" ঊর্ণনাভ "১০% লাজুক খ্যাকের জন্য) by @tuhin002
আমি @tuhin002
from Bangladesh
০৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ।
২৮ জামাদিউস সানি,১৪৪৪ হিজরি। ২১ জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ।
|
|---|
আমি @tuhin002, আমার বাংলা ব্লগএর একজন সদস্য।প্রথমে সবার সুস্থতা কামনা করছি।।আজকে আমি নতুন একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছ।আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করব সেই কবিতাটির নাম " ঊর্ণনাভ"কবিতাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
|
|---|
প্রাপ্তির পরিমিতি যখন আকাঙ্ক্ষার হিসাব হারাই;
অতৃপ্তি গিলে খায় ভাগের ফাঁকি।
পতিত হাড়ের স্বপ্ন ভাগাড়ে,
সারমেয় জীবন দেখে।
হতাশা ধরায় মরিচা পরা গাঁইতি-কোঁদালের আলস্যে।
নির্বাক প্রতারিত মুখ আলোক হারায় বশ্যতাই।
শুধু নাগাল পাইনা কড়া পরা হলুদিয়া সুখ।
তবু হর্ষক্ষের বাটখারায় মাপে বৃত্ত -কৃষ্ণ ডালিয়া।
খুমঅর্কিড আসমানি ছোঁয়ায় ফুটে ঘর্মগন্থি মৃত্তিকা।
পঙ্গপালের ঝাঁক হানা দেয় যবের শীষে।
লুকায় পাথার কুজ্ঝটিকারও অক্ষে বাদামি দীর্ঘশ্বাসে।
কমল সলিলের আঁতুড় প্রসিল যবে;
তামাটিয়ার শীর তবে গদা থেতলে ওঠে যমদূতের।
তব মুক্ত প্রজাতির ঈর্ষায় বুনেছে ঊর্ণনাভ।
অদৃষ্টের অসমাপিকায় যতি প্রজান্মান্তরের চন্দ্রমল্লিকা।
পোস্ট বিবরণ
শ্রেণী কবিতা
ডিভাইস poco M2
লেখক @tuhin002
লোকেশন মেহেরপুর
সমাপ্ত
আমি আজ শেয়ার করলাম" ঊর্ণনাভ " আরোও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন।আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে।পুনরায় চেষ্টা করবো নতুন কোন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি দেখা ও পড়ার জন্য।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
অতৃপ্তি গিলে খায় ভাগের ফাঁকি।
পতিত হাড়ের স্বপ্ন ভাগাড়ে,
সারমেয় জীবন দেখে।
হতাশা ধরায় মরিচা পরা গাঁইতি-কোঁদালের আলস্যে।
নির্বাক প্রতারিত মুখ আলোক হারায় বশ্যতাই।
শুধু নাগাল পাইনা কড়া পরা হলুদিয়া সুখ।
তবু হর্ষক্ষের বাটখারায় মাপে বৃত্ত -কৃষ্ণ ডালিয়া।
খুমঅর্কিড আসমানি ছোঁয়ায় ফুটে ঘর্মগন্থি মৃত্তিকা।
পঙ্গপালের ঝাঁক হানা দেয় যবের শীষে।
লুকায় পাথার কুজ্ঝটিকারও অক্ষে বাদামি দীর্ঘশ্বাসে।
কমল সলিলের আঁতুড় প্রসিল যবে;
তামাটিয়ার শীর তবে গদা থেতলে ওঠে যমদূতের।
তব মুক্ত প্রজাতির ঈর্ষায় বুনেছে ঊর্ণনাভ।
অদৃষ্টের অসমাপিকায় যতি প্রজান্মান্তরের চন্দ্রমল্লিকা।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
সমাপ্ত
আমি আজ শেয়ার করলাম" ঊর্ণনাভ " আরোও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন।আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে।পুনরায় চেষ্টা করবো নতুন কোন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি দেখা ও পড়ার জন্য। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।



আমি কবিতা পড়তে ভীষণ পছন্দ করি। তাই আপনার কবিতা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার এই কবিতাটি পড়ার সময় একেবারে কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম। আপনি সম্পূর্ণ কবিতা খুবই সুন্দর ভাবে লিখেছেন। কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটে। মনটা ভরে গেল আপনার এই কবিতাটি পড়ে। এরকম কবিতা আরো দেখার অপেক্ষায় থাকলাম।
খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
ভাইয়া কবিতা পড়ে তো মনে হচ্ছে খুব বড় মানের কোন কবির কবিতা পড়েছি। কবিতার মাঝে নজরুল-রবীন্দ্রনাথের কবিতার ভাব আসে। কবিতা একটি আর্ট যেটা সবার দ্বারা হয় না। আবার যারা কবিতার মধ্যে মন বসিয়ে দেয় তারা আর কিছু চাই না। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।