গান কভার:- চোখেরি জলে লেখা কত যে কবিতা।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে।(২)
যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো, সেদিন আমার মরণ হবে।
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে।
ও, ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে।(২)
সবকিছু এখানেই জানি পড়ে রবে
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে।
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে।
ও, কষ্টরা জমা হয়ে কাঁদে দিনরাত্রি
নীরব রাতের সাথে আমি একা যাত্রী।(২)
আঁধার এখন আমার বড়ো ভালো লাগে
মনে হয় কে যেন পিছু থেকে ডাকে।
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে।(২)
যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো, সেদিন আমার মরণ হবে।
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে।(২)
✳️গানের কিছু তথ্য✳️
গান :- চোখেরি জলে লেখা কত যে কবিতা।
শিল্পী :-আসিফ আকবর।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | গান |
---|---|
গানের কভার তৈরি | @tuhin002 |
ডিভাইস | poco M2 |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1734429654935904258?t=JTL2aCrmbKj-ullblKv-Cg&s=19
শিল্পী আসিফ আকবরের গাওয়া, অনেক সুন্দর একটা গানের কভার করেছেন আপনি, যেটা অনেক সুন্দর হয়েছে। আপনার কন্ঠ শুনতে অনেক সুন্দর, যার কারণে আপনার গাওয়া গানগুলো অনেক সুন্দর হয়। আপনি পুরো গানটার কভার অনেক সুন্দর করে করেছেন, যার কারণে সম্পূর্ণটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর আপনার খালি গলায় গাওয়া গানটা শুনে, আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। পরবর্তীতেও আশা করছি আপনি সুন্দর সুন্দর গান আমাদের মাঝে শেয়ার করবেন।
আসিফ আকবরের গান গুলো বেশ ভালো লাগে আপু। তাই চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে গান গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও ভাই আপনি দুর্দান্ত কভার করেছেন আসিফের এই চোখের জলে লেখা গানটি। আসিফ আকবরের গান সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার কন্ঠ শুনতে পেরে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার কন্ঠে গাওয়া গানটি আপনার শুনে ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
মাঝে মাঝে যখন একাকী থাকে তখন গান গাইতে এবং গান শুনতে অনেক বেশি ভালো লাগে। আসিফ আকবরের গান আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দের। আজকে আপনি যে গান আমাদের মাঝে শেয়ার করেছেন এই গানটা একটা সময় আমি অনেক বেশি শুনতাম এবং খুবই ভালো লাগতো যদি এখন তেমন একটা বেশি শুনা হয় না। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।
প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন গান ভালো লাগে। আসিফের গান গুলো সব গুলোই আমার বেশ ভালো লাগে। আপনি এই গানটি বেশি শুনতেন এটা যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।
বাহ্ আমিতো গানটি শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম। মনে করছিলাম যে আসিফ ভাইয়ের গান শুনছি।পরে যখন গানটি শেষ হয়ে গেল তখন বুঝতে পারলাম যে আসিফ ভাইয়ের কন্ঠে হুবুহু আমাদের তুহিন ভাইয়ার গান। খুব সুন্দর করে আমার এই পছন্দের গানটি তুলেছেন ভাইয়া । আশা করি আগামীতে আপনার মধুর কন্ঠে আরও ভালো ভালো গান শুনতে পাবো। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর করে আমার পছন্দের এই গানটি উপহার দেয়ার জন্য।
হারিয়ে গেলে কোন সমস্যা নেই আপু আমি আপনাকে খুঁজে নিয়ে আসবো। অবশ্যই আপু পরের সপ্তাহে আবারো কোন গান গেয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।
এই গানটি আমার খুবই প্রিয়। যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে এই গানটি গাইতে পারতাম। আমাদের বাড়িতে একজন কাজের লোক ছিল তার কাছ থেকেই শিখেছিলাম। গানটি খুবই ভালো লাগতো। আপনার কণ্ঠে শুনতে পেরে খুবই ভালো লাগলো ভাই। অনেক সুন্দর হয়েছে গান কভার।
ভাই আপনার মত আমিও ক্লাস ফোরে কি ফাইভে পড়ার সময় এসব গানগুলো খুব শুনতাম। ওই সময় থেকে এই গানগুলো আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
অসাধারণ কণ্ঠ ভাই আপনার। আপনার কন্ঠের মায়ায় পড়ে গেলাম। এ গানগুলো একসময় অনেক শোনা হতো তবে এখন মাঝে মাঝে শুনে থাকি। বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় এই ধরনের গান আমরা গলা ছেড়ে গাই। সামনের দিনই আরো সুন্দর সুন্দর গানের আশায় থাকলাম ভাইয়া।
খারাপ হোক কিংবা ভালো হোক প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই ভাইয়া সামনে দিন আরো নতুন কোন গান নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
আসিফ আকবর এর চমৎকার একটি গান আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বেশ চমৎকারভাবে গান গাইতে পারেন। এর আগেও আপনার কন্ঠে অনেক বার গান শুনেছি। আজকের গানটিও অসাধারণ হয়েছে। এত সুন্দর ভাবে গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমার পছন্দের অত্যন্ত চমৎকার একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনতে আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত নিখুঁত গানের কন্ঠ আপনার। আমি আশা করি আগামী দিনে শিল্পী আসিফের এরকম আরো অনেকগুলো গান আপনার কন্ঠে শুনতে পারবো। দারুন একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করছি ভাই প্রতি সপ্তাহে একটা করে গান কভার করে আপনাদের মাঝে শেয়ার করবার জন্য।
ভাইয়া আপনি আসিফ আকবরের খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। বিরহের এই গান গুলো নিরবে বসে একা একা শুনতে বেশি ভালো লাগে। আগে প্রচুর গান শুনা হতো কিন্তু এখন সময় আর হয়না। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।
আপনার কথার সাথে আমি একমত আপু বিরহের গানগুলোও যদি নীরব নিস্তব্ধ জায়গায় একা একা শুনা যায় তাহলে ভীষণ ভালো লাগে। আগে গানগুলো অনেক শুনতাম কিন্তু এখনো শোনো তেমন প্রয়োজন হয় না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।