নতুন জীবনের সূচনা

hands-1838658_1920.jpg

Source

প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন ধরনের অধ্যায় থাকে যেটাকে বলা হয় জীবনের অধ্যায়। প্রত্যেকটি জীবনের অধ্যায়ে নতুন নতুন স্মৃতি যোগ হয় এবং থেকে যায় অতীতের আম কেটে যাওয়া ভালো এবং খারাপ কিছু স্মৃতি থাকে। সেই স্মৃতিগুলো নিয়েই সাধারণত আমরা জীবনের পথে এগিয়ে চলি। এমন কিছু স্মৃতি রয়েছে যেগুলো আমরা কখনোই ভুলতে পারিনা, আবার এমন কিছু মানুষ রয়েছে যার কথা আমরা সারা জীবন মনে রাখবো। তেমনি একটি অধ্যায় নতুন শুরু হতে যাচ্ছে আমার এই জীবনে, আমার এই জীবনে নতুন একজন আসতে চলেছে।

জীবনের প্রতিটা পর্যায়ে আমরা নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমাদের অতীতের থেকে যেন আমাদের ভবিষ্যৎ ভালো হয় সেই প্রচেষ্টাই আমরা নিজের জীবনের ক্ষেত্রেও করে থাকি। জানিনা এই সিদ্ধান্তটা আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। তবে আমি বর্তমানে ভীষণ চিন্তিত আমার এই নতুন সিদ্ধান্তের কারণে। জানিনা অদূর ভবিষ্যতের আমার জন্য কি রয়েছে কিংবা আমার পরবর্তী জীবনের পরবর্তী পদক্ষেপ গুলো কি কি হতে পারে সেই বিষয়ে বর্তমানে অনেক টেনশনে রয়েছি।

এখন মাঝে মাঝেই অনেক ভয় হয় নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি এই দায়িত্ব গুলোকে আমি পালন করতে পারব কি না? আমার বিষয়গুলো সব কিছু ম্যানেজ করতে পারব কি না? নিজের পরিবার এবং অন্য একটি পরিবারের সাথে নিজেকে যুক্ত করে সবকিছু কি মানিয়ে নিতে পারব? বিভিন্ন ধরনের টেনশন বিভিন্ন ধরনের চিন্তা নিজেকে মাঝে মাঝে গ্রাস করে ফেলছে. আবার এমন কিছু মানুষ আছে শয়তানি করেই বলতেছে যে বিয়ে থেকে দূরে থাকো। সব মিলিয়ে এখন এমন একটা অবস্থায় রয়েছি না পারছি কাউকে কিছু বলতে না পারছি সহ্য করতে। আপনারই কিছু উপায় বলে দিন, ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 2 months ago 

নতুন জীবনকে নতুন ভাবে সাহসিকতার সাথে গ্রহণ করতে হবে। মানুষ আমরা সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। নতুন জীবনে যাওয়া আমাদের সবার জন্যই চ্যালেঞ্জ। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.036
BTC 94422.72
ETH 1804.42
USDT 1.00
SBD 0.84