লাইফ স্টাইল :- শেষবারের মতো পুনরায় ডাক্তারের কাছে।

in আমার বাংলা ব্লগ11 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


IMG_20230917_163143.jpg

মানুষের জীবন চলার পথে সমস্যার শেষ নেই। আজকের প্রায় তিন থেকে চার মাস যাবৎ ডাক্তার বাড়িতে আসা যাওয়া করছি। মানুষের দেহে যদি একবার রোগ ঢুকে যায় তাহলে সেটা সেরে ওঠা অনেক কষ্টকর। এর আগে তিনবার এসেছি ডাক্তারের কাছে এবার দিয়ে চার বার হল। প্রথম দুইবার এসেছিলাম অন্য একটা ডাক্তারের কাছে এসেছিলাম বৃথা কিছু সব কিছু টাকা সময় সব। যখন এই ডাক্তারের কাছে হলো না তখন নতুন আরেকজন ডাক্তারকে আমরা নির্বাচন করলাম। তার নাম হলো আকরামুজ্জামান মিন্টু। প্রথম দিন আসার জন্য সিরিয়াল দিয়েছিলাম। আমাদের সিরিয়াল হয়েছিল ৬৫ তম। ছোট বাচ্চাকে নিয়ে এই সিরিয়ালে দেখানো অসম্ভব। এরপরে পরের দিন আবার সিরিয়াল করলাম হলো হচ্ছে ৫ তম। তাই দেরি না করে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে কুষ্টিয়ার দূরত্ব সই ৪৫ কিলোমিটার। আমার এখান থেকে কুষ্টিয়া পৌঁছাতে প্রায় দেড় ঘন্টা লেগে যায়। ডাক্তার তিনটার সময় রোগী দেখেন।


IMG_20230917_163159.jpg

আমরা যখন কুষ্টিয়াতে পৌঁছালাম আপনাদের একটু বলে রাখি কুষ্টিয়ার সনোটাওয়ার চতুর্থ তলায় এই ডাক্তার রোগী দেখেন। আমরা যখন চতুর্থ তালায় উঠলাম ঠিক রুমের ভিতরে ঢোকার বাম পাশে এই পোস্টাতে লাগানো ছিল। উনার ডিগ্রী কি কি আছে সেগুলো পড়লাম বেশ ভালো লাগলো। মনে হল যেন যদি বাড়ি আশেপাশের কারো যদি কোন সমস্যা থাকে এ ধরনের তাহলে ওনার এখানে পাঠানো যাবে তাই একটি ছবি তুলে রাখলাম। উনার নাম ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা তিনি কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। তিনি ডায়াবেটিক্স রোগীদেরও চিকিৎসা দিয়ে থাকেন। অনেক সময় ডাক্তারের সম্বন্ধে অনেক কিছু জানার দরকার রয়েছে। আর না জানা থাকলে অনেক সময় ভুল করে, ভুল ডাক্তারের কাছে যাওয়া হয়ে যায়। যেমন ঠিক আমার এমনটা হয়েছিল আর এর জন্য আমাকে অনেকটা লস করতে হয়েছে। একদিকে সময় আরেকদিকে টাকা আরেকদিকে রোগীর যন্ত্রণা বাড়তেছিল। সবমিলে বেহাল দশা হতে যদি রোগীর যে রোগ হয়েছে সে অনুযায়ী ডাক্তার দেখাতে না পারলে।


IMG_20230917_154853.jpg

যেহেতু রোগী দেখার সময় ছিল চারটার পরে। আমরা চারটার আগেই এসে বসে ছিলাম। এখানে সিরিয়াল দেওয়া থাকলেও তারপরও আপনাকে পুনরায় আবার সিরিয়াল দিতে হবে এবং টাকা জমা দিতে হবে। প্রথমবার এসেছিলাম ৭০০ টাকা নিয়েছিল তিন মাসের মধ্যে যদি ১৫ দিনের মধ্যে আসা যায় তাহলে ৬০০ টাকা ভিজিট। আর তাই আমার কাছ থেকে ৬০০ টাকা এবং আগে যেসব রিপোর্টগুলো ছিল সবগুলোই তিনি জমা নিল। আপনারা দেখতে পারছেন আমি আমার মত অনেকে এখানে সিরিয়াল করছে। আমাদের সিরিয়াল দেওয়া শেষ হওয়ার পরে আমি ওই ভাইকে বলে দিলাম যে ভাই অবশ্যই আমাকে দ্রুত ডাক্তার দেখিয়ে দিবেন। কারণ আমার বাড়িতে চার মাসের বাচ্চা দেখে এসেছি। আপনার কাছে যে ভাইটাকে বসে আছে দেখছেন উনি বলল আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে দ্রুত দেখিয়ে দেয়ার চেষ্টা করবো। সিরিয়াল দেয়ার পরে সবাই এমন কথাই বলে কিন্তু তাদের নিশ্চয় ব্যক্তিগত কিছু লোক থাকে যাদেরকে আপনি যত আগে সিরিয়াল করেন না কেন তাদেরকে আগে দিয়ে দিবে। তারপরও দেখা যাক তাকে তো বলা হয়েছে তিনি শেষ পর্যন্ত কি করেন এই বলে আমি বসে থাকলাম।


