ডাবের পানি খেতে না পারলেও ডাবের শাঁস খেয়ে😄। দাদা শিপাঞ্জি দেখতে না পারলেও গিবন দেখেছি। যাইহোক দাদা দেখেছেন তো এটাই বড় কথা। আপনি চিড়িয়াখানার একদম শেষ অংশে যেখানে তৃণভূমি স্থানীয় পায়ী প্রাণ অর্থাৎ হরিণদের জায়গা আমাদের মাঝে শেয়ার করেছেন। হরিণ গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে দাদা। সুন্দর একটা বিষয় জানতে পারলাম হরিণের শিং থাকে এবং সেটা খসে গিয়ে আবার নতুন শিং গজায়। খুব সুন্দর কিছু মুহূর্তগুলো কাটিয়েছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ দাদা।