সৎ পথে বাঁচতে শিখুন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সৎ পথে বাঁচতে শিখুন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে সৎ থাকা বড়ই কঠিন। কেননা আপনি যদিও সৎ থাকতে চান তাহলে আপনার পাশের মানুষগুলো আপনাকে কখনো সৎ থাকতে দেবে না। এছাড়াও আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের লোভ লালসা সবার মাঝেই রয়েছে। আসলে লোভে পড়ে যদি কেউ তাদের সৎ পথ থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু সে আর কখনো সৎ ভাবে চলতে পারবে না। আমাদের এই পৃথিবীতে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে চিহ্নিত করা বড়ই কঠিন। আপনি আমাদের এই পৃথিবীতে ভালো লোক অপেক্ষা খারাপ লোকের সংখ্যা বেশি দেখতে পারবেন কেননা সবাই প্রতিনিয়ত লোভ-লালসার পিছনে ছুটে বেড়ায়। আর এই লোভ-লালসার পিছনে ছুটতে ছুটতে এসব মানুষগুলো তাদের জীবনের মূল্যবান সময় গুলো হারিয়ে ফেলে। আসলে জীবনে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে মানুষজন চাইবে যে কি করে আমাদের ক্ষতি করা যায়। কারণ খারাপ মানুষ কখনো অন্যের ভালো চায়না।


এই পৃথিবীতে আপনি পয়সা ইনকাম করতে পারবেন এবং সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। কিন্তু নিজেকে সৎ স্থানে ধরে রাখার জন্য মন-মানসিকতা অবশ্যই চাই। কারণ সৎ থাকার মত মন মানসিকতা এই পৃথিবীতে সবার হয় না। যদিও একজন মানুষকে খারাপ করার জন্য তার পিছনে হাজার লোক সব সময় লেগে থাকে। আসলে এইসব হাজার লোককে উপেক্ষা করে আপনাকে সবসময় সৎ ভাবে চলতে হবে। আর আপনি যদি এইসব লোকদেরকে উপেক্ষা করে সৎভাবে চলতে পারেন তাহলে আপনি জীবনে কখনো আপনার সেই সৎ পথ থেকে বেরিয়ে আসতে পারবেন না। আসলে এই সৎ থাকার মত মন মানসিকতা সবার রাখতে হবে।কারন আমরা যদি সৎ না থাকি তাহলে আমাদের দেশটা অধঃপতনের দিকে এগিয়ে যাবে। আর এর ফলে একদিকে যেমন আমাদের ক্ষতি হবে তেমনি অন্যদিকে অন্য সবার অনেক বেশি ক্ষতি হবে। আসলে যে দেশের বেশি চুরি হয় সেই দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না।


এছাড়াও আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে মানুষ অসৎ পথ অবলম্বন করে তারা জীবনে অধঃপতন ডেকে আনে। আসলে বিভিন্ন চাকরি ক্ষেত্রে যখন মানুষ এই অসৎ পথ অবলম্বন করে তখন মানুষের মনোবৃত্তি নষ্ট হয়ে যায়। আসলে কথায় আছে না বেশিদিন চুরি করে কিন্তু এই সমাজে থাকা যায় না। আর একদিন না একদিন এইসব অসৎ কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আর আমরা যদি জীবনের সুখ শান্তিতে বসবাস করতে চাই তাহলে আমরা কখনো সৎ পথ থেকে বেরিয়ে আসবো না। আর এভাবেই আমরা আমাদেরকে সমাজের চোখে একজন সৎ ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারব। আসলে সৎ ব্যক্তিকে এই সমাজের সবাই ভালোবাসে। এছাড়াও আমাদের দেখাদেখি আমাদের পরিবারের লোকজনও এই সৎ পথে থাকার চেষ্টা করবেন। আসলে আপনি যদি খারাপ হন তাহলে আপনার পরবর্তী জেনারেশনগুলো খারাপ পথের দিকে এগিয়ে যাবে।


আর এই জন্য আমরা সবাই শপথ করব যে সারা জীবন সৎ পথে থাকবো এবং সৎ উপায়ে টাকা পয়সা উপার্জন করব। কারন আমরা অসৎ উপায়ে যতই টাকা পয়সা উপার্জন করি না কেন সেই টাকা কিন্তু আমাদের জীবনে ভালো কোন কাজে লাগবে না। আর এই অসৎ পথের টাকাগুলো সব সময় নষ্ট হয়ে যায়। আসলে আপনি যদি সৎ পথে থেকে দুবেলা ঠিকঠাক খেতে নাও পারেন তাহলে কিন্তু আপনার মনের ভিতরে একটা শান্তি থাকবে। আসলে এই পৃথিবীতে যারা শান্তিতে থাকে তাদের খাবারের প্রতি তেমন কোন চাহিদা থাকে না। আর এভাবে আমরা যদি সৎ ভাবে চলতে পারি তাহলে আমাদের দেখাদেখি অন্যান্য লোকগুলো এই সৎ ভাবে চলার চেষ্টা করবে এবং এর ফলে আমাদের দেশটা আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। আসলে এই পৃথিবীতে যত উন্নয়নমূলক কাজ করা হয় সবকিছুই কিন্তু এই সৎ ব্যক্তিদের দ্বারা করা হয়। তাইতো শুধুমাত্র নিজেদের জন্য নয় আমরা দেশের জন্য সব সময় সৎ থাকবো এবং দেশের জন্য কাজ করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

খুবই সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকে আমাদের সমাজের সৎ লোকের বড়ই অভাব। সবর্ত্র অসৎ লোকের জয়জয়কার।

আমার মতে একটা ছেলে বা মেয়েকে সৎ ভাবে গড়ে তুলতে হলে-

  • পরিবারের সদস্যদের সবচেয়ে বড় ভুমিকা রাখতে হবে
  • কলেজ-ভার্সিটিতে গেলে ভাল সংগ খুজে নিতে হবে
  • পচা গলা সমাজকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে
  • অসৎদের আইনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
 last month 

অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই আলোচনা দেখে। আসলে মানুষের জীবনটা অতি ছোট আর এই ছোট্ট জীবনে সৎ পথে থেকে হালাল জীবিকা অর্জন করা এবং হালাল পথে চলার জন্য সংকল্প তৈরি করা প্রয়োজন। মনের যে সংকল্প নিজেকে সঠিক পথে পরিচালিত করবে। আর এভাবে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করা প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60385.82
ETH 2321.90
USDT 1.00
SBD 2.51