" প্রথম উপহার " ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ) by tuhin002
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২৬-১২-২০২২)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন।আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নাটক রিভিউ করতে ইচ্ছুক ।তাই আজকে আমি একটি নাটক শেয়ার করতে যাচ্ছি।নাটকের নাম "প্রথম উপহার "নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
---|
নাটকের নাম | প্রথম উপহার |
---|---|
পরিচালক | মীর ইশতিয়াক |
অভিনয় | তানজিন তিশা , রকিবউদ্দিন, কাকা মাকসুদ, জাহাঙ্গীর আলম মুক্তা |
দৈর্ঘ্য | ১০ মিনিট ৫২ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ইং। |
নাটকের সারসংক্ষেপ। |
---|
নাটকটা মূলত একটি কালো মেয়েকে নিয়ে, যার বিয়ের বয়স হয়েছে কিন্তুু তার গায়ের রং এর জন্য বিয়ে ভেঙে যায়। নাটকের শুরুতে তানজিন তিষাকে পাত্রপক্ষ দেখতে আসে। তাই সে তাদের জন্য নিজে শরবত তৈরি করে নিয়ে আসে।
এখানে পাত্রের মা তাকে জিজ্ঞেস করে সে রান্না জানে কিনা। এ কথাটা শুনে তানজিন তিশা অবাক হয়। তার কি ভালো লাগে, সে কি করতে পারে, সে কি ভালোবাসে এগুলো তারা জানতে না চেয়ে সরাসরি রান্না করতে পারে কিনা জানতে চাই। পরবর্তীতে তাকে হেঁটে দেখার কথা বলে। পাত্রপক্ষের কথা শুনে তানজিন তিশা অনেকটা অবাক হয় এবং কষ্ট পাই।
সে কালো। তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তার বিয়ে হচ্ছে না। তার গায়ের রং এর জন্য। এইটা নিয়ে তার বাবা চাচারা অনেক দুশ্চিন্তায় থাকে। তার জন্য পাত্র খোঁচায় সবাই ব্যস্ত। ফর্সা হোক বা কালো তাতে কোন সমস্যা নেই। যেমন তেমন ছেলে তার জন্য চলবে, শুধু সেই চলেনা।
পরবর্তীতে তাকে দেখার জন্য আবার পাত্রপক্ষ আসে। সেটার জন্য সে অনেক ভালোভাবে সাজুগুজু করে শাড়ি পড়ে। যদিও সেই শাড়ি ঠিকমতো সামলাতে পারে না। পাত্রের সামনে সে নিজে গিয়ে চা দেয়। এই প্রথম পাত্রের বাবা কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি বলে,বিয়েতো হবে মেয়ে আর ছেলের মধ্যে। ওদের দুজনকে আলাদা করে কথা বলতে দেওয়াই ভালো।
এরপর আমরা দুজন ব্যালকনিতে গেলাম।প্রথম কোন ছেলে আমাকে কোন কিছু জিজ্ঞেস না করে আমার পায়ের দিকে তাকিয়ে, বললো তোমার উচু জুতা পড়তপ কষ্ট হয় না? অদ্ভুত লাগে উনার কথা শুনে। উনিও আমাকে কোন প্রশ্ন করলেন না,আমিও কোনো প্রশ্ন করলাম না। আমাদের বিয়ে ফিক্সড হয়ে গেল।
এর কিছুদিন পর সে আমাকে ফোন করে বাইরে আসতে বলে এবং আমাকে একটা গিফট দেয় এবং এটা বাসায় গিয়ে খুলতে বলে।
এরপরে সে বাসায় গিয়ে গিফট টা খুলে, খুলে দেখে একটা নিচু জুতা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল যে উঁচু জুতা পড়তে তার কষ্ট হয় তাই সে নিচু জুতা পড়ে আমার পাশে স্বাচ্ছন্দে হেঁটে বেড়াক।
"প্রথম উপহার" এটার একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হল মানুষ আল্লাহ সৃষ্টি।আর আল্লাহ সৃষ্টি যেমন হোক না কেন তাকে ঘৃণা করা উচিত না। সে সাদা হতে পারে কালো হতে পারে।
ব্যক্তিগত রেটিং । |
---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিবো ১০ এর মধ্যে ৮.৫ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বারে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।।
নাটকটির মধ্যে সত্যি অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে ভাইয়া। নাটকটি দেখে এবং পড়তে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।
প্রথম উপহার অনেক শিক্ষণীয় একটি নাটক। যদিও নাটকটি দেখা হয়নি। তবে আমি আপনার রিভিউর কারণে দেখার ইচ্ছা পোষণ করছি। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি নাটক রিভিউ করার জন্য।
আসলেই ভাই এ নাটকে কিছু শিক্ষনীয় বিষয় আছে।
আসলেই আপনি ঠিকই বলেছেন মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ যাকে যেরকম বানিয়েছে। এটা নিয়ে তো কারো ঘৃণা করা উচিত না। একটি মানুষ এর যে কোন গুণ থাকতে পারে। এখন তো পাত্রপক্ষরা মেয়ে দেখতে যাওয়ার ফলে সুন্দর নাকি কালো তা দেখে তার গুণ সম্পর্কে খুবই কম জিজ্ঞেস করে। যাই হোক আমি এই নাটকটি এখন পর্যন্ত দেখিনি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই নাটকটি দেখার। আমার কাছে এমনি আপনার রিভিউ পোস্ট ভালো লেগেছে। এই নাটকটিতে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। যা আমাদের জানা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটা প্রত্যেকের জেনে রাখা উচিত।
অনেক সুন্দর একটি নাটকের ভিডিও করেছেন ভাইয়া। আপনার রিভিউটি পড়ে মনে হচ্ছে নাটকটি বেশ সুন্দর হবে।
নাটকটি বেশ সুন্দর।