রিসার্চ কেনো জরুরি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে ভাবলাম আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে লেখালেখি করি যে বিষয়টি নিয়ে আসলে আমাদের মধ্যে একটা অবহেলা কিংব অনিহা যাই বলি না কেনো সেটা থেকেই যায়। আসলে সেটা থাকার একমাত্র কারণ হলো, আমরা কোনো কিছু পেতে যতোটা অভ্যস্ত। কোনো কিছু আদায় করতে ততোটা অভ্যস্ত না। অর্থাৎ আমরা এটাতে অভ্যস্ত যে, আমার এটা দরকার এবং আমার এটা পেতে হবে। কিন্তু আমরা এটাতে অভ্যস্ত না যে, আমার এটা পেতে হবে। তার মানে আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে।

মূলত এই ব্যাপারটাতে অভ্যস্ত না হওয়ার একমাত্র কারণ হলো, কাজ করতে না চাওয়ার একটা তীব্র অভ্যাস। আর একটি ব্যাপার হলো, আমাদের মধ্যে কোনো কাজে অসফল হওয়ার একটি কারণ বা কোনো কাজের আনন্দ খুঁজে পাওয়ার একটা কারণ হলো, আমরা রিসার্চ করতে পারিনা এবং রিসার্চ করি না।

এখানে আমি রিসার্চ মানে আসলে যেটা সহজ বাংলায় বুঝাতে চাইছি। সেটা হলো, আসলে কোনো কাজের প্রতি আমাদের যদি একটা টান না থাকে এবং সেই কাজ নিয়ে যদি আমরা প্রয়োজনীয় খোঁজাখুঁজি না করি।তাহলে সেই কাজের প্রতি আমাদের কখনোই আগ্রহ জাগ্রত হবে না। এই একটা কারণ হলো আমাদের কাজের অনীহার। অর্থাৎ আমরা আসলে কোনো কাজ করার পেছনে শুধুমাত্র ওই কাজ করার একটা পেমেন্ট কিংবা কাজ করতেই হবে, ওই বিষয়টিকে উল্লেখ করি কিংবা আমরা মনে মনে ভেবে নেই।

কিন্তু আমরা কোনো কাজ করার আগে যদি একটু রিসার্চ করে নেই, নিজেদের মতোন করে। সেই কাজগুলো কেনো করব কিংবা সেই কাজের উপযুক্ততা কিংবা সেই কাজ সম্পর্কে আরো বিস্তারিতভাবে যদি জানি। তাহলে আমি মনে করি ওই কাজের প্রতি আমাদের খুব ভালো রকমের একটি আগ্রহ জন্মাবে এবং যেই আগ্রহ আমাদেরকে ওই কাজের প্রতি আরো বেশি মোটিভেটেড করবে। এই লেখাটি মূলত এই কারণেই লেখা যে, অনেকেই আমরা রয়েছি শুধুমাত্র কাজ করে যাই। কিন্তু এই কাজের সুফল, কুফল কিংবা ওই কাজ সম্পর্কে কিছুই আমরা জানিনা এবং আমরা একসময় গিয়ে একেবারে ওই কাজের প্রতি অবহেলা করা শুরু করি। তার একটা মাত্র কারণ হলো, ওই কাজের আনন্দ আমরা খুঁজে নিতে পারি না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 88721.82
ETH 2487.99
USDT 1.00
SBD 0.68