নাটক রিভিউ:- সাদাকালো মন,পর্ব -১০।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫ - ১২ - ২০২৩)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন , পর্ব- ১০" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
---|
নাটকের নাম | সাদা কালো মন, পর্ব -১০। |
---|---|
পরিচালক ও রচনা | আলী ইমরান। । |
অভিনয় | জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে। |
দৈর্ঘ্য | ২০ মিনিট ০০ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ০৭ অক্টোবর ২০১৭ইং। |
নাটকের সারসংক্ষেপ । |
---|
দেখতে দেখতে সাদা কালো নাটকের দশতম পর্ব শেয়ার করছি। দশ তম পর্বে দেখা যায় নাটকের একজন নাম তার ইমন,যেহেতু সে ঢাকায় থাকে এবং সিনেমা শিল্পের একজন সদস্য তাই গ্রামে এসেছে দেখে মাইকে কি যেন একটা বিষয় নিয়ে মাইকিং হচ্ছে এবং অনেক মানুষ একত্রে নাচ্ছে। তার মধ্যে কিছু হিজড়া ছিল। এটা দেখে তার কাছে বেশ ভালো লাগে কারণ সে যেহেতু একজন অভিনেতা। এরপরে সেখানে যারা উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করে কি বিষয়ে তখন তারা সেই বিষয়টি তার সামনে উল্লেখ করে।
নাটকের এই অংশে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সেটা হলো যখন গুরু মাচালে ঘুমিয়ে থাকে তখন শিষ্য সুযোগ নেয় এবং বাক্স থেকে কিছু জিনিস চুরি করার জন্য সে চেষ্টা করে। ঘুমানো অবস্থায় গুরু বলে এই তুই যেটা করছিস সেটা কখনোই ভালো না। এটা শুনে তো সে রীতিমতো ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে কি ব্যাপার সে ঘুমন্ত অবস্থায় কিভাবে বুঝতে পারল। গুরু তাকে ডাকার সাথে সাথে সে তার কাছে চলে আসে, এবং তার পায়ে পড়ে মাফ চায়, বলে আপনি আমাকে ক্ষমা করে দেন এরপর থেকে আর এমন কাজ করবো না।গুরু বলে শোনো আল্লাহতালা দুইটা জিনিসকে কখনো ক্ষমা করবেন না একটা সে মানুষের হক আর একটা আছে মানুষের প্রতি অত্যাচার।
এখানে আপনারা একটা ছেলেকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। এই ছেলেটার হাতে রয়েছে গুল্টি। যেটা দিয়ে গ্রামের ছোট বাচ্চারা পাখি মারে। সে পাখি মারার জন্য চেষ্টা করছিল কিন্তু সেখানে নায়িকা এসে বলে তুই পাখি মারছিস কেন? এটা করা খুবই অন্যায়। তাকে রীতিমতো বোঝাতে থাকে এবং ছেলেটা খুব সহজেই বুঝতে পারে। এবং তখন সে বলে আমি আর কখনো এই কাজটি করব না। এই নাটকের বেশ কিছু জায়গায় খুবই শিক্ষনীয় বিষয় রয়েছে তার মধ্যে একটি অংশ।
বাংলাদেশ তৎকালীন গ্রাম বাংলার এক ঐতিহ্য শিল্প হল তাঁত শিল্প। যদিও বর্তমান সময় তাঁত শিল্পের অত গুরুত্ব নেই কিন্তু অতীতের সময় এর অনেক গুরুত্ব ও ছিল। সে সময় মানুষের জীবন জীবিকার চাহিদার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই তার শিল্প। নাদিয়ার তার বান্ধবীর কাছে আসে এবং বেশ কিছু কথা বলে। তার বান্ধবী পুরনো দিনের কিছু কথা বলে এতে না দেয়ার মনটা খুব খারাপ হয়ে যায় পরক্ষণে সে বলে আচ্ছা তুই ভালো থাক বাড়িতে কিছু কাজ রয়েছে তাই আমি এখন চলে যাব। তখন তার বান্ধবী বলে আমি কি তোর মনটা খারাপ করে দিলাম তখন সে বলে খারাপ আর কি যেটা সত্য সেটা বলেছিস।
