।।গ্রীষ্মের পর প্রথম বৃষ্টি ভেজা দিন।।@utpal2004।।১০ মে ২০২৪

নমস্কার বন্ধুরা,
কেমন আছেন,আশা করি ভাল আছেন এবং কুশলে আছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি। কিছুদিন প্রচন্ড তাপদাহে অধিকাংশ দেশের মানুষ পুড়ছে। সত্যি বলতে গেলে মানবজাতির জীবন দুরবিসহ হয়ে উঠেছে। যেমন মাত্রা অতিরিক্ত তাপ তেমনি প্রচন্ড রোদ এর তাপ। তত সত্বেও মানুষ ঘরে বসে থাকেনি চালিয়ে গেছে নিজেদের কর্ম এবং জীবনযাত্রাকে জীবন ও জীবিকার কারণে মানুষ এই প্রচন্ড সূর্যের তাপেও বাইরে বেরিয়েছে ফলে অনেক মানুষকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে আবার অনেকে নিজের প্রাণ পর্যন্ত হারিয়েছেন এমন অবস্থায় সবাই অপেক্ষা করছিল বর্ষাকালের আগমনের।

IMG_20240510_180405.jpg

IMG_20240510_180302.jpg

‌‌‌‌
।। কারণ কামার লৌহকে দগ্ধ করার পরেই শীতলতার প্রলেপ দিয়ে তাকে আঁকার প্রদান করে।ঠিক সেই ভাবেই প্রচন্ড গরমের পর এই গরম থেকে মানুষকে মুক্ত করার জন্য অত্যন্ত বৃষ্টির প্রয়োজন ।

IMG_20240510_180335.jpg

অবশেষে সবার প্রতীক্ষার বিনাশ ঘটে এলো বৃষ্টি ভরা মধুরও শীতলতার দিন এই কয়েকদিন টানা মুষলধারে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পরিবেশকে একদম শীতল করে দিয়েছে।

IMG_20240510_180235.jpg

IMG_20240510_181341.jpg
আজ সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল কারণ রাত্রে বৃষ্টি হয়েছিল কিন্তু, হঠাৎ মেঘলা আকাশে যেন কেউ আঘাত করেছে এরূপ শব্দ করে বাজ পড়লো। এবং নেমে এলো প্রচন্ড বৃষ্টি। আর আমরা তো বাঙালি বৃষ্টি মানেই ভেজা, বৃষ্টি মানেই মাঠে গিয়ে ফুটবল খেলা। কিন্তু আমি বৃষ্টিতে ভেজা বা খেলার পরিবর্তে চলে গেলাম প্রকৃতির এই রূপকে ফটোতে বদ্ধ করে রাখতে।

আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছি এবং সেগুলি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি যদি আপনাদের এই ফটোগুলি পছন্দ হয় তবে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।

................... ধন্যবাদ সবাই ভালো থাকবেন..............

Sort:  
 27 days ago 

এই তীব্র তাপদাহের পর এই বৃষ্টি আসলেই অনেক প্রশান্তি নিয়ে এসেছে। শীতলতা বয়ে যাচ্ছে পরিবেশে। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাচ্চাদের ফুটবল খেলাটি। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

আপনি ধৈর্য সহকারে পোস্টটি পড়েছেন এবং রিপ্লাই দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

 26 days ago 

প্রচন্ড রোদ গরম এরপর আমাদের এখানেও বৃষ্টি হয়েছে ভাইয়া। বৃষ্টি ভেজা সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক প্রত্যাশার বৃষ্টি হলো কিছুদিন আগে। যাই হোক আপনার এই সুন্দর অনুভূতিমূলক একটি পোস্ট দেখতে পেরে ভালো লেগেছে।

 22 days ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : https://www.alamy.com/stock-photo-children-playing-football-in-monsoon-rain-azad-maidan-mumbai-india-85277326.html?imageid=1087DB26-6BD8-4E35-9788-3E12B60A811C&p=148099&pn=1&searchId=df19de45088a7a46e7a776e1e88cd9a4&searchtype=0

আমি কমিউনিটি এর নিয়মাবলী জানতাম না বলে এরকম হয়েছে। পুনরায় এরকম হবে না। ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71067.77
ETH 3831.03
USDT 1.00
SBD 3.44