(লেভেল ওয়ান হতে আমার অর্জন By @tuhin002)১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম,
আশাবাদী সবাই ভালো আছেন।প্রথমেই ধন্যবাদ জানাতে চাই"আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডারকে।যিনার কারণে আমরা সুন্দর একটি কমিউনিটি পেয়েছি। কমিউনিটির সকল এডমিন, মোডারেটর এবং ভেরিফাইড মেম্বারদেরও ধন্যবাদ।কারন তাদের
অক্লান্ত পরিশ্রমে "আমার বাংলা ব্লগ" সকল ভাবে এগিয়ে যাচ্ছে।আর এভাবেই আমরা সম্মিলিত ভাবে আমাদের কমিউনিটিকে অন্যতম হিসাবে গড়ে তুলবো।

IMG_20220706_084505_9.jpg

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

ইন্টারনেটের অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত বার্তাই হলো স্পামিং। স্পামিং এক্টিভিটিজ নিচে উদাহরণ দেওয়া হলো।

একই বিষয় বারবার বিভিন্ন রুপে উপস্থাপন করে পোস্ট করা।
কাউকে মেনশন দিয়ে বিরক্ত করা।
পোস্টে অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করলে স্পামিং হিসেবে ধরা হয়ে থাকে।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষায় বিধি সংলগোন আন্তর্জাতিক আইন। অন্যের তৈরিকৃত,যার বাহ্যিক কোনো অস্তিত্ত নেই, তা অনুমতি ছাড়া ব্যাবহার করাটাই কঁপিরাইট।এই বিষয়টা ফটো বা স্থিরচিত্রের ক্ষেত্রে হলে সেটিই ফটো কপিরাইট।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

https://stocksnap.io/
https://pexels.com
https://freeimages.com

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে পোস্ট খুব সহজেই খুঁজে পাওয়া যায়।ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে সর্কতা হতে হবে।যে বিষয়ে আমি পোস্ট করবো,সেই বিষয়ের উপর ট্যাগ নির্বাচন করতে হবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

গরুর মাংস,শূকরের মাংস,কোন মর্মান্তিক দুর্ঘটনা,পশু পাখির কোন মর্মান্তিক দুর্ঘটনা,রাস্তাঘাটের কোন দুর্ঘটনা,ব্যক্তিকে কটুক্তি, ধর্মীয় বিষয়ে কোনো পোস্ট করা যাবে না।আর পোস্ট লিখতে হলে অবশ্যই NSFW ট্যাগ ব্যবহার করতে হবে।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

এক কথায় প্লাগারিজম হলো চুরি। যদি অন্যের কোন লেখা নিজের বলে চালিয়ে দেওয়া হয় তখন সেটাকে প্লাগারিজম বলে গণ্য করা হয়। অনেক সময় অন্যের লেখা পুরোপুরি না নিয়ে লেখাকে ঘুরিয়ে পেচিয়ে নিজের বলে চালিয়ে দেওয়াকেও প্লাগারিজম বলে।

re-write আর্টিকেল কাকে বলে?

বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজের মত করে লেখাকেই re-write আর্টিকেল বলে।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

কোন লেখা হুবহু কপি করে নিজের আর্টিকেলে লেখা। প্রধান অর্থকে উল্লেখ না করে বা কোন সোর্স ব্যবহার না করে লেখা। আমরা যদি কোন বিষয় সম্পর্কে যাচাই করে অবশ্যই সঠিক সোর্স ব্যবহার করতে হবে। ৭৫% লেখা আমাদের নিজেকে লিখতে হবে বাকি ২৫% লেখা সোর্স থেকে নিতে পারবো।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি ছবি এবং ১০০ শব্দের নিচে যদি পোস্ট লেখে তাহলে ম্যাক্রো পোস্ট হিসাবে বিবেচিত হবে।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে তিনটি পোস্ট করতে পারবে।

Sort:  

লেভেল ওয়ানে হতে আপনি অনেক কিছু শিখেছেন। সামনের দিকে এগিয়ে যান দুয়া করি। আপনার অর্জন আপনার কাছেই থাকবে। আপনার জন্য শুকামনা রইলো।

 2 years ago 

আপনিতো লেভেল ওয়ান থেকে মনে হয় অনেক কিছুই শিখতে পারলেন। সুন্দরভাবে সবকিছু গুছিয়ে লিখলেন দেখলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি বাকি ক্লাস গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সবার মাঝে উপস্থাপনা করেন।

 2 years ago 

আপনি লেভেল ওয়ান এর এক্সাম খুব ভালোভাবে দিয়েছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। সব সময় আমাদের কমিউনিটির নিয়ম মেনে সামনে এগিয়ে যাবেন সেই দোয়াই রাখি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে বিষয়গুলো সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা পেয়েছেন। আগামী শুক্রবার লেভেল ওয়ান ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। আল্লাহ আপনার উপর শান্তি বর্শিত করুন।

 2 years ago 

লেভেল ওয়ান এর এক্সাম দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল ওয়ানের সমস্ত বিষয়গুলো শিখতে পেরেছেন। আগামী দিনগুলো আপনার জন্য শুভ হোক।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61263.81
ETH 2676.81
USDT 1.00
SBD 2.59