তৎকালীন সময় গ্রামের মুরুব্বীরা ছিল খুবই রুক্ষ ধরনের বলা যায়। বিষয়টা এটা যে গ্রামের যুবতী মেয়েরা যদি এক পাড়া থেকে অন্যপাড়ায় দৌড়ে বা হেঁটে বেড়াতে তাহলে তাদেরকে নিয়ে বেশ কটুক্তি করতে। বলতো বড়ো মেয়ে ডিং ডিং করে এভাবে হাটাহাটি ভাবে ছোটাছুটি করিস কেন তোরা। এখানে নাদিয়া এবং তার বান্ধবীর সাথে বলাবলি করছিল। আর গ্রামে যদি কোন মিটিং বা সালিশ হয় তাহলে মেয়েদেরকে ডাকা হয় না এই বিষয়টি সে কখনোই মেনে নিতে পারছিল না তাই এই বুড়ি মহিলাটি চেয়ারম্যানের কাছে যা ছিল নালিশ দিতে।
আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যানের সাথে অনেক মানুষ একত্রে জড়ো হয়েছে আসলে আজকে সেই দিন যে দিনটা সম্পর্কে আমি গত পর্বে বলেছিলাম যে চেয়ারম্যান মাইকিং করেছিল খাওয়ার প্রতিযোগিতার জন্য আর আজকে শেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সেই খেলাটি আজকে হবে। যদিও এই পড়বে সেটা শেষ হয়নি হয়তোবা সামনের পড়বে আমরা সেই বিষয়টি জানতে পারবো। এর মধ্যে এক পাগল এসে বলে তোমরা এখন কি করছো তখন জাহিদ হাসান বলে আমরা কিছু এখানে একটা করতে যাচ্ছি তখন বলে তুমি কে বল আমি আরবিয়ান। পাগল তখন বলে এত কাল পাকিস্তানেও ব্রিটিশ শাসন করেছিল এখন এরাবিয়ান আসছে এই বলে সে চলে যায়। আর নাটকটির পর এখানে শেষ হয়ে যায় আগামী পর্বে আবারো আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
সাদা কালো মন এই নাটকের দশম পর্ব এটি। এই নাটকটি প্রথম থেকে খুবই শিক্ষনীয় বিষয় তুলে ধরেছে। প্রথমদিকে বলা যায় যে মানুষ যদি মানুষের ক্ষতি করে তাহলে সেই ক্ষতি সে নিজের ক্ষতি নিজে করে। দিতে তো মানুষ অত্যাচার করলে আল্লাহ তার প্রতি নারাজ হয়। কেউ যদি কারো হক মেরে দেয় তাহলে তার জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। এরপরে পশু পাখা পাখি মারা যে এটাও ঠিক না সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। গ্রামের যুবতী মেয়েদের এভাবে এলোমেলোভাবে ছোটাছুটি করা উচিত নয় অবশ্যই সেটা পর্দার শহিত চলা উচিত এখানে বসে তুলে ধরা হয়েছে। গ্রামে বসবাস করলে বিনোদন থাকতে হবে এটা কিন্তু একটা ভালো দিক সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সর্বোপরি এই পর্বে চমৎকার সব মস্ত বিষয়গুলো এখানে তুলে ধরেছে। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.০ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1732021850019156266?t=X_pTQ_Dve3JJ0QsNnYugdg&s=19
গ্রামীণ নাটকগুলো বরাবরি আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই নাটকটা এখনো দেখা হয়নি। সময় পেলে অবশ্যই পডর্ব আকারে দেখে নিব। সুন্দর নাটকের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মত আমারও গ্রাম অঞ্চলে নাটকগুলো খুব ভালো লাগে। আর তাই প্রতি সপ্তাহে গ্রাম অঞ্চলের নাটকগুলো আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
পর্ব নাটক গুলো খুব কম দেখা হয়। কিন্তু যদি এর গল্প ভালো হয় তখন না দেখে থাকতে পারিনা। এই নাটক দেখা হয়নি তবে রিভিউ পড়ে ভালো লেগেছে।সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
আসলে আপু আগের নাটক গুলো দেখতে অনেক সুন্দর। এই নাটক গুলো দেখতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।