লোভে পাপ পাপে সর্বনাশ (প্রথম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


রফিক সাহেবের বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। তিনি ছোট্ট একটা সরকারী অফিসে হিসাবরক্ষকের পদে চাকরি করেন। কিন্তু চাকরি ছোট হলেও তিনি অগাথ সম্পদের মালিক। তাছাড়া অফিসের উপরের লেভেলের বসদের সাথে তার ভালো সম্পর্ক থাকায় অফিসের লোকজনও তাকে বেশ সম্মান করে। তিনি ভালো টাকা আয় করেন। তবে তার আয়ের বড় অংশই আসে অবৈধ উপায়ে। লোকমুখে বলা হয় তিনি যেনো অর্থ সংগ্রহের এক যন্ত্র। ঘুষখোর হিসাবে তার অনেক দুর্নাম। তবু তার এই গোপন জীবনের ব্যাপারে কেউ সরাসরি অভিযোগ করার সাহস পায় না।

1000001989.png

একসময় তার অফিসের কিছু লোকজন তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিলো। কিন্তু রফিক সাহেব উপরে লেভেলের বসদের সহায়তায় তাদের চাকরি ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি করে। কাউকে ছোট্ট ভুলের কারণে সাসপেন্ড করিয়ে দিয়েছেন, আবার কাউকে অনেক দূরে কোথাও বদলি করিয়ে দিয়েছেন। এই সমস্ত কারণে অফিসের সবাই রফিক সাহেবকে দারুন ভয় পেতো। এমনকি তার সিনিয়র কিছু কর্মকর্তাও তাকে রীতিমতো তোষামোদ করে চলতো। তবে তাদের সবার মনের ভেতরে রফিক সাহেবের জন্য ছিলো চরম ঘৃণা।

রফিক সাহেবের জীবনটা খুব ভালোই চলছিলো। তার পরিবারে স্ত্রী শামিমা এবং ছেলে ফারহান। ছেলেকে তিনি বিদেশে পড়াতে চান। তার জন্য প্রয়োজন প্রচুর টাকা। তাছাড়া তিনি যেভাবে জীবন যাপন করেন সেই জীবনের জন্য তার প্রচুর টাকার প্রয়োজন। এই কারণেই তিনি দিনে দিনে আরও বেশি লোভী হয়ে উঠছিলেন। যেই কাজই তার হাতে আসে সেটাতেই তিনি ঘুষ নেন। কাউকে অবৈধ সুবিধা পাইয়ে দেন, আবার কারও ফাইল আটকে রেখে টাকা কামান। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  
 13 days ago 

আপনার গল্প থেকে স্পষ্ট যে সাধ্য না থাকা শর্তেও উচ্চ আকাঙ্খা মানুষ কে খারাপ পথে নিয়ে যায়।রফিক সাহেব অনেক পাপ কাজ করে ফেলেছে। উচ্চভিলাষী জিবন যাপন ও ছেলেকে বিদেশে ছেকেকে লেখা পড়া করানোর ইচ্ছে থেকে তিনি লোভী হয়ে উঠেছিলেন এবং টাকার জন্য অবৈধ সুবিধা করে দিয়ে টাকা ইনকাম করতেন। পরবর্তী পর্বের অপেক্ষা করছি।

 9 days ago 

বিভিন্ন সরকারি অফিস গুলোতে রফিক সাহেবের মতো এমন লোভী লোকজন রয়েছে। যারা ঘুষ খাওয়ার কোনো সুযোগ মিস করে না। এই ধরনের লোকজন মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু মানুষের অভিশাপে পরবর্তীতে ঠিকই ধ্বংস হয়ে যায়। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100693.54
ETH 3647.21
USDT 1.00
SBD 3.13