গাছ লাগান পরিবেশ বাঁচান
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গাছ লাগান পরিবেশ বাঁচান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমাদের পৃথিবীতে যত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে সব কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। আসলে কোন একটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে অন্য সকল উদ্ভিদ প্রাণী এই প্রজাতির বিলুপ্ত হওয়ার ফল ভোগ করতে হয়। আসলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। আসলে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তের জন্যও কখনো বেঁচে থাকতে পারি না। আর এই অক্সিজেনের যোগান পাই আমরা আমাদের চারিপাশের গাছপালা থেকে। আসলে আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে তাহলে গাছের প্রয়োজন কতটা বেশি। আসলে এই গাছকে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে ধ্বংস করে ফেলছি। অর্থাৎ বিনা প্রয়োজনে আমরা প্রচুর পরিমাণে প্রতিবছর গাছ কেটে থাকি। আর এই অতিরিক্ত পরিমাণ গাছ কাটার ফলে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশ থেকে অক্সিজেনের পরিমাণ দ্রুত হারে কমতে থাকছে। আসলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এই প্রকৃতিতে কোন প্রাণী কখনো বেঁচে থাকতে পারবে না।
আসলে এই গাছ আমাদের কিন্তু বন্ধু। এছাড়াও এই প্রখর রোদের মধ্যে আমরা যখন একটু গাছের নিচে গিয়ে দাঁড়াই তখন আমাদের শরীরটা শীতল হয়ে যায়। তাইতো আমরা আরেকটি দিক থেকে বুঝতে পারি যে গাছ আমাদের প্রকৃতিকে ঠান্ডা করে। আসলে যে হারে গাছ কাটা হচ্ছে সেই হারে কিন্তু আমাদের চারিপাশের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। আসলে আগেরকার সময়ে আমাদের পরিবেশ ছিল নাতিশীতোষ্ণ। কিন্তু বর্তমান সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এখন আর সেই নাতিশীতোষ্ণ প্রকৃতি নেই। কেননা মানুষ যে হারে গাছ নিধন করেছে এর ফলে প্রকৃতির উষ্ণতা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কেননা যে বছর যাচ্ছে সেই বছর মনে হচ্ছে গরমের পরিমাণ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এভাবে যদি উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে তাহলে এক সময় এই পৃথিবী থেকে সকল উদ্ভিদ এবং প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে। আসলে আমরা যদি আমাদের পরিবেশকে রক্ষা করতে চাই তাহলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।
এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষের ব্যবহারের জন্য যেসব রাস্তাঘাট তৈরি হচ্ছে সেসব রাস্তাঘাট বড় করার জন্য রাস্তার দুপাশের বড় বড় গাছ গুলো কেটে ফেলা হচ্ছে। আসলে একদিক থেকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্য দিক থেকে যানবাহনের পরিমাণও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এই অতিরিক্ত মানুষ এবং যানবাহনের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত রাস্তার। আসলে মানুষ যদি তাদের প্রয়োজনে গাছ কেটে রাস্তা তৈরি করছে এটা কিন্তু ঠিক আছে। কিন্তু একটা গাছ কেটে যদি তারা দশটা গাছ রোপন করে তাহলে কিন্তু এই ক্ষতিটা কখনো হয়না। আসলে এই জিনিসটা কিন্তু বাধ্যতামূলক করা দরকার। তাহলে মানুষ কোন একটা গাছ কাটার আগে অনেকবার ভাবনা চিন্তা করে সেই গাছটি কাটবে এবং গাছ কাটার পরে সে আরো চারিপাশে দশটি থেকে এর বেশি গাছ লাগাতে সক্ষম হবে। তাইতো আমাদের দেশে এই গাছ কাটাকে একটা অপরাধের ভিতরে ফেলা উচিত।
কেননা অন্যান্য খারাপ কাজের শাস্তি থাকলেও এই গাছ কাটার কিন্তু কোন শাস্তি নেই। তাইতো আমার মনে হয় এই গাছ কাটা নিয়ে সরকারকে একটা নতুন আইন বের করতে হবে। এছাড়াও প্রতিটা স্কুল কলেজে এই গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা দিতে হবে। আসলে এইসব ছাত্র-ছাত্রীরা যদি গাছের প্রয়োজন বুঝে তারা ভবিষ্যতে গাছ লাগায় এবং গাছ রক্ষা করে তাহলে কিন্তু ভবিষ্যত প্রজন্ম অনেক বেশি ভালো থাকতে পারবে। এছাড়াও এই অতিরিক্ত গাছ কাটার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং মানুষের মাঝে বিভিন্ন প্রকার শ্বাস জনিত রোগের দেখা দিচ্ছে। আসলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে মানুষ শ্বাস নিতে কষ্ট হয় এজন্য শ্বাসকষ্টের সৃষ্টি হয়। তাইতো আমাদের সবাইকে গাছের প্রয়োজনীতে বুঝে অতিরিক্ত গাছ লাগাতে হবে। তাইতো সবার এই শ্লোগান হওয়া উচিত, গাছ লাগান পরিবেশ বাঁচান।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আমরা যদি একটি সুন্দর পরিবেশ চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো পরিবেশ উপহার দিতে চাই তাহলে নিজ দায়িত্বে গাছ লাগানো উচিত। গাছ লাগালে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পায় তেমনি মানুষের রোগ ব্যাধি অনেক কমে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো উচিত।