আপনি আপনার পথের যেকোনো বাঁধার চেয়ে শক্তিশালী।

support-7965543_1920.jpg

Source

মোটিভেশন আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোটিভেশন ছাড়া কোন মানুষ বেঁচে থাকতে পারে না। এই কথাটি কেন বললাম জানেন, আপনি তো মোবাইল ফোন ব্যবহার করেন। মোবাইল ফোনে যদি প্রতিদিন আপনি চার্জ না দেন তাহলে সেই মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ার পরে কি চলা সম্ভাবনা রয়েছে? অবশ্যই রয়েছে। যদি সেই মোবাইলে ঠিকমতো চার্জ দেওয়া হয় এবং আমাদের এই জীবনে মোটিভেশন হলো সেই চার্জ।

পৃথিবীতে বর্তমানে কোটি কোটি মানুষ রয়েছে। প্রত্যেকটা মানুষ কোটি কোটি শুক্রানুর সাথে যুদ্ধ করে তারপরে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। অর্থাৎ জন্ম থেকেই আমরা সকলেই সফল। এই বিষয়টা ভুলে গেলে চলবে না। আমাদের জীবনে দৈনন্দিন কাজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তবে এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের জীবনে আসবে এবং যাবে। কিন্তু এর মাঝে যদি আপনি কিংবা আমি আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা আমাদের সকলের জন্য অনেক কঠিন একটি কারণ হয়ে দাঁড়াবে। সমস্যা তো থাকবেই কিন্তু তার মানে এই নয় যে আমরা জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারব না।

একটি কথা সবসময় মনে রাখবেন সৃষ্টিকর্তা তাকেই তত বেশি কষ্ট এবং চ্যালেঞ্জ দেয় যতটুকু সেই মানুষটা সহ্য করতে পারবে কিংবা সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। আপনার লিমিটের অধিক কোন প্রকার চাপ সৃষ্টিকর্তা আপনাকে দেয় না। এই বিষয়টা আমিও অনেক ভালোভাবে অনুধাবন করি এবং বিশ্বাস করি। তাই আপনি যে কোন সমস্যার মধ্যে পড়লেই আপনি সৃষ্টিকর্তার কাছে সেই সমস্যার সমাধান চাইবেন দেখবেন কোন না কোন এক উসিলায় সেই কাজগুলো ভালোভাবেই হয়ে যাবে, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 108689.49
ETH 3984.66
USDT 1.00
SBD 0.61