লেভেল ৩ হতে আমার অর্জন - By @tuhin002!!১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য।0৩-০৮--২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20220803_104111_9.jpg

হ্যালো..... আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন।আমি @tuhin002. আমার বাংলা ব্লগ সদস্যগন সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভাল আছেন।আমিও অনেক ভাল আছি। আমি আমার বাংলা ব্লগের লেভেল-৩ এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি।

মার্কডাউন কি ?

উত্তরঃ- নিজের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে এবং লেখাকে দৃষ্টি নন্দন করার জন্য আমরা যেসব নির্দিষ্ট কোডগুলো ব্যবহার করে থাকি তাকে মার্কডাউন বলে।

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তরঃ- আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য,নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড বা ইটালিক করার জন্য,আমাদের মার্কডাউন ব্যবহার করতে হবে।এছাড়াও লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করার জন্য লেখার হেডিংটা একটু বড় সাইজের করতে চাইলে,লেখার দুই পাশে ফটোযুক্ত করতে চাইলে এবং প্রয়োজন মতো ফটোকে ডানে অথবা বামে নিতে চাইলে মার্কডাউন ব্যবহার করতে হবে।

পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তরঃ- মার্কডাউনের কোড ব্যাবহারের ক্ষেত্রে চারটি স্পেস দিলেই কোড দৃশ্যমান হবে।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তরঃ-

UserPostSteemPower
User 110500
User 220900
|User |Post |SteemPower|
|---|---|---|
|User 1 |  10  |  500|
|User 2 |  20  |  900|

সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ-আমাদের কনটেন্টের মাঝে উক্তি বা ফটো সংযুক্ত করতে চাইলে অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে।সোর্স উল্লেখ করার নিয়ম নিন্মে দেওয়া হলো-

[সোর্স](এর মধ্যে লিংক বসাতে হবে)

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃ-
# হেডার ১
## হেডার ২
### হেডার ৩
#### হেডার ৪
##### হেডার ৫
###### হেডার ৬

হেডার ১

হেডার ২

হেডার ৩

হেডার ৪

হেডার ৫
হেডার ৬

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

 <div class="text-justify">  </div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ- ১. জ্ঞান
২. সৃজনশীলতা
৩. অভিজ্ঞতা

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ- জ্ঞান অর্থ ধারণা। আমি যে বিষয় সম্পর্কে বল্গ লিখবো সেই সম্পর্কে সম্পূর্ণ রুপে আমার ধারণা থাকতে হবে।তা না হলে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবো না। আর তাই সেই সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ- ৭ স্টিম পাবো।

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ- পাঁচ মিনিট পরে এবং ছয় দিন বারো ঘন্টার আগে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া যায়।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তরঃ- অবশ্যই @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

Sort:  
 2 years ago (edited)

আপনার টেবিলটি সঠিকভাবে তৈরি করা হয়নি, হেডিং দেওয়ার সময় হ্যাস এর পর একটি স্পেস ব্যবহার করবেন। বাদবাকি সব প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন, অনুগ্রহ করে টেবিলটি ও হেডিং গুলো ঠিক করে আমাকে জানাবেন।হেডিং এর আউটপুট দেখাতে হবে। টেবিল কিভাবে ঠিক করবেন তা নিচে কমেন্টে দেখিয়ে দিচ্ছি।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

|user |post |steem power|
|---|---|---|
|User 1 |  10  |  500|
|User 2 |  20  |  900|
 2 years ago 

লেভেল থ্রি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনি লেবেলের থ্রি হতে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন দেখছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি লেবেল ৩ থেকে অনেক কিছু অর্জন করেছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আশা করি খুব অল্পতেই আপনি ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল থ্রি এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে জানতে পেরেছেন ।যেটা খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরলেন যেটা ধারা অনেকে উপকৃত হবে। আপনার পথচলা শুভ হোক সেটাই কামনা করি।

 2 years ago 

লেভেল তিনের পরীক্ষাটা খুব ভালোই দিয়েছেন দেখছি। পরীক্ষাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লেভেলের ক্লাস গুলো থেকে অনেক কিছুই শিখতে পারা যায়। আমি নিজেও অনেক কিছুই শিখেছিলাম। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45