বোতল এ আঁকা ছবি।

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে আমরা করা খুবই ছোট একটা কাজ শেয়ার করব। যতটা আশা নিয়ে রং করতে বসেছিলাম ততটা সুন্দর করে বোতল টি তৈরি করতে পারি নি।

প্রয়োজনীয় উপাদান
রং
তুলি
কাঁচের বোতল

তৈরি পদ্ধতি

১।প্রথম এ কাঁচের বোতলে নীল রং করতে হবে।


২।এবারে সবুজ রং দিয়ে ঘাস আঁকতে হবে।

৩।এবারে রং শুকানো অবধি অপেক্ষা করতে হবে।
৪।রং শুকিয়ে গেলে এবার পছন্দ সই ফুল আকার পালা।
৫। লাল,নীল, হলুদ রং দিয়ে কয়েক টি ফুল আঁকলাম।

Uploading image #6...

৬। এভাবেই সম্পুন্ন হলো আমার কাজ।

৭। এর ভিতর এ ছোট লাইট দিয়ে ল্যাম্প বানানো যায়।


আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে।
ভুল গুলো ক্ষমা করবেন।

Uploading image #8...

Uploading image #9...

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আমরা অনেক সময় নষ্ট কোন জিনিস ফেলে দেই। কিন্তু এসব জিনিস দিয়েও যে অনেক কিছু তৈরি করা যায় সেগুলো পুনরায় ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। ভাই আপনি আজকে বোতলে সুন্দর একটি ছবি এঁকেছেন। বোতলের ছবির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বোতল এ আঁকা ছবি এঁকেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি ফেলে দেওয়া বোতলের উপর খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছেও পেইন্টিং করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46