IMG_20230917_154836.jpgIMG_20230917_154933.jpg

তারা মুখে যতই বলুক না কেন আপনাকে অবশ্যই দেরি করে দিবে। এভাবে বসে থাকতে থাকতে সর্বোপরি এক ঘন্টা পার হয়ে গেল। তবে এই সময়টা বসে থাকলেও আমি মোটামুটি টিভিতে ক্রিকেট খেলা দেখছিলাম। আর টিভিতে ক্রিকেট খেলার দেখছিলাম বলে সময়টা পার হয়ে যাচ্ছিল। এর মধ্য দিয়ে একবার তাকে বললাম ভাই অনেকক্ষণ পার হয়ে গেল তাও তো আমাদের টা দেখিয়ে দিচ্ছেন না। তখন তিনি বলল ভাই এতক্ষণ তো রিপোর্ট দেখেছিল এখনো রোগী দেখা শুরু হয় নাই। কিন্তু এর মধ্য দিয়ে কয়েকজনকে আবার দেখিয়ে দিচ্ছে এটা তাদের মুখের কথা। এরপরে আরো আধা ঘন্টা পার হয়ে গেল। যেহেতু আমাদের সিরিয়ালে ছিল পাঁচ নম্বর সে তো আমাদের দেখাতে গিয়ে এর মধ্যে প্রায় ছয় সাতটা সিরিয়াল পার হয়ে গেল তারপরও আমাদেরকে ডাকার কোন নাম নেই। আমি একটু রেগে গিয়ে যখন বললাম ভাই কি ব্যাপার আমাদের পাঁচ নম্বর সিরিয়াল কে আসতেছে না আপনি কি শুরু করেছেন এই কথা বলা মাত্রই তিনি বলেন ভাই এবার আপনাদের সিরিয়াল। এরপরে আমরা ডাক্তারের চেম্বারে প্রবেশ করলাম। ডাক্তার রোগী দেখার পরে যার যেটা বলে তাতে আলহামদুলিল্লাহ। আগের থেকে এখন অনেক ভালো। তিনি আমাদেরকে যা বলে তাতে আর হয়তোবা আসা লাগবে না। একটু প্রেসক্রিপশন লিখে দিলেও তিনি বলেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন।


ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন https://w3w.co/perceivers.recruited.reworks

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ডাক্তারের কাছে গিয়ে যদি ঠিকভাবে রোগ নির্নয় না হয় তবে সময় ও টাকা দুটোই নস্ট হয় । আর ডাক্তারের সিরিয়াল নিয়ে চলে অরেক কান্ড । আপনার সিরিয়াল থাকলেও আপনাকে না দিয়ে অন্য আরেকজনকে ঢুকিয়ে দিবে। এটা তাদের আরেক ব্যবসা। সব জায়গায় কেবল অনিয়ম। যাক শেষ পর্যন্ত যে আপনার রোগের সঠিক চিকিৎসা হয়েছে সেটাই বড় বিষয়। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

আপু রোগ নির্ণয় করার আগে আগে আমাদেরকে ডাক্তার কে নির্ণয় করে দেখতে হবে যে এই ডাক্তার আদৌ ভালো কিনা। ডাক্তার চিনতে যদি ভুল হয়ে যায় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আপনার ভুল হয়ে যাবে। এই বিষয় গুলো এখন প্রতিটা মানুষেরই হচ্ছে। কি আর করা যাবে আপু এর মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এটা ঠিক বললেন ভাইয়া, শরীরে একবার রোগ ঢুকে গেলে সেটা ঠিক হতে কয়েকমাস লেগে যায়। এতোদিন শুধু চরম ভোগান্তি পোহাতে হয়। ডাক্তারের সিরিয়ালেও সিন্ডিকেট! কই যাবেন বলেন, এমন কোনো সেক্টর নাই যেখানে সিন্ডিকেট দেখি না। যাক, ফাইনাল রিপোর্ট ভালো আসছে জেনে ভালো লাগল।

 11 months ago 

বর্তমান সময়ে ডাক্তার-খানা হয়ে গেছে এক ধরনের কসাইখানা। মানুষকে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়ে মানুষের সর্বস্বান্ত করে ফেলছে। সুন্দর মন্তব্য করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই একবার অসুস্থ হওয়া শুরু করলে সহজে যেন রোগ যেতেই চায় না। আর ডাক্তাররা বিভিন্ন ধরনের টেস্ট দেয় যেটা সত্যিই বিরক্তিকর। সঠিক রোগ নির্ণয় না করতে পারলে অসুখ সারা তো দূরের কথা বরং ভুল চিকিৎসায় আরো বেশি অসুস্থ হয়ে যেতে হয়।

 11 months ago 

আপনি ১০০% ঠিক বলেছেন আপু। বর্তমানে ডাক্তারদের অবস্থায় এতটাই খারাপ তাদের দ্বারাই মানুষ এখন বেশি ক্ষতিগ্রস্তই হচ্ছে। অনেক সময় তাদের ভুলের কারণে মানুষ মারাও যাচ্ছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45