স্পোর্টস :- আফগানিস্তান ও ইউনাইটেড আরব আমিরাত শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
প্রথম ইনিংস।
এই সিরিজে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগের দুইটি দুই প্রতিপক্ষ একটি করে ম্যাচ যেতে নেই। সেই হিসেবে এটি হল ফাইনাল টি টোয়েন্টি ম্যাচ আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেবেই ইউনাইটেড আরাবিয়ান খুবই চাপে পড়ে যায়। অল্পআনের মধ্যে তাদের চারটি উইকেট হারিয়ে যায়। এই উইকেট হারানোর ফলে বোঝা যাচ্ছিল তাদের খুব বেশি রান করতে পারবে না। তারপরও তারা বেশ ভালোই খেলে চলি ছিল এত চাপের মুখে। আফগানিস্তানরা খুবই সুন্দর বল এবং ফিল্ডিং দুইটাই করেছিল। এজন্যই তারা দেশ চাপে রাখছিল তাদের।
আরব আমি রাত বারবার চেষ্টা করেছিল এই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু আফগানিস্তানে বলেন তাণ্ডবে তারা কোন মতেই ঘুরে দাঁড়াতে পারছিল না। শেষ পর্যন্ত ৭৮ রান না করতে তাদের সাতটি উকেট হারিয়ে যায়। আর এতে বোঝা যাচ্ছিল তারা ১০০ রানের কোঠায় পৌঁছাতে পারবেনা। কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। তারা শেষ হলো একটা ছোটখাটো পার্টনারশিপ করার জন্য। কারণ এই পিছে খুব বেশি রান্না করলেও ফাইটিং স্কোর করা সম্ভব। সেই হিসাবে তারা চেয়েছিল একটা ভালো কিছু করার জন্য। আর সেটা করার জন্য দাড়াস লড়ে গিয়েছিল।
তারা ৭৮ রানের সাত উইকেট হারিয়েও শেষ পর্যন্ত একশত ২৬ রান করেন নয় উইকেটের বিনিময়ে। যদিও এরাবান এরাবিয়ানদের বোলিং লাইনটা বেশ ভালো তারা মিডিয়াম প্যাচাল বল করলেও তাদের বল খুব লাইন ভালো এর জন্য অল্প রান করলেও তার একটা ফাইটিং ম্যাচ খেলবে এটা বোঝা যায়। এর আগের ম্যাচগুলো দেখা গিয়েছে তারা বেশ ভালো বল করেছে। সে হিসেবে ফাইনাল ম্যাচ আশা করা যায় তারা সব কিছু দেখাবে।
দ্বিতীয় ইনিংস।
আফগানিস্তানের ব্যাটিং লাইন খুবই চমৎকার। আমরা সবাই জানি আফগানিস্তান ওপেনিং ব্যাট করতে আসে যা যায় এবং রহমতুল্লাহ গুলবাজ। তাদের এই ওপেনিং জুটি কতটা মারাত্মক হতে পারে তা বোঝা যায় তাদের খেলার মাঠের পারফরমেন্স দেখে। যদিও গোলবাজ বেশ কিছুক্ষণ ক্রিসে দাঁড়াতে পারছিল না। কিন্তু যা যায় তার যে খেলাটি সেই খেলা সে ঠিকই খেলে গিয়েছিল।
সুতরাং পার না করতে আফগানিস্তান তাদের দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে। এরপরে বেশ ভালোভাবে চেপে ধরেছিল এরাবিয়ান ইউনাইটেড। আমি আগেই বলেছি তাদের বোলিং ল্যান্ড খুব ভালো। যদিও তাদের পেজ বোলিং খুব বেশি নেই তাদের সবই স্লো মিডিয়াম পেজ বলেন যারা বলে সুইং আছে এবং লেন লাইন ভালো। আর এর জন্য ২০ ওভারে এ রান করতে তাদের যথেষ্ট ঘাম ঝরাতে হবে। আফগানিস্তান খেলা খেলেছিল দেশ দেখে শুনে। তাদের খেলা দেখে বুঝতে পারছিলাম তারা বেশ রিক্স নিতে চাচ্ছিল না। এরই মধ্যে আফগানিস্তান 4 টার উইকেট হারিয়ে ফেলে। এরপরে তারা একটু ব্যাগ ফুটে পড়ে যায়।
শেষ পর্যন্ত তাদের এইরান টক্কাতে আফগানিস্তানের 6 উইকেট হারাতে হয়। আফগানিস্তানের ব্যাটিং এতটাই দেখে ফেলেছিল শেষ পর্যন্ত বলের থেকেও রান বেশি হয়ে যায়। শেষের দিকে নাজিবুল্লাহ একটি ওভারে বেশ কিছু রান নিয়ে ফেলে এর ফলে তাদের রানটা বেশ কমে যায়। যার ফলে ১৮ ওভার তিন বলে তারা ১২৮ রান করে দু-এক সিরিজ জিতে নেয় আফগানিস্তান। দুই এক সিরিজ আফগানিস্তান জিতলেও ইউনাইটেড এরাবিয়ান যথেষ্ট ফাইট করেছে তাদের সাথে। কারোর মানতে হয় তাদের কাছ থেকে ঠিক একটা ম্যাচ জিতেও নিয়েছে তারা।
পোস্ট বিবরণ
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | poco M2 |
স্ক্রিনশট সোর্স | YouTube |
লোকেশন | মেহেরপুর |
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1743489179663950308?t=MuH07OodC_GXze__kuivDg&s=19