বর্তমানে আমাদের অবস্থা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বর্তমানে আমাদের অবস্থা

সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


বর্তমান সময়ে গরম এতটাই পড়েছে যে এই গরমের মাঝে আর কাজ করার মত কোন মন মানসিকতা আমাদের থাকবে না। কারণ সারা রাত আমাদের গরমের মাঝে ঠিকঠাক ভাবে ঘুম হচ্ছে না। আসলে বাইরের গরমের পরিমাণ এতটা বেশি যে রাতের বেলায় আমাদের পাখার হওয়াতেও গরম কমছে না। আর শেষ ভরসা হলো আমাদের এসি। কিন্তু এসি কেনার মত ক্ষমতা এই পৃথিবীতে সবার থাকে না। বিগত কয়েকটা দিন ধরে অনেক বেশি কষ্ট হচ্ছে। কারণ রাতে যদি ঠিকঠাক ঘুম না হয় তাহলে দিনের বেলাটা পুরো অলসের মতো কেটে যায়।

আসলে সারাদিনটা কেমন যেন আমাদের খুব দুর্বল লাগে। এর কারণ হলো মানুষের ঠিকঠাক ঘুমের প্রয়োজন। কিন্তু সকাল থেকে দুপুর অব্দি প্রায় অনেকটা গরম কম থাকে। কিন্তু এরপর থেকে আস্তে আস্তে যেন গরমের পরিমাণ দ্বিগুণ হারে বাড়তে শুরু করে। এছাড়াও আমি যখন বাইকে করে কাজে বের হই তখন যেন মনে হয় রাস্তার থেকে আগুনের ফুলকি আমার সারা গা টাকে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। আসলে রাস্তার গরম এতটাই বেশি থাকে যে কোন কোন জায়গায় আবার রাস্তার উপরের পিস গলে যায়। আসলে এটা কোন পুরাতন ব্যাপার নয়।

কারণ একটা জিনিস বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি, রাজস্থানের তুলনায় আমাদের এই কলকাতায় গরমের পরিমাণ অনেক বেশি। ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না। কারণ যে রাজস্থানে ধুধু মরুভূমি সেখানে তো গরম বেশি হবার কথা। আসলে গরম বেশি হয় একদিকে যেমন মরুভূমি থাকলে তেমনি এই গরমের পরিমাণ আরো দ্বিগুণ থাকে যেখানে লোকজনের বসতি বেশি থাকে। অর্থাৎ আমাদের এই শহুরাঞ্চলে লোকজনের ঘনত্ব অনেক বেশি হয়। এছাড়াও এসব অঞ্চলের এই ঘন বসতির জন্য মানুষ গাছপালা কেটে ফেলে বসবাসের উপযোগী জমি তৈরি করে।



আসলে এক দিক থেকে যেমন গাছপালা কমে যাচ্ছে তেমনি অন্য দিক থেকে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। আর এর ফলে রাজস্থান অপেক্ষা কলকাতায় অর্থাৎ আমাদের এই শহর অঞ্চলে গরম অনেক বেশি হয়। আসলে এখন যে গরম পড়া শুরু হয়েছে এরকম গরম যদি একটানা কয়েকদিন হতে থাকে তাহলে দেশে বড় কোন একটা দুর্যোগ দেখা দিতে পারে। এছাড়াও এই গরমের সব থেকে বড় ভয় হল হিট স্ট্রোক। আসলে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোক এই গরমের কারণে হিট স্ট্রোক হচ্ছে। আর এর ফলে অনেক বয়স্ক লোক আছে যারা মারা যাচ্ছেন।


আসলে এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে পরবর্তীতে অর্থাৎ পরবর্তী জেনারেশন আর এই পৃথিবীতে টিকে থাকতে পারবেনা। কারণ এখন যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পরবর্তীতে সেই একই তাপমাত্রায় আর কখনোই থাকবে না। এরকম যদি থাকে তাহলে তাপমাত্রা দিনকে দিন বৃদ্ধি পাবে। তাইতো এখন থেকে আমাদের সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আসলে এমনও করতে হবে যে সবাইকে বাধ্যতামূলক গাছ লাগাতে হবে। আসলে মানুষকে চাপ না দিলে মানুষ কোন কিছুই কখনো করতে রাজি নয়। তাইতো যেকোনো কিছুর বিনিময়ে আমাদের প্রচুর পরিমাণে গাছ আমাদের চারিপাশে লাগাতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91530.30
ETH 3127.22
USDT 1.00
SBD 3.07