বিয়ের কুলো অঙ্কন

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। কুলো দিয়ে সাধারণত সবাই গৃহস্থলির কাজ করে। কিন্তু সনাতন ধর্মাবলম্বী
দের জন্য কুলো একটি মাঙ্গলিক বস্তু। যা দিয়ে তারা বিভিন্ন পূজা, ধর্মীয় অনুষ্ঠান ও বিয়েতে বরন ডালা হিসেবে ব্যবহার করে।
এই কুলোকে আর সুন্দর ও মাঙ্গলিক করতে এর উপর রং তুলি
দিয়ে মাঙ্গলিক চিত্র অঙ্কন করা হয়।
আজ আমি শখ করে একটা বিয়ের কুলা অঙ্কন করলাম।

প্রয়োজনীয় উপকরণ
রং
তুলি
কুলো

![](

)

অঙ্কন পদ্ধতি

প্রথমে কুলোতে সাদা রং করতে হবে।


এবার কুলোর সাইডে হলুদ রং করতে হবে।


এবং মাঝ খানে লাল রং করতে হবে।

এবার মনের মতো নকশা করার পালা।
হলুদ রং দিয়ে করলাম।

এখন সবুজ রং দিয়ে পান পাতা আকব।ও সাদা দিয়ে বডার করব।


সাদা রং দিয়ে শুভ বিবাহ লিখব।


এবারে বরের টোপর আকব। আর পান পাতার উপর লাল দিয়ে লকশা করব।


এমন করে সম্পুর্ন করলাম কুলোটাকে। খুব একটা ভালো হয় নি।
প্রথম বার করলাম। ভুল গুলো ক্ষমা করবেন।


Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

দারুণ এঁকেছেন তো।আসলে এটি দেখতে সহজ মনে হলেও কাজটা মোটেও সহজ নয়।কারণ কুলোতে রঙ বসাতে বেশ সময় নিয়ে করতে হয়।আর ডিজাইনগুলোও বেশ ভালো করেছেন, ভালো লাগলো দেখে।ধন্যবাদ ইউনিক একটা জিনিস শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু। আসলেই রং বসাতে একটু কষ্ট হচ্ছিল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জি ভাইয়া,আর্ট করি হিসেবে এই বিষয়টা ভালোই বুঝতে পারি।

 11 months ago 

ও যেনে ভালো লাগল আপনি ও আঁটিস্ট।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি অনেক সুন্দর করে বিয়ের কুলো অঙ্কন করেছেন। কুলোর মধ্যে রং বসাতে আমার তো মনে হয় অনেক বেশি সময় এবং অনেক বেশি কষ্ট হয়েছিল। ডিজাইনগুলো অনেক সুন্দর ভাবে করা হয়েছে যা দেখেই বুঝতে পারছি। কালারটা অনেক দারুন ভাবে ফুটে উঠেছে, যার কারনেই সব থেকে বেশি ভালো লাগছে। আপনার অনেক বেশি দক্ষতা রয়েছে এটা কিন্তু বলতে হচ্ছে।

 11 months ago 

এভাবে প্রসংসা করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47