জীবে প্রেম

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবে প্রেম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

পৃথিবী সৃষ্টির প্রথম থেকে আমাদের সাথে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীও সৃষ্টি হয়েছিল। আসলে এই পৃথিবীর প্রতি আমাদের যেমন অধিকার রয়েছে তেমনি পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদেরও এই পৃথিবীর প্রতি অনেক অধিকার রয়েছে। শুধু যদি মনে করে এই পৃথিবী শুধুমাত্র মানুষদের জন্য তাহলে এই চিন্তাধারা সব সময় ভুল হবে। আসলে এই ধরনের চিন্তাধারা থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের ভালো দিক এবং খারাপ দিক জানতে হবে। আসলে এই পৃথিবীতে যদি কোন একটা উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্ত হয় তাহলে এর সবথেকে বড় প্রভাব পড়বে আমাদের মানবজাতির উপর। কারণ এই পৃথিবীতে বসবাসের জন্য সব জীব ও প্রাণীদের আমাদের প্রয়োজন। কারণ বাস্তুসংস্থানে এসব উদ্ভিদ এবং প্রাণীদের ভূমিকা অনেক বেশি থাকে।


আসলে আমরা যেসব এলাকাতে বসবাস করি সেসব এলাকাতে আমরা বিভিন্ন ধরনের পশুপাখি এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। কিন্তু বর্তমান সময়ে আমাদের উদ্ভিদের কথাটা সব থেকে বেশি মনে পড়ছে কারণ বর্তমান সময়ের যে পরিমানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এর প্রধান কারণ হলো অতিরিক্ত পরিমাণ উদ্ভিদ নিধনের ফল। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন একটা প্রজাতির সংখ্যা কমে গেলে এই পৃথিবী কতটা খারাপ প্রভাব পড়ে এবং এর ফলে সমস্ত জীব এবং প্রাণীকূলকে ভুগতে হয়। আসলে আমরা যদি আমাদের আশেপাশের প্রাণীদের প্রতি অত্যাচার করি তাহলে এসব প্রাণীও একসময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।


কারণ এই পৃথিবীতে বাঁচার অধিকার সকলের রয়েছে। আসলে আমরা অনেকেই দেখি যে যেসব প্রাণী রয়েছে আমাদের আশেপাশে তাদেরকে অনেক মানুষ রয়েছে সব সময় সেবা করে। এছাড়াও তাদের সেবা সুস্থতার জন্য তারা বিভিন্ন হসপিটাল খুলেছে। আসলে আমাদের সাথে থাকতে থাকতে এসব প্রাণীরা আমাদের অনুগত হয়ে গেছে। বিশেষ করে আমাদের আশেপাশে আমরা বিভিন্ন ধরনের কুকুর দেখতে পাই। আসলে একসময় কিন্তু এই কুকুরগুলো হিংস্র প্রকৃতির ছিল। কিন্তু তারা মানুষের সাথে বসবাস করতে করতে একসময় মানুষ অনুগত হয়ে গেছে। এছাড়াও আমরা দেখতে পারি যে আমাদের বাড়ির আশেপাশে অনেক কুকুর থাকে। এছাড়াও তাদের একটু খাবার দিলে তারা কিন্তু সবসময় আমাদের পিছনে ঘুরঘুর করে।

আসলে অনেকে এই কুকুরকে প্রভু ভক্ত বলে। এছাড়াও এসব প্রাণীরা কিন্তু বিভিন্ন আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। আসলে আমরা মনে করি যে আমাদের বাড়ির আশেপাশে যদি কুকুর থাকে তাহলে বাইরের কোন চোর এসে যদি আমাদের বাড়ি থেকে কোন কিছু চুরি করতে যায় তখন এই কুকুররা তাদের আক্রমণ করে তাদেরকে দূরে সরিয়ে দেয়। আসলে এসব প্রাণীরা কিন্তু আমাদের কাছ থেকে তেমন কোনো বেশি কিছু যায় না। শুধুমাত্র তারা একবেলা খেতে পারলেই কিন্তু আমাদের সাথে সারাজীবন থেকে যায়। এছাড়াও মানুষ মানুষের ক্ষতি করলেও এইসব প্রাণী কখনো মানুষের কখনো কোনো ক্ষতি করে না। আসলে আমাদের ধর্মগ্রন্থ বলা হয়েছে যে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।


অর্থাৎ যারা জীবকে ভালোবাসে এবং জীবের সেবা করে তারাই কিন্তু সৃষ্টিকর্তার সেবা করে। আসলে আমাদের মত তাদেরও কিন্তু প্রাণ রয়েছে। আমরা যেমন আঘাত পেলে কষ্ট পাই তেমনি প্রাণীদের কেউ আঘাত করলে কষ্ট পায়। তাইতো আমরা কখনো তাদেরকে কোন রকম আঘাত করতে চেষ্টা করবো না। বরং আমরা যদি এসব প্রাণীদের আদর করি এবং একবেলা খেতে দেই তাহলে এতেই তারা অনেক খুশি থাকে। আর এজন্য আমাদের উচিত যারা সমাজে প্রাণীদের উপর অত্যাচার করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। তারা বর্তমান সময়ে এসব পশুদের জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে সমাজে। তাইতো এসব খারাপ ব্যক্তিদেরকে আইনের কাছে ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 5 days ago 

মানুষের সৃষ্টির পাশাপাশি দয়াময় স্রষ্টা পশুপাখি, উদ্ভিদ সৃষ্টি করেছেন। দুনিয়াটাকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলেছেন। কিন্তু আমাদের কারণে আজকে প্রাণীকুল প্রায় বিলুপ্তির পথে। এক সময় আমরা বিভিন্ন রকমের পশুপাখি দেখতে পেতাম আমাদেরই আশেপাশে কিন্তু বর্তমানে তা দেখা যায় না। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61740.86
ETH 3453.31
USDT 1.00
SBD 2.51