ভালো আছি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে নিজেকে নিয়ে কথা বলতে ভালোই লাগে। কারণ আত্মবিশ্লেষণ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং আত্ম উপলব্ধি কথাটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা আমাদের জীবনের অনেকটা সময় কাটিয়ে দেই অন্যরা কেমন আছে, তাদের জীবন ঠিক আছে কিনা সেসব ভাবতে ভাবতে কিন্তু তার মাঝে আমরা একেবারেই ভুলে যাই যে, আমাদেরও একটি সুন্দর জীবন রয়েছে। সৃষ্টিকর্তা অন্যদের যেমন সুন্দর জীবন উপহার দিয়েছেন ঠিক তেমনটাই আমাদের কেউ খুব সুন্দর একটি পৃথিবী উপহার দিয়েছেন। খুব সুন্দর একটি মন, খুব সুন্দর একটি মানুষকে আমাদের নিজেদেরকে উপহার দিয়েছেন। যাকে আমরা আসলে গুরুত্ব দেই না অর্থাৎ নিজেকে।

এই কথাটি বলার কারণ হলো। আমরা প্রতিনিয়ত অন্য মানুষদের কিন্তু জিজ্ঞেস করি যে, তারা কেমন আছে কিংবা একটাবার একটু একলা বসে একটু নিরিবিলিতে বসে নিজেকে নিজে প্রশ্ন করি না যে, আমি কি ভালো আছি? কারণ এই যে পৃথিবীর এতো উদ্বেগ, পৃথিবীর এতো ব্যস্ততার মাঝে নিজেকে কি আমরা ভালো রাখতে পারছি? এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে সকলকের ই করা উচিত।

কিন্তু আমরা আসলে এই প্রশ্নটা কখনোই নিজেদেরকে করি না এবং সব সময় অন্যদেরকে করি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে, আমাদের নিজেদেরকে নিজেদের আগে ভালো রাখতে হবে। আমরা যদি নিজেদেরকে ভালো রাখতে না পারি। তাহলে আমরা অন্য কাউকে ভালো রাখতে পারবো না এবং আমরা যদি নিজে ভালো না থাকি। তাহলে অন্য কাউকে ভালো রাখতে পারবো না। অর্থাৎ নিজে ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তেমনটাই, আমি নিজে ভালো আছি কিনা এটা নিজের যাচাই করাটা। অর্থাৎ নিজেকে নিজে প্রশ্ন করে একটা উত্তর পাওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কিন্তু আফসোসের বিষয় হলো, দিনশেষে আমরা সবার জন্য সবকিছু করি। দিনশেষে আমরা অনেক কিছু করি শুধুমাত্র নিজেকে ভালো রাখার চেষ্টাটা করি না। কিন্তু এ চেষ্টাটা সবচেয়ে বেশি করা উচিত।
Sort:  
 last month 

এটা ঠিক যে আমরা অন্যের ভালো-মন্দ বা অন্যের বিষয় নিয়ে গবেষণা করতে করতে নিজেরা আসলে ভালো আছে কিনা সেটাই বলতে পারিনা। তবে সবার আগে নিজেকে বোঝা উচিত। নিজে কেমন আছি সেটা জানা উচিত। যাই হোক ভালো লাগলো বিষয়টি ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96672.33
ETH 3453.42
SBD 1.55