দুর্নীতি নামের বিষবৃক্ষ (প্রথম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে কিছু সংবাদ ঘুরে বেড়াচ্ছে। সংবাদ গুলি দুর্নীতি বিষয়ক। সেই দুর্নীতির ব্যাপকতা এতোই বেশি যে সারা দেশের মানুষ জন রীতিমতো হতবাক হয়ে গিয়েছে। খবরটা বেরিয়েছিলো বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধানকে নিয়ে। হঠাৎ করে সংবাদ মাধ্যমের মারফত জানতে পারলাম প্রাক্তন পুলিশ প্রধানের নাকি দেশে-বিদেশে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। তিনি চাকরি কালীন এই সম্পত্তিগুলো করেছেন। এই পুলিশ প্রধান যে দুর্নীতিবাজ ছিলেন এটা কম বেশি সবাই জানতো। কিন্তু সেই দুর্নীতিটা যে এই পরিমাণে করেছেন সেটা কেউই ধারণা করতে পারেনি। এখন সমস্যা হচ্ছে এই ব্যাপারটার একটা সুদূরপ্রসারী প্রভাব তৈরি হয়েছে।


workout_20240524_200410_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

এখন পুলিশ বাহিনীর সদস্যরা এটা চিন্তা করতেই পারে। যে যেহেতু আমাদের প্রাক্তন পুলিশ প্রধান দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন। তাই আমরাও সেই পথে হাঁটি। এমনিতে আমাদের দেশের পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক পুরাতন। বলা হয়ে থাকে দেশের ভেতর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা হচ্ছে পুলিশ বাহিনী। এখন সেই পুলিশ বাহিনীর প্রধান যদি এরকম নজির তৈরি করেন। আর তাকে যদি শাস্তির আওতায় আনা না যায় তাহলে পুরো পুলিশ বাহিনীর অবস্থা কি হবে চিন্তা করতে পারেন?


বলা হয়ে থাকে যেকোনো প্রতিষ্ঠানের প্রধান তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন। তাহলে সেই প্রতিষ্ঠানের সকলেই দুর্নীতি করে। আর যদি প্রতিষ্ঠান প্রধান সৎ লোক হন। তাহলে সেই প্রতিষ্ঠানের লোকজন ইচ্ছা থাকলেও দুর্নীতি করতে পারেনা। কিন্তু যখন প্রতিষ্ঠানের প্রধান হন সর্বোচ্চ দুর্নীতিবাজ মানুষ। তখন সেই প্রতিষ্ঠান থেকে ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশেও তাই হয়েছে। বাংলাদেশে এর আগেও অনেক পুলিশ প্রধান এসেছে। কিন্তু এইরকম দুর্নীতিবাজ পুলিশ প্রধানের কথা আর কখনো শোনা যায়নি। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62617.55
ETH 2438.99
USDT 1.00
SBD 2.67