লেভেল ২ হতে আমার অর্জন

in আমার বাংলা ব্লগ10 months ago

সবাইকে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সকলেই ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগ টি লেভেল ২ হতে আমার অর্জন। আমাদের সন্মানিত প্রফেসর লেভেল ২ এর চারটি বিষয় কী নিরাপত্তা, ডেলিগেশন, পাওয়ার আপ ও ওয়ালেট নিয়ন্ত্রণ খুব ভালো ও সহজ ভাবে বুঝিয়ে দিয়েছে। তার ভিওি তে আজকে আমরা লেভেল ২ এর রিটেন
পরীক্ষা। আমাদের সন্মানিত প্রফেসর কে ধন্যবাদ জানিয়ে আমার পরীক্ষা শুরু করলাম।

#posting key এর কাজ কী?
posting key এর কাজ গুলো নিচে লেখা হলো :

  • পোস্ট ও কমেন্ট এডিট করা।
    *পোস্ট ও কমেন্ট করা।
    *পোস্ট রিস্টিম করা।
    *কাউকে ফলো কিংবা আনফলো করা।
    *আপভোট ডাউনভোট দেয়া।
    *অপ্রয়োজনীয় একাউন্ট মিউট করা।

#Active key এর কাজ কী?

Active key এর কাজ গুলো নিচে লেখা হলো :

*Active key দিয়ে মুলত ট্রান্সফারের কাজ গুলো করা হয়।
*উইটনেস ভোট দেওয়া।
*SBD Steem কনর্ভাসন।
*নতুন ব্যবহারকারী তৈরি।
*পাওয়ার আপ ও ডাউন দেওয়া।
*প্রফাইলের কিছু তথ্য পরিবর্তন করা।
*এক্সচেঞ্জ কেনা বেচা করা।

#owner key এর কাজ কী?

*উনার কী হচ্ছে মালিকানা বিষয়ক কী। যা দিয়ে মালিকানা প্রমান করা যায়।
*একাউন্ট রিকোভার করতে পারব।
*উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারব।
*ভোটিং অধিকার প্রতাখ্যান করতে পারব।

#Memo key এর কাজ কী?

Memo key এর কাজ গুলো নিচে লেখা হলো :
*এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।

  • এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

#Master password এর কাজ কী?

Master Password ভীষণ সেনসিটিভ কী। এটি দিয়ে সমস্ত কী এর কাজ গুলো করা যায়। কী গুলো তৈরি হয়েছে এই মাষ্টার পাসওয়ার্ড এর উপর ভিত্তি করে। একাউন্ট রিকোভার করতে এটি ব্যবহার করা হয়।

#Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কী?

Master password ভিষণ গুরুত্বপূর্ণ। এর দ্বারা সব কী এর কাজ গুলো করা যায়। তাই এটির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য password টি পিডিএফ করে গুগল ড্রইভ এ
রাখতে হবে। ডাইরিতে লিখে সুরক্ষিত জায়গায় রাখতে হবে। পেনড্রইভ এ রাখতে হবে।

#পাওয়ার আপ কেন জরুরি?

পাওয়ার আপ জরুরি কারণ ওয়ালেটে বেশি পরিমান স্টিম পাওয়ার থাকলে ভোট দিয়ে বেশি পরিমান কিউরেশন পাওয়া সম্ভব। দ্রুত সময়ে উন্নতি করতে পাওয়ার আপ জরুরি ভুমিকা রাখে।

#পাওয়ার আপ প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

ওয়ালেট এক্টিভ কী দিয়ে লগইন করতে হবে। স্টিম ব্যালেন্সের পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে অপশনে পাওয়ার আপ অপশন টি আসবে। সেখানে ক্লিক করে এমাউন্ট লিখে ওকে করতে হবে।

#সেভিংসে থাকা steem অথবা SBD উইথড্র দেওয়ার কত দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে এ যোগ হয়?

সেভিংসে থাকা steem অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে এ যোগ হয়।

#মেমো ফিল্ড এর কাজ কী?

লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে।
ইস্টিম তোলার সময় এক্সচেঞ্জেবল সাইট থেকে আমাদের কে একটা মেমো দেওয়া হয়ে থাকে। মেমো দেখে আমরা তার চেঞ্জ করে থাকি যা মেমো ফিল্ড করে থাকে।

#ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস. পি নিজের একাউন্টে ফেরত আসে?

ডেলিগেশন ক্যানসেল করার ৩ দিন পর উক্ত এস. পি নিজের একাউন্টে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ ডলিগেশন করেছেন। কিছুদিন পর আর ১০০ এসপি ডেলিগেশন করতে চান । এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এসপি লিখতে হবে?

যদি @Heroism এ ২০০ এসপি ডেলিগেশন করা থাকে এবং পরে আর ১০০ এসপি ডেলিগেশন করতে চাই তালে ডেলিগেশনের পরিমাণ ৩০০ লিখতে হবে।

প্রতিটি বিষয় এর উপর যা জ্ঞান অর্জন করেছিলাম তাই লিখলাম। আশা করি ফলাফল টি ভালো আসবে। ভুল এুটি গুলো ক্ষমা করবেন।

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

ভাই পরীক্ষা ভালো হয়েছে। আশা করবো বিষয়গুলো ভবিষ্যতেও মনে রাখবেন।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া। মনে রাখব।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45