জীবনের পথচলা

painting-3293607_1920.jpg

Source

জীবনের এই চলার পথে আমাদের অনেক ধরনের স্যাক্রিফাইস করতে হয়। মাঝে মধ্যে আবার এমন একটি সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাই সামনের কি করব কিংবা কোন সিচুয়েশনে কিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝে উঠতে পারি না। তখন কিন্তু আমাদেরকে সাহায্য নিতে হয় আশেপাশের মানুষদের কাছ থেকে কিংবা এডভাইস নিতে হয় ভালো কোন জ্ঞানী মানুষের কাছ থেকে।

এই সময়গুলোতেই আমরা চিনতে পারি আমাদের পাশে সব সময় কে বন্ধু সুলভ ভাবে থাকে কিংবা কোন মানুষগুলো আমাদেরকে সত্যিকারে অর্থেই ভালোবাসে। তবে একটা কথাও সত্য স্বার্থ ছাড়া কেউ কখনো আপনাকে সাহায্য সহযোগিতা করবে না শুধুমাত্র আপনার মা বাবা ছাড়া। তাই জীবনে যাকেই বিশ্বাস করবেন না, কেন তার কাছ থেকে যে ঠকতে হবে। এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে জীবনের এই পথ চলা এতটা সহজ নয়।

তবে এই জীবনের পথে চলতে গেলে অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। তবে বিশ্বাসটা যেন হয় দৃঢ় এবং সেই মানুষটাও যেন আপনাকে অন্ধের মত বিশ্বাস করে। আপনি যদি কাউকে না ঠকান তাহলে অনেকটাই সম্ভাবনা রয়েছে আপনিও ঠকবেন না। আমার ব্যক্তিগতভাবেই খুব একটা বেশি বন্ধুবান্ধব নেই তবে হাতেগোনা যে দুই একজন বন্ধু রয়েছে, তাদেরকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং এটাও বিশ্বাস করি তাদের দ্বারা আমার কখনোই কোন ধরনের ক্ষতি হবে না। এই বিষয়গুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এভাবে করেই জীবনের পথে এগিয়ে যেতে চাই। আশা করি এই বিষয়গুলো আপনারাও করে থাকেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.29
JST 0.035
BTC 111068.44
ETH 2779.12
USDT 1.00
SBD 0.80