মাছ ধরার দৃশ্য

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই কয়দিন যে বৃষ্টি হচ্ছে আর সবাই দেখি মাছ ধরা নিয়ে ব্যাস্ত। তাই আমি আর কি করব বৃষ্টি অবসর সময় কাটানোর জন্য আঁকতে শুরু করলাম।

প্রয়োজনীয় উপকরণ
জল রং
পেজ
তুলি
জল
কালার প্লেট
পেন্সিল, রাবার,কাটার

আকাঁর পদ্ধতি
প্রথম এ দৃশ্য টি পেন্সিল দিয়ে আকঁতে হবে
-

এবার সবুজ ও হলুদ মিশিয়ে ঘাস আঁকতে হবে।

জেলের বসে থাকার ঢিপি টা খয়েরি ও কালো দিয়ে রং করতে হবে।

এবার মাটির রং করতে হবে


|আকাশ রং করতে হবে নীল ও সাদা দিয়ে। |

গাছ আকঁব

ওপরের মাটি ও বড় গাছ টি রং করব

Uploading image #12...

নদীর রং সাদা ও আকাশি দিয়ে করতে হবে।

Uploading image #13...

গাছের ডিটেলস করব

এভাবে ঘর, কিছু গাছ, মানুষ ও অন্য অংশ গুলো মনের মতো রং করতে হবে।

Uploading image #18...

Uploading image #19...

এভাবে শেষ হলো আমার মাছ ধরা। মানে আমার মাছ ধরার দৃশ্য আঁকা।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে জল রং দিয়ে মাছ ধরার দৃশ্য তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি করা পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। আসলে জল রং দিয়ে যেকোনো পোস্ট তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া এত ভালো মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

খুব সুন্দর চেষ্টা করেছেন ড্রয়িং গুলো উপস্থাপন করার জন্য, ড্রয়িংটা খুবই সুন্দর হয়েছে, তবে পোস্ট করার সময় খেয়াল করতে হবে ছবিগুলো ঠিকভাবে আপলোড হয়েছে কিনা, মাঝখানের অনেকগুলো ছবি আপলোড হয়নি এগুলো আবার আপলোড করবেন, আশা করি আমরা আপনার থেকে আরও অনেক চমৎকার চমৎকার ড্রয়িং উপহার পাবো।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া। ভুল ধরিয়ে দেবার জন্য আর উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

টাইটেল পড়ে মনে করেছিলাম মাছ ধরার দৃশ্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে পোস্ট দেখতে ভিতরে প্রবেশ করে দেখলাম জল রং দিয়ে পেপারের বুকে খুব সুন্দর ভাবে ড্রইং এর কাজ করেছেন আপনি। পর্যায়ক্রমে কাজ সম্পন্ন করেছেন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই কাজ দেখে। অনেক সুন্দর ভাবে কাজ সম্পাদন করেছেন।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনাকে উৎসাহিত করার জন্য। আর আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অসাধারণ ভাই, আপনার বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দুর্দান্ত ভাবে মাছ ধরার দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই ধরনের পেইন্টিং করতে বেশ ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে মাঝে পোস্ট টি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকে ও ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাই জলরং দিয়ে দারুণ একটি দৃশ্য অংকন করেছেন।ঘরবাড়ি, গাছ, সবুজ মিলে দারুণ একটি মাছ ধরার দৃশ্য অংকন করেছেন যা দেখতে এক কথায় দারুণ হয়েছে।আশা করবো আপনি সামনেও এমন অংকন নিয়ে হাজির হবেন আমাদের মাঝে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চেষ্টা করব আপু, উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

লোকটার মাছ ধরার দৃশ্যের অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। এরকম পেইন্টিং গুলো দেখলে সেগুলো অনেক ভালো লাগে। মাছ ধরার দৃশ্যটা বেশ ভালোভাবে উপভোগ করা যায় বাস্তবে। আর আপনি এই দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভালো লেগেছে। কালার কম্বিনেশন টাও অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 11 months ago 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি তো দেখছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছেন এই পেইন্টিং এর মাধ্যমে। মাছ ধরার এই গ্রামীন দৃশ্যটা দেখে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনি অনেক সময় ব্যবহার করে এই পেইন্টিংটা অঙ্কন করেছেন যা দেখে বুঝতে পারছি। এভাবে দক্ষতার সাহায্যে এগিয়ে যান। আশা করছি পরবর্তীতে আরো ভালো কিছু দেখতে পাবো।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59425.55
ETH 2345.78
USDT 1.00
SBD 2.44