ক্ষয়ের আগে ভুল
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম মানুষের কিছু চরিত্র নিয়ে কথা বলি।আসলে মাঝেমধ্যে নিজেদেরকে নিয়ে কথা বলতে আমার ভালোই লাগে।কারণ নিজেদেরকে নিয়ে কথা বললে নিজেদের অনেক দোষ,গুণ, সমস্যা ইত্যাদি আমার চোখের সামনে ভেসে ওঠে। সাধারণত যে ব্যাপারগুলো আমরা উপলব্ধি করতে পারি না। সেসব যদি আমরা একটু একটু করে আলোচনা সমালোচনা করার চেষ্টা করি। তাহলে দেখা যায় যে, অনেক কিছুই আমাদের চোখে দিনের আলোর মতোন পরিষ্কার হয়ে যায়।
তেমন একটা ব্যাপার নিয়েই আসলে আজকে কথা বলতে এসেছি এবং আশা করি যে আপনাদের কথাগুলো ভালো লাগবে এবং আপনারা আপনাদের নিজেদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আমি একটা ব্যাপার অনেক ভাবেই অনেকবারই খেয়াল করেছি এবং সেই ব্যাপারটি নিয়েই মূলত কথা বলতে এসেছি। আর ব্যাপারটি হলো, আমি মানুষের একটা স্বাভাবিক ব্যাপার খুব বেশি খেয়াল করেছি এবং সেটা হচ্ছে আমরা আমাদের খুব বড় কোনো ক্ষতির আগে প্রতিবার প্রতি পদে পদে যেনো অনেক বেশি ভুল করে ফেলি।
যেমন আমি যদি আমার নিজের কথা বলি। তাহলে মাঝেমধ্যে হুট করি অনেক বেশি ভুল করে ফেলা শুরু করি। অর্থাৎ যদি আমি আমার একাডেমিক লাইফ নিয়েই বলি। তাহলে বলবো যে, ধরুন কখনো না কখনো অনেক সময় এমন হয় যে টিচারদের সাথে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেলো। আর তার আগে আমি আসলে দেখি যে ওই টিচারের সাথে কোনো না কোনোভাবেই যেনো আমার কোনো না কোনো একটা সমস্যা হয়ে যায় ব্যাপারটা এমন নয় যে তা ইচ্ছাকৃত বা প্রতিহিংসা মূলক। কিন্তু ব্যাপারটা অনেকটা এমন হয়ে যায় যে, ইচ্ছাকৃতভাবেই আমি নিজেই ওই টিচারদের সামনে অনেক রকম ভুল করে ফেলি।
আর তখন আসলে যখন সবচেয়ে বড় ক্ষতিটা হয়। তখন দেখা যায় যে, আগের করা ছোট ছোট ভুলগুলো যেনো ওই ক্ষতির পরিমাণটাকে আরো বেশি উস্কে দেয়। তাই আমরা যখন কোনো ছোট ছোট ভুল করা শুরু করি। আমাদের একাডেমিক লাইফে হতে পারে, আমাদের কর্ম ক্ষেত্রে হতে পারে অথবা আমাদের জীবন সঙ্গিনীর সাথে জীবন ব্যবস্থাটাও হতে পারে। তখন কিন্তু আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। কারন, আমাদের এই ছোট ছোট ভুলগুলো আমাদের কোনো বড় ভুলকে অনেক বেশি উস্কে দিতে সাহায্য করে। আর আমরা যদি আমাদের ছোট ছোট ভুলগুলো থেকেই শিক্ষা নিয়ে ফেলি এবং ছোট ছোট ভুলগুলো থেকেই নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখবেন যে, আমাদের ওই ক্ষতির সম্মুখীন আর হতে হচ্ছে না এবং ক্ষতির সম্মুখীন যদি হতে না হয়। তাহলে দেখবেন ওই, ছোট ছোট ভুলগুলো যে উস্কানিমূলকভাবে কাজ করে। সেটাও আর করতে পারছে না। অর্থাৎ এতে কিন্তু আমাদেরই লাভ।