জল রং |
তুলি |
আঁকার পদ্ধতি |
প্রথম এ থালাটি নীল রং করতে হবে। |
- |
এর উপর আকাশী রং দিয়ে সুন্দর করে রং মিশাতে হবে। |
এবার ছোট একটুরা ফোম দিয়ে মেঘ আঁকব। |
|সাদা রং দিয়ে চাঁদ ও কালো দিয়ে পাখি আঁকব।|
লাল ও সাদা রং মিশিয়ে গোলাপি বানিয়ে একটি একটি করে পদ্ম আঁকব। |
এবার সবুজ দিয়ে ডাটা ও পাতা এবং দুরের গাছ গুলো আঁকব। |
সব শেষ সাদা রং দিয়ে ছোট ছোট করে দাগ দিব আলোর প্রতিফলন দেখানোর জন্য |
এভাবে শেষ করলাম আমার আঁকা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল গুলো ক্ষমা করবেন। |
Posted using SteemPro Mobile
মাটির থালায় কখনো আর্ট করা হয়নি। তবে মনে হচ্ছে এই আর্ট করা বেশ কঠিন। নিজের দক্ষতায় আপনি যতটুকু পেরেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। চেষ্টা চালিয়ে যান আশা করছি সময়ের সাথে সাথে আরো বেশি ভালো হবে।
ধন্যবাদ আপু।
আপনি মাটির থালায় খুবই সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মাটির থালা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে
এটা বেশ ইউনিক ছিল, এখনো কাউকে মাটির থালায় কারুকাজ করতে দেখিনি, আশা করি আপনার থেকে আরো চমৎকার চমৎকার জিনিস আমরা উপহার পাবো।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।
অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলা আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপু
যেকোনো পোস্ট লেখার সময় ব্যাক গ্রাউন্ড লেখা জরুরি। ভেরিফায়েড মেম্বারদের ছবির পোস্ট গুলো দেখবেন। আর ভাই ছবি গুলো অন্তত সোজা করে পোস্ট করুন।
আচ্ছা ভাইয়া। ধন্যবাদ।