RE: বাস্তব কাহিনী: ব্যার্থ পিতা। || True Story: Failed Father.
ভাই আপনার লেখাটি যখন পড়ছিলাম, শুরুতেই বুঝতে পারছিলাম যে একজন মেয়ের বাবা তার মেয়ের রেজাল্ট নেওয়ার জন্য এসেছিল। ভেবেছিলাম বর্তমানে অটো পাস হয়তো ভালো রেজাল্ট করবে। কিন্তু রেজাল্ট দেখার সময় যে ঘটনাটা আপনি বিবরণ দিয়েছেন তাতে শুনেই আমার মাথা ঘুরে গেল। না জানি ওই সময় ওই মেয়ের বাবার কি অবস্থা হয়েছিল। সবগুলোই ফেল টেনেটুনে তিনটা সাবজেক্ট এ পাশ। আমার মনে হচ্ছে ওই মেয়ে আদৌও পড়াশোনা করেছে না কি করেছে আল্লাহই ভাল জানে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে ভালো কিছু আর আশা করা যায় না। আর এভাবে শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে আগামী দিনের বাংলাদেশ ধ্বংসের মুখে পতিত হবে। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেই যথেষ্ট। আর বর্তমান শিক্ষানীতি সেই দিকেই আছে আশা করি সেদিনের জন্য আমরা প্রস্তুত যেদিনটা আমাদের খুবই সব নিকটে।